জমির দলিলে দাগ নম্বর ,খতিয়ান নম্বর চৌহদ্দি ও মৌজা নম্বর ভুল সংশোধন করবেন কিভাবে? @ STOP TORTURE-BD

Описание к видео জমির দলিলে দাগ নম্বর ,খতিয়ান নম্বর চৌহদ্দি ও মৌজা নম্বর ভুল সংশোধন করবেন কিভাবে? @ STOP TORTURE-BD

@STOP TORTURE-BD
প্রিয় দর্শক শ্রতা STOP TORTURE -BD চ্যানেল এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

জমির দলিলে ভুল থাকলে কি করবেন?
দলিলে যদি ছোট খাটো ভুল থাকে তাহলে পিট দলিল বা বায়া দলিল সহ যে দলিলে ভুল আছে সেই দলিল সহ সকল প্রকার নথীপত্র নিয়ে সাবরেজিষ্ট্রার অফিসে আবেদন করতে হবে সাব রেজিষ্টার সে বিষয়টি আমলে নিবেন এবং সংশোধন করে দিবেন। যদি বড় কোন ভুল থাকে সেক্ষেত্রে যার কাছ থেকে জমি ক্রয় করা হয়েছে পুর্বের মালিক তাকে নিয়ে সাবরেজিষ্টার অফিসে গিয়ে ভুল সংশোধন দলিল করে নিতে হবে। আর যদি পুর্বের মালিক না যায় বা সাবরেজিষ্টার অফিস করে না দেয় তাহলে কোন আইনজিবির পরামর্শ নিয়ে সু নিদৃষ্ট প্রতিকার আিন ১৮৭৭ এর ৩১ ধারা মোতাবেক দলিল সংশোধনি মামলা করে দলিল সংশোধন করে নিতে হবে।
STOP TORTURE -BD চ্যানেল এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Комментарии

Информация по комментариям в разработке