টমেটোর দ্বিগুণ ফলন পেতে সিক্রেট সার দিয়ে যত্ন/কোন সার দিয়ে তাড়াতাড়ি টমেটোর গাছ বড় করে বেশী টমেটো পাব

Описание к видео টমেটোর দ্বিগুণ ফলন পেতে সিক্রেট সার দিয়ে যত্ন/কোন সার দিয়ে তাড়াতাড়ি টমেটোর গাছ বড় করে বেশী টমেটো পাব

বিদেশের বাড়ীতে বাগানে বা বেলকনীতে ;ছাদ বাগান বা টবে চাষাবাদ করতে রাসায়নিক সারের বিকল্প হিসেবে কিছু ঘরোয়া পদ্ধতিতে অর্গানিক সার।

🌶️ক্যালসিয়ামের অভাব পুরন করে ডিমের খোসা। ডিমের খোসা গুরো করে দিয়ে দিন। অল্প চুনের পানি ও দিতে পারেন ক্যালসিয়াম অভাব দূর করতে।

🍆নাইট্রোজেনের ঘাটতি পুরন করতে চাল বা ডাল ধোয়া পানি দিন। ভাতের মাড় পানি মিশিয়ে পাতলা করে গাছের গোড়ায় দিন।

🍅পটাশিয়াম এর ভাল উৎস হচ্ছে কলার ছোলা ও পেয়াজের খোসা। ৩ দিন ভিজিয়ে সেই পানি দিবেন।

🍀চা পাতার ব্যবহৃত লিকার ভাল নাইট্রোজেন এর উৎস।

🥬এছাড়া শাক সবজীর উচ্ছিষ্ট অংশ নিদ্রিষ্ট পাত্রে পানি সহ জমিয়ে ৭ দিন পর তরল স্যার হিসেবে ব্যবহার করলে আলাদা কোন রায়সানিক স্যার ব্যবহার করতে হবে না।
⭕🟡🟢 নিম তেল ও সাবান পানি প্রতি সপ্তাহে একবার স্প্রে করলে পোকামাকড় দমনে খুবই ভাল কাজ করে। পোকায় ধরুক আর না ধরুক এক বার সমস্ত গাছে স্প্রে করে দিবেন।


#টমেটোচাষ
#টমেটো_গাছের_পরিচর্যা
#টমেটো
#শখেরবাগানইউকে
#tomatocultivation
#liquidcompost
#shokerbaganuk
#টমেটোরসার

🔸চারা : বীজ দিয়ে চারা করলে বীজ শোধন করে নিতে হবে। বীজ শোধন ছত্রাকনাশক দেওয়া পানিতে করা হয়। শুধু কাকোপিট বা ভার্মিতে চারা দ্রুত বড় হয়। বাজার থেকে চারা কিনলে ইমিটাফ পানিতে গুলে সে পানিতে দশ মিনিট গোড়া ভিজিয়ে রেখে তারপর লাগাবেন। পাশাপাশি চারার দূরত্ব হবে ২৪ ইঞ্চি, অন্যদিকে ১৫ ইঞ্চি। এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ ঘন করে চারা লাগালে ভালো ফলন পেতে যথেষ্ট বেগ পেতে হবে। ৪০ দিন বয়সি চারা লাগালে ভালো ফল পাবেন। প্রথমে মিনি পটে চারা তারপর একটু বড় পটে নিলে ভালো করবেন। ১০ ইঞ্চি টবে একটি, একটি ড্রামে বড়জোর দুটি গাছ থাকতে পারে। অক্টোবরে টমেটোর আবাদে হাত দেওয়া উত্তম। তাহলে অনায়াসে ফেব্রুয়ারি পর্যন্ত খাওয়া যাবে। টমেটো গাছ শুয়ে থাকলে ফলন কম হবে। শুরু থেকেই লাঠি বেঁধে দিন। উত্তর পাশে লাঠি বাঁধতে হবে। একবার টমেটো খাওয়া শেষ। এবার আবার মাটিতে গাছের খাবার দিতে পারেন। আরেকবার টমেটো হবে।

🔸গাছের খাবার : টমেটো গাছের খাবার হলো সরিষা খৈল, পচা পানি, সবজির পানি, অনুখাদ্য, ভার্মি কম্পোস্ট, জৈব সার, ড্যাপ সার, নিম খৈল, হাড়ের গুঁড়া ইত্যাদি। তবে মাঝে মাঝে ইপসম স্বল্প পানিতে গুলে স্প্রে করলে সুফল পাওয়া সম্ভব। ফুল আনার জন্য মিরাকুলান এবং অন্য একটি পিজি আর স্প্রে করা যায়। পিজি আর দেওয়ার কোনো বিকল্প নেই। টমেটো গাছের নিচের দিকে ডালপালা কেটে দিলে ফলন বেশি হবে। গাছ হালকা হবে। কিছু কাঁচা টমেটো খেয়ে ফেলতে পারেন। তাহলে অন্যগুলো দ্রুত বড় হবে।

Комментарии

Информация по комментариям в разработке