বাংলাদেশে হলুদ মাল্টা- ওয়াশিংটন নেভাল ( Washington Navel - Yellow Malta in Bangladesh)

Описание к видео বাংলাদেশে হলুদ মাল্টা- ওয়াশিংটন নেভাল ( Washington Navel - Yellow Malta in Bangladesh)

হলুদ মাল্টা। যেটাকে আমরা লোকাল নাম দিয়েছিলাম ইয়োলো কিং। সেই সজলের বাগানের ইয়োলো কিং মাল্টা আসলে কিন্তু ওয়াশিংটন নেভাল জাতের মাল্টা। অনেকেই এটাকে বারি মাল্টা-১ বলার চেষ্টা করেছে আগে।
যেহেতু এই হলুদ মাল্টা এখন পর্যন্ত বাংলাদেশের মাল্টার মধ্যে অন্যতম সেরা জাতের মাল্টা যা আমাদের দেশের মাটিতে বাণিজ্যিকভাবে ও সফলভাবে চাষ হয়েছে সেহেতু এই জাতের মাল্টাকে দ্রুত গবেষণার আওতায় নিয়ে এসে, মাল্টি লোকেশনাল ট্রায়াল করে - পরিচর্যার প্যাকেজ প্রকাশ করা জরুরী যেন আমাদের কৃষকেরা এই অসাধারণ জাতের মাল্টা চাষ করে লাভবান হতে পারে। তাছাড়া এই জাতকে যথাযথ নিয়ম মেনে আমাদের দেশী জাতের নামকরণ করাও জরুরী।
গাছ লাগানোর এখনি সময়। জায়গা ফেলে না রেখে ফলের গাছ লাগান।
কৃষিই সমৃদ্ধি।
যোগাযোগ - সজল - 01910928212, 01943860442

Комментарии

Информация по комментариям в разработке