বঙ্গোপসাগর ঘিরে উত্তেজনা বাড়ছে কেন ?| আদ্যোপান্ত | The Bay of Bengal Geopolitics

Описание к видео বঙ্গোপসাগর ঘিরে উত্তেজনা বাড়ছে কেন ?| আদ্যোপান্ত | The Bay of Bengal Geopolitics

বঙ্গোপসাগরে একক নিয়ন্ত্রণ কি ভারতের হাতছাড়া হয়ে যাচ্ছে ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 :    / adyopanto  

বিশ্বের দ্বিতীয় শীর্ষ তেল আমদানিকারক দেশ চীন। আর এ তেলের ৮০ শতাংশই পরিবাহিত হচ্ছে মালাক্কা প্রণালি দিয়ে। মূলত চীন সাগর থেকে বের হয়ে এসে ভারত মহাসাগরে আসতে হলে চীনের জন্য মালাক্কা প্রণালীর বিকল্প নেই। বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের ৩০ শতাংশ ও বার্ষিক প্রায় ৫ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য শুধু দক্ষিণ-চীন সমুদ্র দিয়েই পরিচালিত হয়। প্রায় এক লাখ জাহাজ এ পণ্য সরবরাহ করে ভারত মহাসাগর থেকে আরব সাগর ও বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বাণিজ্য পথ ধরে। যে কারণে মালাক্কা প্রণালীতে নিজেদের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা চীনের নিজস্ব বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য খুবই প্রয়োজন।


কিন্তু মালাক্কা প্রণালীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় চীন কখনোই খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। মালাক্কা প্রণালির অন্য প্রান্তে রয়েছে দক্ষিণ চীন সাগর। চীন ও জাপান উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এ পথ। এছাড়া দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য বিস্তার নিয়ে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম বিরোধে জড়িয়েছে চীন। এছাড়া মালাক্কা প্রণালীর উত্তর পশ্চিমে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আর এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেই রয়েছে ভারতের শক্তিশালী সামরিক অবস্থান। সেখানে নির্মিত হয়েছে একটি যৌথ কমান্ড ঘাঁটি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পাশ দিয়েই চলাচল করতে হয় চীনা জাহাজগুলোকে। এ কারণেই এলাকাটি নিয়ন্ত্রণের জন্য নজরদারি চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ভারত। ২০০৭ সালে - অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোট- কোয়াড গঠনের উদ্দেশ্যই ছিলো মালাক্কা প্রণালীতে চীনের আধিপত্য বিস্তার রোধ করা। ২০০৮ সালে সিঙ্গাপুরে তৈরি করা হয় কোয়াডের মূল ঘাঁটি এবং সেখানে মার্কিন ঘাঁটিও স্থাপন করা হয়। যে কারণে মালাক্কা প্রণালী চীনের জন্য দারুন উদ্বেগের বিষয়ে পরিণত হয়। তাই এই রুটের ওপর নির্ভরশীলতা কমিয়ে, বিকল্প তৈরি করা ছাড়া অন্য কোনো পথ খোলা ছিলো না চীনের সামনে। আর অনেকদিন ধরেই চীন তার বাণিজ্যের বড় অংশ করতে চাইছিলো বঙ্গোপসাগর উপকূল দিয়ে।

বঙ্গোপসাগর ঘিরে যে বিশ্ব পরাশক্তিগুলোর আগ্রহ দিন দিন বাড়ছে তাও এখন স্পষ্ট। যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজি বিবেচনায় নিলে ভারত মহাসাগরের প্রেক্ষিতেই বঙ্গোপসাগরের গুরুত্ব বেড়েছে অনেক। বিশেষ করে এ অঞ্চলে চীনের স্বার্থ ও উপস্থিতি বেড়ে যাওয়ার কারণেই বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব অন্যদের কাছে বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

▶ Follow Me on Facebook:
  / damahbub  
▶ Follow Me on Instagram:
  / da.mahbub  

💻 যুক্ত হোন:
ফেইসবুক:   / adyopanto  

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке