বরফের মহাদেশ অ্যান্টার্কটিকা | আদ্যোপান্ত | Antarctica: The Frozen Continent | Adyopanto

Описание к видео বরফের মহাদেশ অ্যান্টার্কটিকা | আদ্যোপান্ত | Antarctica: The Frozen Continent | Adyopanto

কমলা লেবুর মত আকৃতিসম্পন্ন পৃথিবীর একদম তলদেশে অবস্থিত মহাদেশটির নাম অ্যান্টার্কটিকা। আর দ্বিমাত্রিক সমতলে আঁকা বিশ্ব মানচিত্রে এই মহাদেশের অবস্থান সর্ব দক্ষিণে। স্বাভাবিকভাবেই পৃথিবীর চৌম্বকীয় আবেশের দক্ষিণ মেরুটিও এই মহাদেশেই অবস্থিত। আয়তনের হিসেবে মহাদেশগুলোর মধ্যে অ্যান্টার্কটিকা পঞ্চম স্থানে রয়েছে। কিন্তু অন্য অনেক হিসেবেই মহাদেশগুলোর তালিকায় প্রথম অবস্থানটি এই অ্যান্টার্কটিকার দখলে।

অ্যান্টার্কটিকা একাধারে বিশ্বের শীতলতম এবং শুষ্কতম মহাদেশ। তাছাড়া বিশ্বে বরফ হিসেবে জমাটবদ্ধ সুপেয় পানির শতকরা প্রায় নব্বই ভাগই এই মহাদেশে অবস্থিত। অ্যান্টার্কটিকার এমন অর্জনের তালিকা বেশ দীর্ঘ। অন্যদিকে বিশ্বের মহাদেশগুলোর মধ্যে দুর্গমতম হওয়ায় এই অ্যান্টার্কটিকা নিয়ে গুজবেরও কমতি নেই কোন। যেমন ধরুন, পৃথিবী সৌরজগতের অন্য গ্রহগুলোর মত গোলাকার নয়, এমন উদ্ভট দাবির সমর্থকরা মনে করেন, অ্যান্টার্কটিকা মহাদেশ আসলে পুরো পৃথিবীকে ঘিরে রাখা একটি বরফের দেয়াল মাত্র। তবে এ ধরণের বিশ্বাস এবং বক্তব্য অ্যান্টার্কটিকা এবং পৃথিবী সম্পর্কে নিজের অজ্ঞতারই বহিঃপ্রকাশ। দুর্গম এবং রহস্যময় এই অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে আপনাদের কিছু পরীক্ষিত তথ্য জানাতে এই ভিডিওটি তৈরী করা হয়েছে।

আদ্যোপান্ত'র এই পর্বে জানবেন বরফের মহাদেশ অ্যান্টার্কটিকা সম্পর্কে।

📌 সাবস্ক্রাইব করুন :    / adyopanto  
নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই "🔔" বেল আইকনে প্রেস করুন

💻 যুক্ত হোন:
ফেইসবুক:   / adyopanto  

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке