মোবাইল ফোনের মাধ্যমে আইনি পরামর্শ পেতে ০১৭১৬-৮৫৬৭২৮ নম্বরে ৫১০ টাকা বিকাশ করে পরামর্শ নিতে পারবেন। সরাসরি সাক্ষাৎ করে আইনী পরামর্শ নিতে চাইলে ০১৭১৬-৮৫৬৭২৮ নম্বরে ১৫৩০ টাকা বিকাশ করে সাক্ষাতের সময়সূচি জেনে নিয়ে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্র (যদি থাকে) নিয়ে চেম্বারে আসতে হবে। ঠিকানা: ব্যারিষ্টার দোলন এন্ড এ্যাসোসিয়েটস, প্রেস্টিজ হোমস (১ম তলা), চিটাগাং হোটেলের সামনে, সেগুনবাগিচা, ঢাকা। অথবা প্রামাণিক ল’ চেম্বার, জজ কোর্ট চত্ত্বর, কুষ্টিয়া। This Channel does not promote and encourage any illegal content, illegal activities. The aim and objects of this channel is to create a law-conscious population.
#law_tips_bd
#criminaladvocate
#seraj_pramanik
#criminalpractice
#criminalprocedure
#fetusdevelopment
#fetus
#chequebounce
#chequebounceinunsecured
#chequeespecial
#cheques
বন্ধুরা আজ আলোচনা করব এনআই এ্যাক্ট অর্থাৎ নেগোসিয়েবল ইন্ট্রমেন্ট এ্যাক্ট চেক ডিসঅনার মামলায় আসামীর উপর লিগ্যাল নোটিশ জারি বিষয়ে। তিনভাবে আসামীর উপর লিগ্যাল নোটিশ জারি বিষয়ে আইনে বলা রয়েছে। তার মধ্যে নম্বর ১। সরাসরি আসামীর নিকট লিগ্যাল নোটিশ দিয়ে রিসিভ করিয়ে নেয়া, এটা সম্ভব না হলে ২ নম্বর রয়েছে রাষ্ট্রীয় ডাকযোগে আসামীর ঠিকানায় প্রাপ্তি স্বীকার সহ নোটিশ পাঠিয়ে। অনেক সময় আসামী কোন ঠিকানায় বসবাস করছে তা জানা না গেলে কিংবা আসামী পলাতক থাকলে সর্বশেষ ৩ নম্বর পন্থা হচ্ছে বহুল প্রচারিত বাংলা পত্রিকায় ওই লিগ্যাল নোটিশ প্রকাশ করে। বলা হয়েছে নু ঢ়ঁনষরপধঃরড়হ রহ ধ ফধরষু ইধহমষধ হধঃরড়হধষ হবংিঢ়ধঢ়বৎ যধারহম রিফব পরৎপঁষধঃরড়হ. পত্রিকায় নোটিশ প্রকাশ নিয়ে যত বিতর্ক তা আইনগতভাবে প্রতিকার নিয়ে কথা বলতে আমি---।
এন.আই. অ্যাক্টের ১৩৮(১) (১ এ) ধারায় বর্ণিত মতে কোন পত্রিকা বহুল প্রচারিত হিসাবে বিবেচিত হবে সে বিষয়ে সুস্পষ্ট কোন বক্তব্য সেখানে নেই। সেটা জাতীয় পত্রিকা না কি স্থানীয় পত্রিকা হবে বিষয়ে সুস্পষ্ট কোন বক্তব্য সেখানে নাই। একটি মামলায় অনুরূপ একটি নোটিশ অপেক্ষাকৃত কম প্রচারিত পত্রিকায় প্রকাশ করা হয়েছিল। আসামীপক্ষ ওই বিষয়টি চ্যালেঞ্জ কওে মহামান্য হাইকোর্ট বিভাগে একটি মামলা দায়ের করে। আদালতে আইনের বিধান ব্যাখ্যা করে এই মত পোষন করেন যে, কোন একটি পত্রিকা বহুল প্রচারিত কি না বা উহা জাতীয় কিংবা স্থানীয় পত্রিকা কি না তা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারিক আদালত কর্তৃক নির্ণয় করতে হয়। শুধুমাত্র বহুল প্রচারিত পত্রিকায় নোটিশ প্রকাশ করা হয়নি এই টেকনিক্যাল অজুহাতে এন.আই. অ্যাক্টের মামলা কোয়াশ করা যায় না মর্মে আদালত মত প্রকাশ করেন। যা ৬৮ উখজ ২২৫ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে।
