@sahityapragati অন্নদা ১. /বিশেষণ পদ/ স্ত্রীলিঙ্গ. অন্নদানকারিণী। ২. /বিশেষ্য পদ/ ভগবতী, দুর্গা।
অন্নদামঙ্গল কাব্যের প্রথম উপাখ্যান কী ? উঃ- দক্ষ-যজ্ঞের কাহিনী।
১) বিদ্যা ও সুন্দরের পূর্ব পরিচয় কী ছিল?
উঃ- জগানন্দ এবং জগাবতী ।
২) রবীন্দ্রনাথ ভারতচন্দ্রকে কী বলেছেন ?
উঃ- রাজকণ্ঠের মণিমালা
৩) অন্নদামঙ্গল কাব্যের প্রথম গায়েন কে ছিলেন ?
উঃ- নীলমণি সমাদ্দার।
৪) ভারতচন্দ্রের মিশ্র ভাষায় রচিত গ্ৰন্থ কী ?
উঃ- নাগাষ্টক।
৫) সভাকবি হিসেবে ভারতচন্দ্রের বেতন কত ছিল ? উঃ- চল্লিশ (৪০) টাকা ।
৬) বিদ্যাসুন্দর পালা রচনা করেছেন এমন একজন মুসলিম কবি কে? উঃ- সাবিরিদ খাঁ ।
৭) কে বিদ্যাসুন্দরের কাব্যকে রোম্যন্টিক স্যাটায়ার বলেছেন ? উঃ- প্রমথ চৌধুরী।
৮) কে, কখন বিদ্যাসুন্দরের ইংরাজী অনুবাদ করেন? উঃ- গৌরদাস বৈরাগী, ১৮৯০ খ্রীস্টাব্দ ।
৯) হরিহোড় কে?উঃ- বিষ্ণুচরণ হোড় ও পদ্মিনীর পুত্র ।
১০) হরিহোড় কোন গ্রামে বাস করতেন ?উঃ- বউগাছী ।
১১) ভারতচন্দ্রের কয় পুত্র ও কে কে ?
উঃ-তিন পুত্র। যথা পরীক্ষিত, রামতনু ও ভগবান ।
১২) ভবানন্দ কে ছিলেন?
উঃ- কুবেরের পুত্র নলকুবেরের অবতার।
১৩) ভারতচন্দ্রের কোন কাব্যকে বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যের প্রথম গীতিকবিতা বলেছেন ?উঃ- রসমঞ্জুরী।
১৪) ভবানন্দ কাকে দিয়ে দেবী অন্নদার পূজা করান?
উঃ- মোঘল সম্রাট জাহাঙ্গীর।১৫) ভবানন্দের দুই অনুচর কে কে ছিলেন ?
উঃ- দাশু ও বাসু ।
১৬) কোন পাশ্চাত্য কবির সাথে ভারতচন্দকে তুলনা করা হয়?
উঃ- টমাস হার্ডি-র।
১৭) কালিকামঙ্গল কাব্যের আদি কবি কে ?
উঃ- কবি কঙ্ক।
১৮) শ্রীধর কার আদেশে কাব্য রচনা করেন?
উঃ- ফিরুজ শাহ।
১৯) The vidya sundar is a love story, a novel in verse. " - কে বলেছেন ?
উঃ- প্রমথ চৌধুরী।
২০) ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর প্রথম কোথায় অভিনীত হয় ? উঃ- নবীনচন্দ্র বসুর বাড়ির থিয়েটারে।
২১) ভারতচন্দ্রকে কেন মুনী গোঁসাই বলা হয় ? উঃ- বৈষ্ণব বেশ ধারণের জন্য।
২২) অন্নদামঙ্গল কাব্যের কিছু প্রবাদ-প্রবচন উল্লেখ করো। উঃ- ক) আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে, খ) জন্মভূমি জননী স্বর্গের গরীয়সী, গ) মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, E) নগর পুড়িলে দেবালয় কী এড়ায়?, ঙ) কড়িতে বাঘের দুধ মেলে।
২৩) অন্নদামঙ্গল কাব্যের মূল বিষয় কী? উঃ- দেবী অন্নদার গুণকীর্তন।
২৪) বিদ্যাসুন্দর কাব্যের অন্যতম কবি কে ? উঃ- রামপ্রসাদ সেন, সাবিরিদ খান ।
২৫) কালিকামঙ্গলের বিশিষ্ট কবি কে?
উঃ- রামপ্রসাদ সেন ।
২৬) ভারতচন্দ্র কার সভাকবি ছিলেন?
উঃ- নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের।
২৭) অন্নদামঙ্গল কাব্যটিতে কোন অলংকার ব্যবহৃত হয়েছে?
উঃ- অনুপ্রাস, অনুকার, উপমা, বিরোধাভাস, ব্যজস্তুতি ইত্যাদি ৷
২৮) কবি প্রতিভাসম্পন্ন ভারতচন্দ্রকে রাজা কৃষ্ণচন্দ্র কী উঃ- ৬০০ টাকা রাজস্বের ইজারা, ১০০ টাকা বাড়ি তৈরী এবং মূলাজোড় গ্রাম।
২৯) ভারতচন্দ্রের কখন, কোথায় মৃত্যু হয় ? উঃ- ১৭৬০ খ্রীস্টাব্দে মূলাজোড় গ্রামে বহুমূত্র রোগে।
অন্নদামঙ্গল কাব্যের ঐতিহাসিক চরিত্রগুলি উল্লেখ করো ।
উঃ- সুজাউদ্দীন খান, সরফরাজ খান, কৃষ্ণচন্দ্র, আলিবর্দী
খান, জাহাঙ্গীর।
ভারতচন্দ্রকে "ম্যান অফ দ্যা এলিগেন্ট জিনিয়াস" কে
বলেছেন?
