কত কথা ছিল বলিবার, বলা হলো না …মানবেন্দ্র মুখোপাধ্যায় (with lyrics)

Описание к видео কত কথা ছিল বলিবার, বলা হলো না …মানবেন্দ্র মুখোপাধ্যায় (with lyrics)

নজরুল সংগীত
🎤মানবেন্দ্র মুখোপাধ্যায়

ভীমপলশ্রী কাহারবা লাইব্রেরি » নজরুল রচনাবলী (কাজী নজরুল ইসলাম) » গীতিগ্রন্থ (নজরুল) » গুল-বাগিচা (১৯৩৩) » কত কথা ছিল বলিবার, বলা হল না

কত কথা ছিল বলিবার, বলা হলো না
বুকে পাষাণ সম রহিল
তারই বেদনা তারই বেদনা
কত কথা ছিল বলিবার,
বলা হলো না…।
মনে রহিলো মনেরই আশা
মনেরই ই ই আাশা,
মনেরই..ই..ই..আশা
মনে রহিলো, মনেরই আশা,
মিটিলো না, প্রানের পিপাশা
বুকে শুকালো বুকেরই ভাষা,
মুখে এলো না , মুখে এ..এলো না,
কত কথা ছিল বলিবার।
এত চোখের জল, এত গান,
এত সোহাগ আর, আদর অভিমান,
কখন যে হলো অবসান
বোঝা গেল না, বোঝা গেল না
ঝরিলো কুসুম যদি হায়
ঝরিলো
ঝরিলো কুসুম যদি হায়,
কেন স্মৃতির কাঁটা নাহি যায়,
বুঝিলো না কেহ কারো মন,
বিঁধিল ছলনা , বিঁধিল ছলনা,
কত কথা ছিল বলিবার
বলা হলো না,
বুকে পাষান সম রহিলো
তারই বেদনা তারই বেদনা
কত কথা ছিল বলিবার,
বলা হলো না ।

Комментарии

Информация по комментариям в разработке