🇮🇳🎖️আনন্দ সংবাদ🎖️🇮🇳পুরোটা অবশ্যই পড়ুন👇
আন্তর্জাতিক বঙ্গ গৌরব উৎসব সিজন-৫.১ প্রো ভার্সন(২০২৫)
“বাংলার অন্যতম শ্রেষ্ঠ আন্তর্জাতিক সম্মান" "নতুন আবিস্কারের মুখ"
এই প্রথম বঙ্গ গৌরব উৎসব দুইদিন ব্যাপি অনুষ্ঠিত হতে চলেছে।
অনুষ্ঠান বিষয়ক তথ্য👇
🔹আপনাদের সবার কাছের, এই যুগের যুগান্তকারী, অন্যতম ডিজিটাল সংবাদ মাধ্যম ও স্বেচ্ছাসেবী সুস্থ সংস্কৃতি মূলক পরিবার ‘বলো কলকাতা টিভি পরিবার', গত বছর গুলোর মতো এই বছরও, আগামী ২ রা আগস্ট, শনিবার ৩ রা আগস্ট, রবিবার (২ দিন ব্যাপি ঐতিহাসিক অনুষ্ঠান) ২০২৫-এ, দক্ষিণ কলকাতার হাজরা, সুজাতা সদনে বিরাট গুণীজন সম্বর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান সহ নানান অন্যতম সাংস্কৃতিক অনুষ্ঠান ও পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ সম্মান উৎসব, ‘বঙ্গ গৌরব উৎসব' সিজন-৫.১ প্রো ভার্সন অনুষ্ঠিত হতে চলেছে।
🔹উৎসবের বিবরণঃ
এই উৎসবে থাকছে নানান অন্যতম সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন - বিভিন্ন শিল্পীদের শিল্পকলা প্রদর্শনী, নতুন প্রতিভাবানদের নিজেকে প্রকাশ করার সুবর্ণ সুযোগ, নৃত্যানুষ্ঠান, বাংলার কিংবদন্তী সঙ্গীত শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান, বৃহৎ গুণীজন সম্বর্ধনা ও বিশেষ অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
🔹'বঙ্গ গৌরব উৎসব' সিজন-৫.১ প্রো ভার্সন এ এক ঝাঁক তারকা! এই অনুষ্ঠানে বসতে চলেছে চাঁদের হাট। কলকাতা তথা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ ও বিদেশ থেকে বিশিষ্ট গুণীজনেরা উপস্থিত থাকবেন যেমন👇
অভিনয় জগতের বিশিষ্ট তারকা, অভিনেতা, অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক, আবৃত্তিকার, কবি, সাহিত্যিক, সঙ্গীত শিল্পী, শিক্ষক, শিক্ষাবিদ, চিকিৎসক, চিকিৎসাবিদ, সরকারি আধিকারিক, ক্রীড়া জগৎ, সমাজসেবী, ধর্মগুরু, সাংবাদিক, লেখক, লেখিকা, জ্যোতিষ জগৎ , তন্ত্র জগৎ , সুরকার, বুদ্ধিজীবী মহল সহ আরও অনেকে।
আশাকরি সমস্ত বিশিষ্ট গুণীজন ও আপনাদের সবার উপস্থিতিতে এই অনুষ্ঠানটি আনন্দমুখর ও সাফল্যমণ্ডিত হবে এবং আবারও এক বিরাট ইতিহাস সৃষ্টি করবে 'বলো কলকাতা টিভি পরিবার'
🔹SS ADMEDIA & BKL NETWORK Presents
Organized By : BOLO KOLKATA TV PARIWAR
🔸আমাদের নতুন সংযোজন :
১. বিশেষ ভাবে সক্ষম শিশু, মহিলা ও পুরুষদের নিজেদের প্রতিভা মঞ্চে দেখানোর সুযোগ করে দেবো আমরা, পাশাপাশি তাদের জন্য থাকবে বিশেষ সম্মান।
২. আমাদের সাধ্যমত কিছু দুঃস্থ শিশুদের সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।
৩. আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা প্রতিভাবান শিল্পীরা আমাদের মঞ্চে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। তাদের জন্যও থাকবে বিশেষ সম্মান।
আন্তর্জাতিক বঙ্গ গৌরব উৎসব সিজন-৫.১ প্রো ভার্সন (২০২৫)
“বাংলার অন্যতম ও শ্রেষ্ঠ আন্তর্জাতিক সম্মান" "নতুন আবিস্কারের মুখ"
🔹স্থানঃ সুজাতা সদন
ঠিকানাঃ হাজরা, দক্ষিণ কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত।
তারিখ : ২ রা আগস্ট শনিবার ও ৩ রা আগস্ট রবিবার ২০২৫
🔹অনুষ্ঠান বিষয়ক বিশেষ বিবরণঃ
