দেওয়ানা-মদিনা। মৈমনসিংহ গীতিকা । Dewana-Madina । Mymensingh Geetika । Voice of Pioneer

Описание к видео দেওয়ানা-মদিনা। মৈমনসিংহ গীতিকা । Dewana-Madina । Mymensingh Geetika । Voice of Pioneer

দেওয়ানা-মদিনা
মৈমনসিংহ গীতিকা

দেওয়ানা মদিনা পালার রচয়িতা মনসুর বয়াতি।। রসের দিক থেকে রোমান্টিক ট্রাজেডি বা করুণ রসের কাব্য দেওয়ানা মদিনা পালার সংগ্রাহক দীনেশচন্দ্র সেন। এই পালাটি আলাল-দুলালের পালা নামেও পরিচিত। এর চরিত্রগুলো হলো- মদিনা, আলাল, দুলাল প্রমুখ। দুলালের প্রতি মদিনার প্রেমের করুণ চিত্রটিই মুখ্য করে দেখানো হয়েছে এ পালাতে।

সিলেট জেলার বানিয়াচঙ গ্রাম। দেওয়ান সোনাফর সেই গ্রামের একজন বড় জমিদার। ধন দৌলত, লোক লস্কর কোন কিছুরই অভাব নেই তার। তবুও তার মনে শান্তি নেই। কারণ আলাল ও দুলাল নামের দুই সন্তানকে রেখে মারা গেছেন তার স্ত্রী। মাতৃহারা দুই ছেলেকে দেওয়ান সবসময়ই বুকের কাছে আগলে রাখেন আর বিভিন্ন রকম ভাবনা- চিন্তা করেন। কিন্তু কোন কাজেই তার মন বসে না। পাত্র মিত্র সবাই দেওয়ান সাহেবকে বুঝায়, দ্বিতীয় বিয়ের জন্য উপদেশ দেয়। কিন্তু দেওয়ান সোনাফর আলাল-দুলালের সৎ মা ঘরে আনতে নারাজ। অবশ্য শেষমেষ দেওয়ানকে বিয়েতে রাজি হতে হয়। পালকি চড়ে ঘরে আসে তার দ্বিতীয় স্ত্রী। দেওয়ান আলাল দুলালকে কখনো তাদের সৎ মায়ের কাছে পাঠান না। নিজের কাছেই রাখেন। আলাল দুলালকে পাশে রেখে জমিদারির বিভিন্ন কাজ দেখাশোনা করেন। এদিকে দেওয়ানের স্ত্রী ভাবে- সতীন পুত্রদেরকে এতো আদর করি তবু এরা আমার দিকে এক নজর ফিরেও তাকায় না! ক্রমে ক্রমে সতীন পুত্ররা তার গলার কাটা হয়ে দাঁড়ায়। পুত্রদের খাওয়া লওয়া কিছুই তার ভালো না। তিনি সবসময় চিন্তা করেন- কীভাবে এই গলার কাটা দূর করা যায়.........

#মদিনা #দেওয়ানা-মদিনা-পালা #দেওয়ানা-মদিনা #আলাল-দুলাল #ড.দীনেশচন্দ্র_সেন #মৈমনসিংহ_গীতিকা # পালা_গান #Dewana-Madina #Mymensingh_Geetika #মনসুর-বয়াতী #লোকসাহিত্য

Комментарии

Информация по комментариям в разработке