ও আমার দেশের মাটি l রবীন্দ্র সঙ্গীত l সঙ্গীত টিউটোরিয়াল l

Описание к видео ও আমার দেশের মাটি l রবীন্দ্র সঙ্গীত l সঙ্গীত টিউটোরিয়াল l

ও আমার দেশের মাটি , রবীন্দ্র সাঙ্গীত
রচনাকাল - ১৩১২ (1905)
কবির বয়স তখন -৪৪ , স্বদেশ পর্যায়
তাল - দাদরা , স্বরলিপিকার - ইন্দিরা দেবী

গান :-

ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা l
তোমাতে বিশ্বময়ীর , তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা

তুমি মিশেছ মোর দেহের সনে
তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমায় ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা ll

ওগো মা , তোমায় কোলে জনম আমার ,
মরণ তোমায় বুকে l
তোমার পরেই খেলা আমার দুঃখে সুখে l
তুমি অন্ন মুখে তুলে দিলে,
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল- সহা সকাল- বহা মাতার মাতা ll

ওমা অনেক তোমার খেয়েছি গো , অনেক নিয়েছি মা-
তবু জানি নে - যে কী বা তোমায় দিয়েছি মা l
আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে--
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা ll

like, share, subscribe please
অনলাইন ও অফলাইন ক্লাস করার জন্য w app
করুন - 9231822664

ও আমার দেশের মাটি রবীন্দ্র সঙ্গীত
ও আমার দেশের মাটি lyrics
ও আমার দেশের মাটি স্বরলিপি
0 amer deser mati
ও আমার দেশের মাটি হারমোনিয়ামে
notation
lyrics
Swaralipy
harmonium tutorial
Bangla song class
music class

Комментарии

Информация по комментариям в разработке