▪️অনুষ্ঠানের মঞ্চে অংশ নেওয়া, অ্যাওয়ার্ডের নমিনেশন ফাইল, আমন্ত্রণপত্র, প্রবেশপত্র, স্পনসরশিপ, মিডিয়া পার্টনার, বিজ্ঞাপন, গেট, ব্যানার যাবতীয় বিষয়ের জন্য তাড়াতাড়ি যোগাযোগ করুন।
▪️পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে (সভাগৃহে এল ই ডি স্ক্রিনে, ‘বলো কলকাতা টিভি'-এর ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে)।
▪️পুরো অনুষ্ঠান রেকর্ড করা হবে এবং পরে তা আমাদের ফেসবুক পেজে ও ইউটিউবে দেওয়া হবে।
▪️সবার ফটো তুলে রাখা হবে, অনুষ্ঠানের পরে সবাই সবার ফটো আমাদের পেজে পেয়ে যাবেন।
▪️বিশিষ্ট জনদের বক্তব্য নেওয়া হবে এবং পরে সেই বক্তব্য আমাদের ফেসবুক পেজে ও ইউটিউবে দেওয়া হবে।
▪️প্রত্যেককে কিছু উপহার সহ একটি করে ব্যাগ দেওয়া হবে।
▪️চা ও জলের সুব্যবস্থা থাকবে সবার জন্য।
▪️দুপুরে ফুড প্যাকেটের ব্যবস্থা আছে।
▪️নানান মিডিয়াতে আমাদের অনুষ্ঠানের সংবাদ প্রকাশ পাবে এবং সেই লিংক বা ছবি আমাদের পেজে দেওয়া হবে।
▪️সবাইকে গেটে চন্দন দিয়ে বরণ করে হলে প্রবেশ করানো হবে।
🔷 যাদেরকে সম্বর্ধনা প্রদান করা হবে বা যারা নাম রেজিষ্ট্রেশন করতে পারেন👇
সমাজসেবী, লেখক/লেখিকা, সাহিত্যিক/কবি, নাট্য ব্যক্তিত্ব, জাদুকর, বিউটিশিয়ান, জ্যোতিষ ব্যক্তিত্ব, পুরোহিত, অধ্যাত্মিক ব্যক্তিত্ব, পরিবেশ প্রেমী, পশুপ্রেমী, সঙ্গীত প্রেমী, ফটোগ্রাফার, রাঁধুনি, তান্ত্রিক, গুণী নারী, বাচিক শিল্পী, ব্যবসায়ী, গায়ক/গায়িকা, শিক্ষক, ভ্রমণ প্রেমী, প্রথম শ্রেণীর যোদ্ধা ইত্যাদি।
বিঃদ্রঃ- অনুষ্ঠানে বিষয়ক আরও আপডেট পেতে আমাদের BOLO KOLKATA TV ফেসবুক পেজ ফলো করুন ও BOLO KOLKATA TV ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন। সমস্ত আপডেট আমাদের পেজে ও ইউটিউবে দেওয়া হবে।
ধন্যবাদ,
'বলো কলকাতা টিভি পরিবার'
সমস্ত রকম যোগাযোগ করতে ফোন করুন👇
Call + WhatsApp: 8240168370 | 9051562780
Email: [email protected]
বাকি তথ্য পরে আসবে চোখ রাখুন বলো কলকাতা টিভির ফেসবুক পেজে।
#reelsvideoシ #reelsviralシ #reelsfbシ #bolokolkatatv #reelsfypシ #viralreelschallenge #reelsfacebook #reelschallenge #ipl2025 #reelitfeelit #bangagourabutsab #bolokolkatatvpariwar #news #NewsUpdate #BreakingNews #entertainment #Awards #program #TMC #trinamulcongress #MamataBanerjee #everyoneシ゚ #follower #AbhishekBanerjee #songs #dance #viralreelsシ #videos #international
#OperationSindoor #JaiHind
#OperationSindoorSuccess #IndianArmy #IndiaStrikesBack #ProudIndian #SaluteToOurForces #VictoryForIndia #TerrorismNoMore #StandWithIndia #IndianPride #IndianHeroes #ArmyOfIndia #WeStandWithOurArmy #PehelgamVengeance #Pakistan #kasmir #breakingnews #trandingreels #BreakingNews #reelsvideoシ #reelsfypシ #reelsfacebook #reelschallenge #reelitfeelit #reels #india #NarendraModi #tranding #viralreelschallenge #reelsfbシ #reelsviralシ #everyone #follower #watch #lahore #karachi #islamabad #IndiaVsPakistan #OperationSindoor #IndiaVsTerrorism #IndianArmyStrong #JaiHind #ProudOfOurForces #StrikeBackIndia
Информация по комментариям в разработке