৮০,০০০ টাকার বাইক | সেরা কোনগুলো | cheapest bikes in Bangladesh |

Описание к видео ৮০,০০০ টাকার বাইক | সেরা কোনগুলো | cheapest bikes in Bangladesh |

#cheapest_bikes #top_80cc_bikes #বাংলাদেশের_সস্তা_বাইক

Runner Bike RT 100CC
যাতা একান্তই নিত্য প্রয়োজনে এদিক সেদিক যাওয়া আসার প্রয়োজন পড়ে তাদের জন্য এটি একটি সেরা বাইক। তবে পিলিওন সহ এই বাইকের পারফরমেন্স অতটা ভাল নয়। সোজা কথা সিঙ্গেল রাইড এর ৫৫হাজার টাকার এই বাইকটি ভালই বলা চলে।

Runner Kite Plus
সবাই এই বাইককে স্কুটার বললেও আসলে এ ধরনের বাইককে বলা হয় মপেট। আরামের দিক থেকে ৮৫ হাজার টাকার বাজেট এর বাইকটি খুবই ভাল। এছাড়া এই বাইকটি রানার কোম্পানীর একটি জনপ্রিয় মডেল। আর ১১০সিসি ইঞ্জিন আপনাকে দৈনন্দিন আসা যাওয়ার পাশাপাশি ছোট-খাটো লং ট্যুরও দিতে পারবেন।

Victor R V80 Xpress
এই বাইকটি অনেকেই চেনেন। ৮০সিসি হলেও বাজেট এর দিক থেকে সিঙ্গেল রাইড এর জন্য এই বাইকটি অনেকেই ব্যবহার করেন। এছাড়া অন্যান্য ৮০সিসি বাইক থেকে এই বাইক এর লুক্স যথেষ্ট সুন্দর। তাই ৭২ হাজার টাকা বাজেট থাকলে এই বাইক কেনার কথা ভাবতেই পারেন।

TVS XL100 Comfort
এই বাইকের লুক্স খুব একটা কাজের না হলেও ছোটখাটো ব্যবসায়ীদের জন্য ও মহিলাদের জন্য এই বাইকটি খুব কাজের। আরামে বসা যায় এবং মালপত্র বহন করা যায় আর ১০০সিসি ইঞ্জিন থাকায় মোটামোটি পারফরমেন্স সহ ৭০ হাজার টাকায় এই বাইক নিত্য প্রয়োজনীয় ছোট-খাট যাতায়াতের জন্য খুবই ভাল।

Roadmaster Prime 100
সম্ভবত চাইনিজ ১০০সিসি বাইকের মধ্যে সবচেয়ে বেশি বিকৃত এই বাইকটি। লুক্স ও পারফরমেন্স এর সমন্বয়ে ৮০ হাজার টাকা বাজেটে বাইক ভাল পারফর্ম করে। আর এর স্পেয়ার পার্টস ও বাজারে মোটামোটি পাওয়া যায়, বিধায় কম বাজেটে এর সুবিধা বেশি।

Комментарии

Информация по комментариям в разработке