২০২৩ - উচ্চমাধ্যমিক ভূগোল শেষ মুহূর্তের সাজেশন -- HS GEOGRAPHY SUGGESTION-2023 (LAST MINUTE )

Описание к видео ২০২৩ - উচ্চমাধ্যমিক ভূগোল শেষ মুহূর্তের সাজেশন -- HS GEOGRAPHY SUGGESTION-2023 (LAST MINUTE )

#উচ্চমাধ্যমিকভূগোলসাজেশন,
#ভূগোলসাজেশন,
#LastMinuteSuggestion,
#HSGEOGRAPHYSUGGESTION,


আগামী ১৪ মার্চ ২০২৩ , মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া ঊচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ।।তোমরা সকলেই যাতে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো সে উদ্দেশ্যেই পরীক্ষা শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগেই ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে একটি লাস্ট মিনিট সাজেশন তৈরি করেছি।। প্রিয় ছাত্র-ছাত্রীরা এখানে ২/৩/৪/৫/৬ নাম্বার ভিত্তিক অনেকগুলো প্রশ্ন রয়েছে।। অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর পাশে যে প্রশ্নগুলো থাকবে সেগুলোকেও যদি দেখে পরীক্ষা হলে যাও তাহলে একটি প্রশ্ন ও তোমাদের উত্তর করা থেকে বাদ থাকবে না।



এক্ষেত্রে তোমাদের একটি বিষয় আমি জানিয়ে রাখছি লাস্ট মিনিট রিভিশন নামে একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করব ।। যেখানে MCQ এবং SA QUESTION এর জন্য যে প্রশ্নগুলো ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অতি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো ২৫ তারিখ রাতের মধ্যে উত্তর সহ চ্যানেলে পোস্ট করব যাতে করে তোমরা পুরো ভিডিওটাই যদি একবার মন দিয়ে শুনে নাও তাহলে কোন প্রশ্ন পরীক্ষা হলে ছেড়ে আসবে না।।

Комментарии

Информация по комментариям в разработке