হোমিওতে কিভাবে কেস টেকিং করে ঔষধ সিলেকশন করতে হয়

Описание к видео হোমিওতে কিভাবে কেস টেকিং করে ঔষধ সিলেকশন করতে হয়

হোমিওপ্যাথির মূলমন্ত্র হচ্ছে- রোগ নয় রোগীর চিকিৎসা। একেকজন মানুষ অন্যজন থেকে সম্পূর্ণ আলাদা বা স্বতন্ত্র। তাই স্বতন্ত্র বৈশিষ্ট্য বিবেচনায় প্রত্যেকের জন্য আলাদা আলাদা ওষুধ সিলেকশন করতে হয়- তা সে যে রোগেই আক্রান্ত হোকনা কেন। সঠিকভাবে রোগীর স্বতন্ত্র বৈশিষ্ট্য নির্ণয় করার জন্য প্রয়োজন নির্ভুল কেস স্টাডি বা কেস টেকিং। স্বাভাবিকভাবেই কেস টেকিং এ ভুল হলে ওষুধ সিলেকশনে ও ভুল হবে। তাই হোমিওপ্যাথিতে নির্ভুল কেস টেকিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেস টেকিং কে বলা যেতে পারে হোমিওপ্যাথি চিকিৎসার মূল আর্ট বা শিল্প। হোমিও ডাক্তারদের সফলতা আর ব্যর্থতা অনেকাংশেই নির্ভর করে এই কেস টেকিং এর উপর। তাই হোমিও ডাক্তারদের সময় নিয়ে অনেক চিন্তাভাবনা ও যত্ন করে কেস টেকিং করতে হবে। নির্ভুল কেস টেকিং ছাড়া রোগীকে কখনোই পূর্ণাঙ্গ সুস্থ করে তোলা সম্ভব নয়। জুনিয়র হোমিও ডাক্তাররা অভিজ্ঞতার অভাবে অনেক সময় কেস টেকিং এ ভুল করে থাকেন। হোমিওতে কিভাবে কেস টেকিং করে ঔষধ সিলেকশন করতে হয় দেখুন।

#PracticalHomeopathyforJunior #CaseTaking
#ডাঃরবীনবর্মন #DrRabinBarman #MedicineSelection

Комментарии

Информация по комментариям в разработке