মুসলিম নারীর পূর্ণাঙ্গ মাসাইল | কিতাবঘর বুক রিভিউ | Kitabghor

Описание к видео মুসলিম নারীর পূর্ণাঙ্গ মাসাইল | কিতাবঘর বুক রিভিউ | Kitabghor

মুসলিম নারীর পূর্ণাঙ্গ মাসাইল’ এটি কুরআন-সুন্নাহর আলোকে মাযহাবনিরপেক্ষ ও মৌলিক একটি কিতাব। বাংলাভাষায় মুসলিম নারীদের জন্য উপযোগী ও পূর্ণাঙ্গ এমন একটি কিতাবের চাহিদা দীর্ঘদিনের। বইটিতে ঈমান ও ইসলামের মৌলিক বিষয় থেকে শুরু করে নারীজীবনের সকল ব্যক্তিগত ও সামাজিক বিধানসমূহ সহজ-সাবলীলভাবে পেশ করা হয়েছে।

একটি কমপ্লিট প্যাকেজ। আলহামদুলিল্লাহ! পুরুষদের ওপর যেমন শরীআতের বিধান অর্পিত, ঠিক তেমনভাবে নারীদেরও ওপর শরীআতের বিধান অর্পিত। তাই শরীআত কর্তৃক নারীদের ওপর যেসব দায়িত্ব ও ইবাদত নির্ধারিত, সেসব বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করা তাদের ওপর আবশ্যক। যেমন, পবিত্রতা অর্জন করা, সালাত কায়েম করা, সিয়াম পালন করা, সম্পদ থাকলে যাকাত আদায় করা, সামর্থ্য থাকলে হজ্জ সম্পাদন করা ইত্যাদি।

এসব বিষয়ে জ্ঞানার্জন করা তাদের ওপর ওয়াজিব। এসব বিষয়ে অজ্ঞ থাকার কোনো সুযোগ নেই। দীনী জ্ঞানার্জন প্রতিটি মুসলিম নর-নারীর ওপর ফরয। ইমাম ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ বলেন, ‘মহিলারা পুরুষের মতোই শরীআতের দায়িত্বপ্রাপ্তা। তাই তাদের ওপর যেসব বিষয় ওয়াজিব ও ফরয, সেসব বিষয়ে জ্ঞান অর্জন করা তাদের জন্য ওয়াজিব; যাতে তারা তাদের ওপর অর্পিত বিধানসমূহ যথাযথ ও সুষ্ঠুভাবে পালন করতে পারে।

১. আধুনিক জামানার নারীদের প্রয়োজনীয়তা লক্ষ্য রেখে বইটি রচনা করা হয়েছে।
২. কুরআন ও সহীহ হাদীসের আলোকে গ্রহণযোগ্য মতামত উল্লেখ করা হয়েছে।
৩. ইমামগণের বিরল বা শায মতামত স্থান এতে পায়নি।
৪. ইখতিলাফী বিষয়ে রাজেহ বা প্রাধান্যপ্রাপ্ত মত উল্লেখ করা হয়েছে।
৫. ঈমান আকীদার মৌলিক আলোচনা থেকে শুরু করে ফিকহি গুরুত্বপূর্ণ বিষয়সমূহ একটি বইতেই সম্পন্ন হয়েছে। যা বাজারে অন্য বইতে পাওয়া যায় না।
৬. বইটি ফিকহি বিন্যাস অনুযায়ী সাজানো।

নাম :মুসলিম নারীর পূর্ণাঙ্গ মাসাইল
বই লিঙ্কঃ https://www.kitabghor.com/products/de...

------------------
Facebook: www.facebook.com/IslamicMusic01

✅ About using the music:

You MUST include the full credits in your video description
You can NOT claim the music as your own
You can NOT sell the music anywhere
You can NOT remix the music without the author's consent
You can NOT use the music without giving any credits in the video description
You can NOT remove or add parts from/to the credits
You can NOT use third-party software to download the video/track, always use our download links

Комментарии

Информация по комментариям в разработке