ব্ল্যাকহোল সম্পর্কে কুরআন-হাদীসে যা রয়েছে | ওজু ছাড়া কুরআন স্পর্শ করা যাবে কি? Allama Mozammel Haque

Описание к видео ব্ল্যাকহোল সম্পর্কে কুরআন-হাদীসে যা রয়েছে | ওজু ছাড়া কুরআন স্পর্শ করা যাবে কি? Allama Mozammel Haque

সূরা ওয়াকেয়া এর ধারাবাহিক তাফসীর, পর্ব-৪ [শেষপর্ব], আয়াত : ৭৫-৯৬ || Surah Owakeya Tafsir : 75-96 || অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক || Mozammel Haque Barisal || Tahjib Center.
#tahjibcentermozammelhaque
Stay tuned by subscribing to our channel to hear more new Waz mahfil, tafsir mahfil, hamd-naat / Islamic music, and recitation of the Holy Quran.
সুরা ওয়াক্বিয়া


فَلَا أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ
অতএব, আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি, [সুরা ওয়াক্বিয়া - ৫৬:৭৫]
وَإِنَّهُ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ
নিশ্চয় এটা এক মহা শপথ-যদি তোমরা জানতে। [সুরা ওয়াক্বিয়া - ৫৬:৭৬]
إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ
নিশ্চয় এটা সম্মানিত কোরআন, [সুরা ওয়াক্বিয়া - ৫৬:৭৭]
فِي كِتَابٍ مَّكْنُونٍ
যা আছে এক গোপন কিতাবে, [সুরা ওয়াক্বিয়া - ৫৬:৭৮]
لَّا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ
যারা পাক-পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না। [সুরা ওয়াক্বিয়া - ৫৬:৭৯]
تَنزِيلٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ
এটা বিশ্ব-পালনক র্তার পক্ষ থেকে অবতীর্ণ। [সুরা ওয়াক্বিয়া - ৫৬:৮০]
أَفَبِهَذَا الْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَ
তবুও কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য পদর্শন করবে? [সুরা ওয়াক্বিয়া - ৫৬:৮১]
وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ
এবং একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে? [সুরা ওয়াক্বিয়া - ৫৬:৮২]
فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ
অতঃপর যখন কারও প্রাণ কন্ঠাগত হয়। [সুরা ওয়াক্বিয়া - ৫৬:৮৩]
وَأَنتُمْ حِينَئِذٍ تَنظُرُونَ
এবং তোমরা তাকিয়ে থাক, [সুরা ওয়াক্বিয়া - ৫৬:৮৪]
وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَكِن لَّا تُبْصِرُونَ
তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি; কিন্তু তোমরা দেখ না। [সুরা ওয়াক্বিয়া - ৫৬:৮৫]
فَلَوْلَا إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ
যদি তোমাদের হিসাব-কিতাব না হওয়াই ঠিক হয়, [সুরা ওয়াক্বিয়া - ৫৬:৮৬]
تَرْجِعُونَهَا إِن كُنتُمْ صَادِقِينَ
তবে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন, যদি তোমরা সত্যবাদী হও ? [সুরা ওয়াক্বিয়া - ৫৬:৮৭]
فَأَمَّا إِن كَانَ مِنَ الْمُقَرَّبِينَ
যদি সে নৈকট্যশীলদের একজন হয়; [সুরা ওয়াক্বিয়া - ৫৬:৮৮]
فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّةُ نَعِيمٍ
তবে তার জন্যে আছে সুখ, উত্তম রিযিক এবং নেয়ামতে ভরা উদ্যান। [সুরা ওয়াক্বিয়া - ৫৬:৮৯]
وَأَمَّا إِن كَانَ مِنَ أَصْحَابِ الْيَمِينِ
আর যদি সে ডান পার্শ্বস্থদের একজন হয়, [সুরা ওয়াক্বিয়া - ৫৬:৯০]
فَسَلَامٌ لَّكَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ
তবে তাকে বলা হবেঃ তোমার জন্যে ডানপার্শ্বসস্থদের পক্ষ থেকে সালাম। [সুরা ওয়াক্বিয়া - ৫৬:৯১]
وَأَمَّا إِن كَانَ مِنَ الْمُكَذِّبِينَ الضَّالِّينَ
আর যদি সে পথভ্রষ্ট মিথ্যারোপকারীদের একজন হয়, [সুরা ওয়াক্বিয়া - ৫৬:৯২]
فَنُزُلٌ مِّنْ حَمِيمٍ
তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা। [সুরা ওয়াক্বিয়া - ৫৬:৯৩]
وَتَصْلِيَةُ جَحِيمٍ
এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে। [সুরা ওয়াক্বিয়া - ৫৬:৯৪]
إِنَّ هَذَا لَهُوَ حَقُّ الْيَقِينِ
এটা ধ্রুব সত্য। [সুরা ওয়াক্বিয়া - ৫৬:৯৫]
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন। [সুরা ওয়াক্বিয়া - ৫৬:৯৬]

Комментарии

Информация по комментариям в разработке