উঃ- মধুসূদন দত্ত।
অন্নদামঙ্গল কাব্যের প্রথম উপাখ্যান কী? উঃ- দক্ষ-যজ্ঞের কাহিনী।
বিদ্যা ও সুন্দরের পূর্ব পরিচয় কী ছিল ?
উঃ- জগানন্দ এবং জগাবতী ।
রবীন্দ্রনাথ ভারতচন্দ্রকে কী বলেছেন ?
উঃ- রাজকন্ঠের মণিমালা ।
অন্নদামঙ্গল কাব্যের প্রথম গায়েন কে ছিলেন?
উঃ- নীলমণি সমাদ্দার।
ভারতচন্দ্রের মিশ্র ভাষায় রচিত গ্ৰন্থ কী ? উঃ- নাগাষ্টক।
সভাকবি হিসেবে ভারতচন্দ্রের বেতন কত ছিল ?
উঃ- চল্লিশ (৪০) টাকা।
বিদ্যাসুন্দর পালা রচনা করেছেন এমন একজন মুসলিম কবি কে ?
উঃ- সাবিরিদ খাঁ ।
কে বিদ্যাসুন্দরের কাব্যকে রোমান্টিক স্যাটায়ার বলেছেন ?
উঃ- প্রমথ চৌধুরী।
কে, কখন বিদ্যাসুন্দরের ইংরাজী অনুবাদ করেন? উঃ- গৌরদাস বৈরাগী, ১৮৯০ খ্রীস্টাব্দ ।
অন্নদামঙ্গল কাব্য ছাড়া ভারতচন্দ্র আর কী রচনা করেন ? উঃ- সত্যপীরের পাঁচালী, নাগাষ্টক, গঙ্গাষ্টক, রসমঞ্জরী, বিবিধ কবিতাবলী, চন্ডীনাটক।
ভারতচন্দ্রকে 'ছন্দের রাজা' কে বলেছেন?
উঃ- ড. সুনীতিকুমার ভট্টাচার্য ।
কে প্রথম অন্নদামঙ্গলের সচিত্র সংস্করণ প্রকাশ করেন ? উঃ- গঙ্গাকিশোর ভট্টাচার্য, ১৮১৬ খ্রীষ্টাব্দে।
' যবোনি মিশান ' কী ?
উঃ আরবি ও ফার্সী ভাষার মিশ্রণ ।
ভারতচন্দ্র কে, কোথায় "Father of modern Bengali"
বলেছেন?
উঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, " বেঙ্গলি লিটারেচার” প্রবন্ধে।
ভারতচন্দ্রের কাব্য " ভাষার তাজমহল ” - কে বলেছেন?
উঃ- দীনেশচন্দ্র সেন।
ভারতচন্দ্রের লেখা নাটকটি কী ? উঃ- চন্ডীনাটক (অসমাপ্ত)।
অন্নদামঙ্গল কাব্যে কোন রস প্রাধান্য পেয়েছে ?
উঃ- আদি রস এবং হাস্যরস।
অন্নদামঙ্গল কাব্য রচনার জন্য কে স্বপ্নাদেশ পান ?
উঃ- রাজা কৃষ্ণচন্দ্র
ভারতচন্দ্রকে “সাহিত্যের চরম কারুশিল্প" কে বলেছেন?
উঃ- প্রমথ চৌধুরী।
মুনি গোসাঁই নামে কে পরিচিত? উঃ- ভারতচন্দ্র রায়গুনাকর।
এই কাব্যটি কে, কখন রচনা করেন ? উঃ- ভারতচন্দ্র রায়গুনাকর, ১৭৫৩ খ্রীস্টাব্দে।
ভারতচন্দ্রের জন্ম কখন ও কোথায় হয় ?
উঃ- ১৭১৩ খ্রীস্টাব্দে হুগলী জেলার পেঁড়ো গ্রামে।
ভারচন্দ্রের পিতা ও মাতার নাম লিখ । উঃ- পিতা – নরেন্দ্রনারায়ণ রায় ও মাতা - ভবানী দেবী। -
ভারতচন্দ্র কার পৃষ্ঠপোষকতা লাভ করেন ?
উঃ- রাজা কৃষ্ণচন্দ্রের।
ভারতচন্দ্রের প্রথম পরিচয় দেন কে কোথা থেকে? উঃ- ঈশ্বর গুপ্ত, "কবিবর ভারতচন্দ্র রায়ের জীবন বৃত্তান্ত"
(১৮৪৫) থেকে।
ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধিটি কে দেন?
উঃ- রাজা কৃষ্ণচন্দ্র।
ভারতচন্দ্রের স্ত্রীর নাম কী? তিনি কোন বংশের মেয়ে ছিলেন
উঃ- রাধা। কেশরকুনী ।
কার কাছ থেকে ভারতচন্দ্র ফার্সী ভাষা শেখেন ? উঃ- রামচন্দ্র মুন্সী-র।
“মুকুন্দরামের চন্ডীমঙ্গলের কাহিনীর অনুকরণেই অন্নদামঙ্গলের প্রথম খন্ড রচিত হইয়াছে" - উদ্ধৃতিটির বক্তাকে ?
উঃ- আশুতোষ ভট্টাচার্য।
ভারতচন্দ্রের কৌলিক উপাধি কী ছিল ?
উঃ- মুখোপাধ্যায়।
Информация по комментариям в разработке