জাপান থেকে যা শেখা উচিত ভারত ও বাংলাদেশের !! India and Bangladesh Should Learn From JAPAN

Описание к видео জাপান থেকে যা শেখা উচিত ভারত ও বাংলাদেশের !! India and Bangladesh Should Learn From JAPAN

জাপানিরা এত সৎ কেন
'জাপানিরা উত্তরাধিকার সূত্রে কিছু একটা পায়, যা তারা মনে প্রাণে ধারণ করে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই।'- কি সেই রহস্যময় সূত্র যা প্রজন্ম থেকে প্রজন্মে বপন করে চলছে জাপানিরা?
পকেটের মানিব্যাগ বা পার্স হারিয়ে দিশেহারা হয়নি এমন লোক পাওয়া যায় না। আর এখন আছে স্মার্টফোন। পকেট থেকে ফোন হারানো গেলে রীতিমতো দুনিয়াটাই হারিয়ে যায় আমাদের। হঠাৎ করে মনে হয় পুরো দুনিয়া থেকেই যেন বিচ্ছিন্ন হয়ে গেছি।
কিন্তু পৃথিবীর একটি শহর আছে যেখানে আপনার শত মূল্যবান জিনিসটি হারিয়ে গেলেও ফিরে পাবেন অনায়াসে, দিশেহারা হতে হবে না আপনাকে। জাপানের টোকিও শহর- যেখানে আপনার হারিয়ে যাওয়া বস্তুটির সঙ্গে আবার মিলিত হবেন আপনি।
টোকিও শহরে ১৪ মিলিয়ন লোকের বাস। জিনিসপত্র হারিয়ে যাওয়া একেবারেই অস্বাভাবিক নয়। অথচ ২০১৮ সালে হারিয়ে যাওয়া আইডি কার্ডের ৭৩ শতাংশ মালিকই তাদের কার্ড ফেরত পেয়েছেন। শুধু তাই নয়, এক লাখ ৩০ হাজার মোবাইল ফোন (৮৩%) এবং দুই লাখ ৪০ হাজার ওয়ালেট (৬৫%) তাদের মালিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এবং মজার ব্যাপার হলো যেদিন হারিয়েছে সেদিনই ফেরত পেয়েছেন তারা।
জাপানিরা এই সততা দৈবগুণে পায়নি, তাদের আইন-শৃঙ্খলা যথেষ্ট শক্তিশালী। মানুষ আইন মেনে চলতে বাধ্য। কিন্তু তবুও এটাই একমাত্র কারণ নয়। জাপানিরা উত্তরাধিকার সূত্রে কিছু একটা পায়, যা তারা মনে প্রাণে ধারণ করে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই।’
কিন্তু কি সেই রহস্যময় সূত্র যা প্রজন্ম থেকে প্রজন্মে বপন করে চলছে জাপানিরা?

#JAPAN #BANGLADESH #INDIA

Комментарии

Информация по комментариям в разработке