হযরত মূসা (আঃ) বেহেস্তী বন্ধু হবে কসাই মূসা ।। New Bangla Waz 2024

Описание к видео হযরত মূসা (আঃ) বেহেস্তী বন্ধু হবে কসাই মূসা ।। New Bangla Waz 2024

► আমাদের ওয়েবসাইট : https://www.islamicharf.org

► আমাদের অন্য ইউটিউব চ্যনেল:    / harftv  

► আমাদের ফেইজবুক পেইজ :   / iharf  

► আমাদের ফেইজবুকগ্রুপ:   / iharf  

► দুধল দরবার এবং হযরত হাতেম আলী রহঃ ফাউন্ডেশন সম্পার্কে বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুণ -
পরিচালক - 01741410607
নির্বাহী পরিচাল - 01716592503
সেক্রেটারী জেনারেল - 01736366716
অফিস - 01791559008

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
► প্রেক্ষাপট ও প্রতিষ্ঠাকাল।ঃ-
পথভ্রান্ত, মানবতা বিবর্জিত, মমতাশুন্য আমাদের এ সমাজে সদ্য-ভুমিষ্ট নিষ্পাপ পথশিশু যথার্থ প্রতিপালনের অভাবে কিংবা ধর্মীয় মূল্যবোধ শিক্ষাদানের অভাবে কালক্রমে একজন প্রলংকারী দুর্ধর্ষ ত্রাসে পরিনত হয়। দেশ কিংবা বিশ্বখ্যাত শিক্ষানিকেতন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বুয়েটের মত প্রতিষ্ঠানে পড়েও ইসলামের সুমহান শিক্ষার অভাবে নেশাগ্রস্ত মাতাল হয়ে পরে থাকে একটি শিক্ষার্থী, মদ্যপ মেয়ের হাতে জন্মদাতা-দাত্রীর প্রান হরনের ঘটনা কারও অজানা নয়। রুটি-রুজির অভাবে মানুষ অন্যায়ের পথকে উপার্যনের পাথেয় করে নেয়, অসহায় মানুষ শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বাসস্থানের অভাবে বিপর্যাস্ত অবস্থায় দিনাতিপাত করে। এমন উপমাসম অন্ধকারাচ্ছন্ন সমাজে আলো উদ্ভাসিত করার মহান দ্বায়িত্ব নিয়ে মরহুম মোজাদ্দেদ “হযরত হাতেম আলী (রহঃ) আজীবন সংগ্রাম করে গেছেন। লড়ে গেছেন জুলুমবাজ, ধর্মহীন, ধর্মদ্বেষী, ধর্ম-ব্যাবসায়ীদের বিরুদ্ধে। সংগ্রাম করেছেন ইসলামের আমলি মাছালার অর্ধাংশ এবং সমগ্র কোরআনের এক-তৃতীয়াংশ মাসআলা- মুসলমানদের থেকে বিলুপ্ত ইলমে তাছাওউফের ফরজ শিক্ষাকে মানব সমাজে প্রচারের জন্য। এবারে শুরু হল বাহাস,এক দুই নয় হাজারো হাজারো বাহাস করে কোরআন,হাদীস,ইজমা,কিয়াস ও অতীত যুগের নায়বে রাসূলদের কিতাবের অকাট্য দলীলের মাধ্যমে ইলমে তাছওউফের ফরজিয়াতের বিষয়টি প্রমান করেন তিনি। দ্বীন শিক্ষার জন্য হাদী / ধর্মশিক্ষক (পীর) থেকে শিক্ষা গ্রহন যে জরুরী সে ক্ষেত্রে যে কেউ কামেল আবার কেউ নাকেছও অছে। কোরআন, হাদীস, ইজমা, কিয়াস ও ফতওয়ার কিতাবের মাধ্যমে তা তিনি সমাজের কাছে স্পষ্ট করেন। আর তিনি রেখে গেছেন মানবজাতীর পথের পাথেয় বেশ কিছু মহামূল্যবান কিতাব যা পূর্নাঙ্গ ইসলাম শিক্ষার আলোকবর্তিকা।
১৯৪৭ এর দেশ-বিভাজনে আগে, পূর্ব-পশ্চিম বাংলা এবং দেশ-বিভাজনের পরে বাংলার উত্তর প্রান্তর গাড়ো পাহাড় থেকে শুরু করে দক্ষিন প্রান্তর কুয়াকাটা- বঙ্গপ সাগর পর্যন্ত হাজারো ক্রোশ পায়ে হেটে ইসলাম প্রচারে দিন-রাত হাড়ভাংগা পরিশ্রম করেছেন এই প্রচারনিবিষ্ট লোকটি। আর নিজে আজীবন রয়েগেছেন প্রচারনার অন্তরালে।
বর্তান জমানার হাদী মরহুমের উত্তরসূরী হযরত মাওঃ শাহ্ মোঃ আব্দুল ওয়াহিদ সাহেব একদা-পথশিশুদের বখে যাওয়া, সুশিক্ষা বঞ্চিতদের দীর্ঘ মহরা, চিকিৎসা বঞ্চিতদের মৃত্যু-র‌্যালী, অনাথ - এতিম-অসহায়দের যথাযোগ্য অধীকারহীনতা, কন্যাদায়গ্রস্ত পিতার করুন অহাজারী ইত্যাদি সমস্যা সঙ্কুল সময়ে এর সমাধান কল্পে ও মরহুম মোজাদ্দেদে আযম “হযরত মাওলানা হাতেম আলী (রহঃ)” এর সমাজের এসলাহের আজীবন সংগ্রাম সম্পর্কে আলোচনা করত সম্পূর্ন অরাজনৈতিক ও জনসেবামূলক একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে আর্ত মানবতার সেবা ও পুর্নঙ্গদ্বীন প্রচার প্রসারে আত্ম নিয়োগ করার জন্য কিছু খালেছ পূর্নাঙ্গদ্বীন শিক্ষার্থীকে নির্দেশ দেন। কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য দোয়া-পত্র লিখে দেন মরহুমের অন্য উত্তরসূরী যামানার হাদী হযরত মাওঃ শাহ্ মোঃ আব্দুশ শাকুর সাহেব।
তারই প্রেক্ষাপটে বাংলাদেশের বরিশাল জেলাস্থ বাকেরগঞ্জ থানাধীন দুধল-এ মরহুম মোজাদ্দেদের প্রচেষ্টায় ১৯২১ সনে প্রতিষ্ঠিত দুধল ইসলামিয়া মাদ্রসায় গত ৮ ই নভেম্বর ২০১২ইং সনে যাত্রা শুরু করে “হযরত হাতেম আলী (রহঃ) ফাউন্ডেশন (HARF)”

► বিস্তারিত জানতে ভিজিট করুনঃ-
www.islamicharf.org
অথবা মোবাঃ-০১৭৪৫-৯৭৪৫৪৯, ০১৭৩৬-৩৬৬৭১৬, ০১৭১৬-৫৯২৫০৩
কেন্দ্রিয় কার্যালয়ঃ-
দুধল ইসলামিয়া মাদ্রাসা, পোঃ দুধল মাদ্রাসা, উপজেলাঃ বাকেরগঞ্জ, জেলাঃ বরিশাল।

Комментарии

Информация по комментариям в разработке