২০২২ সাল ভিত্তিক ব্যাংক জব সার্কুলার-এর ফরম পূরণ চয়েজ লিস্ট ও প্রস্তুতির কৌশল বিষয়ক সেমিনার ।

Описание к видео ২০২২ সাল ভিত্তিক ব্যাংক জব সার্কুলার-এর ফরম পূরণ চয়েজ লিস্ট ও প্রস্তুতির কৌশল বিষয়ক সেমিনার ।

২০২২ সাল ভিত্তিক ব্যাংক জব সার্কুলার-এর ফরম পূরণ চয়েজ লিস্ট ও প্রস্তুতির কৌশল বিষয়ক উন্মুক্ত লাইভ সেমিনার ।
২০২২ সাল ভিত্তিক সার্কুলার-এ সিনিয়র অফিসার সহ অন্যান্য পদ-এ শূন্য পদ ৩৩৫৮টি।
🔹ব্যাংক জব প্রস্তুতির প্রিলি. + লিখিত কোর্স-এ নতুন ব্যাচে অনলাইন ও অফলাইন-এ বিশেষ ছাড়ে ভর্তি চলছে।
কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্টে দেওয়া গুগল ফরমটি পূরণ করুন অথবা ফোন করুন-
📞01896061992
📞01896061993
=====================================
🟡কোর্স-এ যা যা থাকছে:
➡️ ক্লাস সংখ্যা- ১০৬টি (২১২ ঘণ্টা);
🔺গনিত প্রিলি. + লিখিত = ৭৬ ঘণ্টা
♦️ইংরেজী গ্রামার = ৩০ ঘণ্টা
♦️ ইংরেজী ভোকাবুলারি = ১০ ঘণ্টা
♦️ইংরেজী লিখিত+ ফোকাস = ৪০ ঘণ্টা
🔸বাংলা ভাষা ও সাহিত্য = ১৮ ঘণ্টা
🔻 সাধারণ জ্ঞান = ২২ ঘণ্টা
🔺ICT = ১০ ঘণ্টা
🔻A. Ability = ৬ ঘণ্টা
➡️ ক্লাস টেস্ট- ৭৪টি;
➡️ মূল্যায়ন টেস্ট- ১২টি;
➡️ সাবজেক্টিভ টেস্ট- ১২টি;
➡️ মডেল টেস্ট- ৮টি;
➡️ ক্লাস PDF- ৯৪ টি;
➡️ www.careermapbd.com এ প্রিলি. ও লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ।
➡️ প্রিন্টেড লেকচার শিট।
🔷 এছাড়াও থাকছে-
➡️ শূন্য থেকে ব্যাংক জব প্রস্তুতি
➡️ ব্যাসিক টু এডভান্স লেভেল প্রিপারেশন
➡️ MCQ+ Written পাশাপাশি প্রস্তুতি
➡️ সিক্রেট গ্রুপে ক্লাস রেকর্ড
➡️ ভর্তির সাথে সাথে প্রযোজ্য ক্ষেত্রে প্রিন্টেড লেকচার শিট কুরিয়ারে পাঠানো হবে।
➡️ অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের মাধ্যমে পাঠদান।
➡️ আমাদের পূর্ণাঙ্গ কোর্সের প্রার্থীদের ক্লাস, পরীক্ষা ও শিটের বাইরে পত্রিকা পড়াই যথেষ্ট।
=====================================
✅বর্তমানে ব্যাংক পরীক্ষার প্রিলি. ও লিখিত ৩০০ নম্বরের মধ্যে ১৬৫ নম্বর অর্থ্যাৎ ৫৫% নম্বর ইংরেজি, ফোকাস ও আর্গুমেন্টেটিভ রাইটিং-এ। প্রিলি. ও লিখিত পরীক্ষায় গণিতের মার্ক ১৬.৬৭% (মোট নম্বর ৫০)। এটা স্পষ্ট প্রতীয়মান যে, বর্তমানে ব্যাংকে চাকরি পেতে হলে ইংরেজি ও ফোকাস এবং আর্গুমেন্টেটিভ রাইটিং পার্টে ভালো করার কোনো বিকল্প নেই। ব্যাংক জব প্রস্তুতির সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একমাত্র ক্যারিয়ার ম্যাপই ইংরেজি, ফোকাস এবং আর্গুমেন্টেটিভ রাইটিং পার্টে অপ্রতিদ্বন্দ্বী। ক্যারিয়ার ম্যাপ কোর্সের শুরুর দিন থেকেই প্রার্থীদের রাইটিং পার্টে ভালো করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকে।
=====================================
🟡 যেভাবে ভর্তি হবেন-
✅ অনলাইন ও অফলাইন-এ ভর্তি হতে কোর্স ফি নিচের দেওয়া নম্বরে বিকাশ,নগদে সেন্ড মানি করুন।
BKash Merchant : 01907070730
Nagod Personal: 01922101536
✅ ভর্তি সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ফোন করুন-
অনলাইন
📞01896061992
📞01896061993
📞01907070730
📞01907070734
মিরপুর 📞01907070731/32
মালিবাগ 📞01907070733/34
নীলক্ষেত 📞01896061997/98
ফার্মগেট 📞01907070738/39
ঠিকানা: 260/6 মালিবাগ (৪র্থ তলা) হোসেফ টাওয়ারের পাশে, মালিবাগ মোড়, ঢাকা।

Комментарии

Информация по комментариям в разработке