গ্রীন ভ্যালী পার্ক,লালপুর,নাটোর | Green Valley Park at Natore | Our Tour to Lalpur🏃
#GreenValley #Park #Natore
জীবননান্দ দাশের বনলতা সেন শুনলেই প্রথমে মনে আসে নাটোরের কথা।
ঐতিহ্যের জৌলুস, অতীতের রাজ-রানীদের স্মৃতি, প্রাচীনত্ব আর ইতিহাসের জেলা হল নাটোর। সোনালী অতীতকে বুকে ধারণ করে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নাটোরের বিভিন্ন প্রত্নতত্ত্ব নিদর্শন। আরও আছে প্রাকৃতিক শোভামণ্ডিত অসংখ্য জায়গা।
উত্তরা গণভবন, দিঘাপতিয়া রাজবাড়ি, রাণী ভবানী রাজবাড়ী, দয়ারামপুর রাজবাড়ি, বনপাড়া লুর্দের রাণী মা মারিয়া ধর্মপল্লী, চলন বিলসহ আরও অনেক আকর্ষণীয় স্থানে ভরপুর এই জেলাটি। এখানকার আকর্ষণে নতুন মাত্রা যোগ করেছে গ্রীন ভ্যালি পার্ক (Green Valley Park)।
গ্রীন ভ্যালি পার্ক নাটোরের লালপুরে অবস্থিত। লালপুর সদর থেকে পার্কটির দূরত্ব মাত্র ১ কিলোমিটার। সুন্দর ও মনোরম পরিবেশে আনন্দ ও বিনোদনের জন্য গড়ে তোলা হয়েছে এই পার্কটি।
প্রায় ১২৩ বিঘা জমির ওপর গড়ে তোলা এই পার্কটিকে সাজানো হয়েছে বিনোদনের নানান উপকরণ দিয়ে। শিশু থেকে শুরু করে সব বয়সীদের জন্য দারুণ একটি জায়গা এই পার্ক!
পার্কটিকে ঘিরে গ্রামের মধ্যে সুন্দর যাতায়াতের ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। নিরিবিলি পরিবেশে পার্কটিতে চিত্ত বিনোদনের পাশাপাশি পাবেন নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য।
পার্কটি বিনোদনের জন্য রয়েছে নানা রকমের রাইড। এখানে রয়েছে স্পীড-বোট, প্যাডেল বোট, বুলেট ট্রেন, মিনি ট্রে, নাগরদোলা, পাইরেট শিপ, ম্যারিগোরাউন্ড, হানি সুইং ইত্যাদি।
নানা রকম বাহারি ফুলে সজ্জিত হয়ে আছে পুরো পার্কটি। ফুলগুলোর বাহারী সুবাসে মো মো করে পুরো পার্কটি। প্রায় চল্লিশ এক জমির উপর বিস্তৃত নয়নাভিরাম লেক রয়েছে এখানে।
এই নয়নাভিরাম লেকের বাহারে মনের আনন্দে স্পিডবোটে চেপে ভেসে বেড়াতে পারবেন লেকের জলে। অত্যন্ত মনোরম পরিবেশে বিনোদনের সব কিছুই পাচ্ছেন এখানে।
পিকনিক স্পট, শুটিং স্পট, এডভেঞ্চার রাইডস, কনসার্ট এন্ড প্লে-গ্রাউন্ড, নিজস্ব বিদ্যুৎ সুবিধা, নামাজের সু-ব্যবস্থা, সিকিউরিটি সার্ভিসের ব্যবস্থা, ডেকোরেটর সুবিধা, গাড়ি রাখার ব্যবস্থা, ক্যাফেটেরিয়া শপ কর্নার, সভা-সেমিনার এর জায়গা, আবাসিক ব্যবস্থা সহ নানা ধরনের সুবিধা রয়েছে এখানে।
যেভাবে যাবেন :
সড়ক পথ, রেল পথ ও নদী পথে অনায়াসেই আসা যায় নাটোরের লালপুরে। দেশের যে কোন প্রান্ত থেকে সহজেই বাস যোগে আসতে পারেন লালপুর। গ্রিন লাইন, হানিফ, শ্যামলী বা ন্যাশনাল ট্রাভেলস এর বাসে করে নাটোর পৌঁছাতে পারেন। ঢাকা থেকে সরাসরি বাসযোগে বাঘা এসে নামতে হবে। তারপর সি এন জি যোগে লালপুর যেতে হবে। ভাড়া পড়বে জনপ্রতি ২০/২৫ টাকা।
নাটোর বাইপাস থেকেও যেতে পারেন সেক্ষেত্রে ৩৫ টাকা বাস ভারা করে লালপুর যেতে হবে তারপরে ১০ টাকা ভ্যান ভাড়া করে পার্কে যেতে পারবেন।এছাড়া ট্রেনে যেতে চাইলে আবদুলপুর বাইপাসে নামতে হবে, তার পর সেখান থেকে ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লালপুর যেতে হবে। যেখানে থাকবেন: নাটোরে থাকার জন্য বিভিন্ন হোটেল রয়েছে। হোটেলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল হোটেল মিল্লা, হোটেল রুখসানা, হোটেল উত্তরা ইত্যাদি।
Thanks. :)
🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽
🔗 Subscribe our Channel:
/ @snpoints
🔗 For any help: / 416944042647243
🔗 Like our Page: / sn.points
🔗 Follow me on Facebook: / sn.points
🔗 Follow me on Instagram: / pointssn171120
🔗 Follow Me on Twitter: / pointssn
Thank You :) Stay with us and Support
🚫 Disclaimer :- This Channel does not promote any illegal content, Does not encourage any kind of illegal activities. All contents provided by this channel is meant for Educational purpose only.
Информация по комментариям в разработке