একই বিষয়ে ঐধংধহ ঔধযধহমরৎ অষধস া ঝঃধঃব [৬৯ উখজ (২০১৭) ৩৬৩,৩৬৬] মামলায় হাইকোর্ট বিভাগ উল্লেখ করেছেন জাতীয় পত্রিকা (ঘধঃরড়হধষ ঘবংিঢ়ধঢ়বৎ) এবং বহুল প্রচারিত (ডরফব ঈরৎপঁষধঃরড়হ) বলতে কী বুঝায় সে বিষয়ে অশৎধসুুঁধসধহ ঈযড়ফিযঁৎু া ংঃধঃব [৭১ উখজ (২০১৯) ৪৫৮,৪৬৩] মামলায় হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ দারুন মন্তব্য করেছেন। স্থানীয় কোন পত্রিকায় নোটিশ ছাপানো হলে উহা জারী হয়েছে বলে গণ্য হবে মর্মে ৩৯ ইখউ (ঐঈউ) ৪০৩ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। মনে রাখবেন রেজিষ্টার্ড ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠানো পর আবার দৈনিক পত্রিকায় ঐ নোটিশ প্রকাশ করার প্রয়োজন নেই। আমি আগেই বলেছি এন. আই. অ্যাক্টের ১৩৮ ধারায় ৩ প্রকারে লিগ্যাল নোটিশ জারীর বিধান রাখা হয়েছে। উক্ত পদ্ধতিসমূহের যে কোন একটি পদ্ধতিতে অনুরূপ নোটিশ জারী হলেই চলবে। একাধিক পদ্ধতিতে ঐ নোটিশ জারীর করার আবশ্যকতা নেই।
উক্ত বিষয়ে ঋবৎফড়ঁং কযধহ া ঝঃধঃব [ ৬৮ উখজ (২০১৬),৩৩৪,৩৩৬] মামলায় হাইকোর্ট বিভাগের সিদ্ধান্ত রয়েছে। সম্মানীত ভিউয়ারস আজকের এ আলোচনার মধ্যে দিয়ে চেকের মামলায় সংবাদপত্রে নোটিশ জারি বিষয়ে আর কোন বিতর্ক থাকবে না বলে আশা করি। এ বিষয়ে যদি---
চেকের মামলা,চেকের মামলা কিভাবে করতে হয়,চেক ডিজঅনার মামলা,চেকের মামলার নতুন আইন,চেকের মামলা করার নিয়ম,চেকের মামলা থেকে বাঁচার উপায়,চেক ডিসঅনার মামলা,চেক ডিজঅনার লিগ্যাল নোটিশ,চেকের মামলায় জেল সংবিধান পরিপন্থী,চেকের মামলা দায়ের করার স্থান,চেকের মামলা ৭টি জেলায় করা যায়,চেকের মামলায় আর জেলে নয়,চেকের মামলায় জেল কি হবে,চেকের মামলায় আপিল,চেকের মিথ্যা মামলা,ব্যাংক চেকের মামলা,চেকের মামলা করার ক্ষেত্রে করণীয়,চেকের মামলায় জামিন,চেকের মামলার করার ক্ষেত্রে করণীয়
cheque bounce case,cheque bounce case in hindi,cheque dishonour,legal notice,dishonour of cheque,cheque bounce,legal procedure for cheque bounce,how to file cheque bounce case,cheque bounce case time limit,reasons for dishonour of cheque,cheque bounce case legal notice,cheque bounce ke case me legal notice,cheque bounce hone par case kaise kare,how to send legal notice in cheque bounce case,how to draft legal notice in cheque bouncing case
Информация по комментариям в разработке