Gintex capsule | জিনটেক্স ক্যাপসুল | প্রাকৃতিক ভাবে যৌন শক্তি বৃদ্ধির ঔষধ

Описание к видео Gintex capsule | জিনটেক্স ক্যাপসুল | প্রাকৃতিক ভাবে যৌন শক্তি বৃদ্ধির ঔষধ

Gintex capsule | জিনটেক্স ক্যাপসুল
প্রাকৃতিক ভাবে যৌন শক্তি বৃদ্ধির ঔষধ

জিনটেক্স প্রতিটি ক্যাপসুল এ আছে পানাক্স জিনসেং ৫০০ মিলিগ্রাম।

এই জিনসেং গাছের মূল কে ক্যাপসুল আকারে বাজারে নিয়ে এসেছে স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড। যা বাজারের #জিনটেক্স নামে পাওয়া যায়।


জিনসেংকে অনেকে কোরিয়ান #ভায়াগ্রা বলে থাকে।যা প্রাকৃতিক ভাবে মহিলা ও পুরুষ উভয়ের যৌন শক্তি বাড়ায় এবং হারানো যৌবন শক্তি ফিরিয়ে আনে। হাজার হাজার বছর ধরে কোরিয়া ও চীন দেশে জিনসেং এর #যৌনশক্তি বৃদ্ধি ছাড়াও অন্যান্য ওষুধি গুণাগুণের জন্য ব্যবহৃত হয়ে আসছে। 

অনেক পুরুষ বা মহিলা অকালেই যৌন চাহিদা হারিয়ে ফেলে। কেউ কেউ বার্ধক্যের কারণে আবার কারো কারো কোন অসুখের কারণে যেমন ডায়াবেটিস হার্টের অসুখ ইত্যাদি।

মেয়েদের যৌন চাহিদা বাড়ানোর উপায়

আবার কিছু কিছু মহিলাদের হরমোন সমস্যার কারণে একেবারেই যৌন চাহিদা থাকে না। আবার কারো কারো বড় কোনো অপারেশন হওয়ার পর থেকে যৌন চাহিদা একেবারে শেষ হয়ে গেছে।

প্রাকৃতিক ভাবে যৌন শক্তি বৃদ্ধির উপায় / যৌন চাহিদা বৃদ্ধির উপায় এই জিনটেক্স ক্যাপসুল।

জিনটেক্স ক্যাপসুল মুলত সেই সব পুরুষ বা মহিলাদের যৌন চাহিদা বা ইচ্ছে বাড়ানোর জন্য দেওয়া হয়ে থাকে।

এছাড়া যারা #যৌনক্ষমতা অনেক কম থাকায় মিলনকালে সময় পাচ্ছেন না, #দ্রুতবীর্যপাত হয়, লিঙ্গ সময়মতো উত্থান হয় না বা লিঙ্গ উত্থান হতে অনেক সময় লাগে ইত্যাদি যৌন দুর্বলতা থাকলে জিনটেক্স ক্যাপসুল টি যৌন বিশেষজ্ঞ ডক্টর রা নির্দেশ করে থাকেন। জিনটেক্স ক্যাপসুল এসব যৌন দুর্বলতা দূর করে এবং প্রাকৃতিক ভাবে শরীরের শক্তি এনে দেয়।

এছাড়াও জিনসিন মানসিক অবসাদ দূর করে এবং প্রাকৃতিক ভাবে #জীবনীশক্তি বাড়িয়ে তোলে, শারীরিক প্রশান্তি এবং সন্তান উৎপাদনে সক্ষমতা বাড়িয়ে তুলে।

এছাড়া দীর্ঘকালীন জ্বর, ডায়াবেটিস, শ্বাসতন্ত্রের চিকিৎসায়ও এ ক্যাপসুল সফলতার সঙ্গে ব্যবহার করা হয়ে থাকে।
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
রোগবালাই নিয়ে লজ্জা করা উচিৎ না। তারপরও কেউ যদি প্রাইভেসি গোপন রেখে পরামর্শ পেতে চান তাহলে এই পেজটিতে ম্যাসেজ দিতে পারেন।   / doctorsbd1971  
আমি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো।
ধন্যবাদ
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Source: http://www.squarepharma.com.bd/produc...
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

মেয়েদের সেক্স বৃদ্ধির ট্যাবলেট এর নাম হলো জিনটেক্স।যদিও এটি ট্যাবলেট নয়। এটি হল ক্যাপসুল।
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Комментарии

Информация по комментариям в разработке