শিং মাছের গ্রেডিং সিস্টেম,গ্রেড করে চাষ করলে সফলতা ১০০ভাগ | Shing Fish Grading For Culture |Catfish

Описание к видео শিং মাছের গ্রেডিং সিস্টেম,গ্রেড করে চাষ করলে সফলতা ১০০ভাগ | Shing Fish Grading For Culture |Catfish

শিং মাছের গ্রেডিং সিস্টেম,গ্রেড করে চাষ করলে সফলতা ১০০ভাগ | Shing Fish Grading For Culture | Catfish


এক সময় গ্রামবাংলার পরিচিত একটি মাছ ছিল শিং। নদী, পুকুর, খাল, বিলে প্রাকৃতিকভাবেই শিং মাছ পাওয়া যেত। সময়ের সঙ্গে সঙ্গে এ মাছের এসব প্রাকৃতিক উৎস সংকুচিত হয়ে এসেছে। শিং এখন পরিচিতি পেয়েছে চাষের মাছ হিসেবে। দেশের বিভিন্ন প্রান্তে অনেক মত্স্যচাষী বাণিজ্যিকভাবে শিং মাছ চাষাবাদ করছেন। অনেকেই প্রচলিত পদ্ধতিতে একই পুকুরে শিং মাছের সঙ্গে অন্য মাছও চাষ করেন। তাদের লক্ষ্য থাকে অল্প সময়ের মধ্যে একই পুকুর থেকে অধিক আয় করা। তবে প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে একটি পুকুরে শুধু শিং মাছ চাষ করলে আরো বেশি আয় করা সম্ভব। এজন্য রয়েছে নতুন একটি পদ্ধতি। এরই মধ্যে এ পদ্ধতি প্রয়োগ করে সফলতা পেয়েছেন কয়েকজন মাছচাষী। তাদের পথ ধরে ধীরে ধীরে দেশজুড়ে জনপ্রিয় হচ্ছে শিং মাছের নতুন এ চাষপদ্ধতি।

বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) দীর্ঘ গবেষণার পর শিং মাছের নতুন এ চাষ পদ্ধতি উদ্ভাবন করেছে। পদ্ধতিটির নাম শিং মাছের নিবিড় চাষ। সাধারণত দেশজুড়ে আধা নিবিড় পদ্ধতিতে শিং মাছ চাষ করা হয়। এতে একাধিক প্রজাতির মাছ একসঙ্গে একই পুকুরে বড় হয়। তবে নতুন এ পদ্ধতিতে একই পুকুরেশিং মাছের সঙ্গে অন্য কোনো প্রজাতির মাছ চাষ করা যাবে না। এ পদ্ধতিতে শুধু স্ত্রী শিং চাষ করলে ব্যাপক সাফল্য পাওয়া সম্ভব হবে। ছোট পরিসরের একটি পুকুরে পোনা ছাড়ার মাত্র ছয় মাসের মধ্যে মাছ সংগ্রহ করা সম্ভব হবে।

কোনোভাবেই যেন পুকুরের পানি নষ্ট না হয়, সেটি খেয়াল রাখতে হবে। পুকুরে চার-পাঁচদিন পরপর বিশুদ্ধ পানি সরবরাহ করা খুবই জরুরি। এতে মাছের অক্সিজেনের ঘাটতি হবে না। বিকাশ দ্রুত হবে। নিবিড় পর্যবেক্ষণের আওতায় একই পুকুরে শুধু স্ত্রী শিং মাছ চাষ করে বড় ধরনের সাফল্য লাভ করা যাবে।

মাছ চাষ সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন-
   / @fishsellermarketbd-5m  

মাছের পোনা অর্ডার করতে কল করুন
আমাদের ঠিকানা ~~~
গ্রাম-- ধলা।
পোঃ--- ধলা(২২২৩)
থানা--- ত্রিশাল।
জেলা -- ময়মনসিংহ।
অর্ডার করতে কল করুন--
Helpline :- 01778618278 ( What'sapp)/(imo)
Others number :01611627981

#শিংমাছ
#Gradingsystem
#মাছ_চাষ
#Catfish
#Shingmacherpona
#Shingfish #
শিংমাছ_চাষে_সফলতা
#শি‌ংমাছ #
শিংমাছের_খাদ্য
#Shingfishcultivation
#শিংমাছ _চাষে_বাবুসান এর সফলতা
#stinging_catfish for sale
#localfishsale

Комментарии

Информация по комментариям в разработке