সীতাকুণ্ড, মিরসরাই এই রেঞ্জ হচ্ছে আমাদের ট্রাভেলার বা প্রকৃতি পিপাসুদের কাছে এক আবেগের নাম। আমরা যারা পাহাড়, ঝিরিপথ আর কাঁচা মাটির গন্ধকে ভালোবাসি তাঁদের কাছে এর চাইতে সেরা আর ভালো কিছু হতে পারে নাহ। সহজে বলতে গেলে, সীতাকুণ্ড, মিরসরাই এর রেঞ্জের প্রতিটা ঝর্নাই হচ্ছে অনেকটা বুফের মতো, মানে আপনি একসাথে পাবেন অনেক কিছু গ্রামের মেঠো পথ, পাহাড়, ঝিরিপথ, কেস্কেড, ঝর্ণা এবং মজার ব্যাপার এই রেঞ্জে আপনাকে বান্দরবন বা আমাদের অন্যসব পার্বত্য অঞ্চলের মতো এতোটা ট্রেকিং করে ঝর্ণার রুপ উপভোগ করতে যেতে হবে নাহ, মোটামুটি খুব অল্প পরিশ্রম আর সময়েই আপনি এই রেঞ্জের প্রায় অধিকাংশ ঝর্ণাই দেখতে পারবেন।
সহস্রধারা-২ঃ এই ট্রেইলকে বলা যায় সীতাকুণ্ড, মিরসরাই রেঞ্জের সবচাইতে সহজতর এবং সবচাইতে কম সময়ে কাভার দেওয়া ট্রেইলের মদ্ধে একটি। আপনি চাইলে খুব অল্প সময়ে অল্প পরিশ্রমেই পাহাড়, ঝর্না আর লেকের সমন্নয়ে মহান #আল্লাহ রাব্বুল আলামিনের অপার সৃষ্টির সেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বলে রাখি এই ঝর্ণা সীতাকুণ্ড, মিরসরাই রেঞ্জের সবচাইতে উঁচু ঝর্ণা হিসেবে ও পরিচিত ।
যেইভাবে যাবেনঃ চট্রগ্রাম এ কে খান -টূ - ছোটদারোগার হাট, সীতাকুণ্ড - যেই কোন বাসে ভাড়া- জনপ্রতি ( ৫০ থেকে ৬০ )
খাবারঃ আমরা হাল্কা নাস্তা করেছিলাম ,এর বাহিরে দুপুরের খাবার খেয়েছিলাম ড্রাইভার হটেলে, যদি ও বা ড্রাইভার হোটেল ছোটদারোগার হাট থেকে খুব একটা কাছে নয়, তাই আপনি চাইলে এলাকার দোকানে খুব অল্প টাকায় দুপুরের লাঞ্চ সেরে নিতে পারবেন, সেইক্ষেত্রে খরচ জনপ্রতি ৮০ থেকে ১০০ টাকার ভেতর হয়ে যাবে।
পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের ভালো লাগা, ভালোবাসা আর সমর্থনই আমার এগিয়ে যাওয়ার প্রেরণা ।
#আলহামদুলিল্লাহ।
বিদ্রঃ বলে রাখা ভালো, এই ভিডিও শুধুমাত্র একটা নরমাল মোবাইল ক্যামেরা এবং একটি সেল্ফি স্টিক এর সমন্বয়ে নেওয়া, তাই অবাঞ্চিত সেকিং গুলোর জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ।
(ধন্যবাদ)
Follow Me On FB - https://www.facebook.com/
Follow Me On Page - / fso9994
#sohosrodhara waterfall,#waterfall,#sohosrodhara waterfall 2,#how to go to the sohosrodhara waterfall 2,#shohosrodhara waterfall of choto darogar hat,#shohosrodhara wateralls,#sohosrodhara waterfall (#সহস্রধারা ঝর্ণা),#how to go to the sohosrodhara waterfall2,#sohosrodhara jorna,#sitakunda waterfall,#sohossrodhara jhorna 2 vlog,#chittagong waterfall,#how to go sohosrodhara waterfall,#Sohosrodhara 2 ,#সহস্র ধারা ২ ঝর্ণা
Информация по комментариям в разработке