কাঞ্চনজঙ্ঘা দেখতে বাংলাদেশের শেষপ্রান্তে Panchagarh, Tetulia, Banglabandha একদিনে ভ্রমণ || India 🇮🇳

Описание к видео কাঞ্চনজঙ্ঘা দেখতে বাংলাদেশের শেষপ্রান্তে Panchagarh, Tetulia, Banglabandha একদিনে ভ্রমণ || India 🇮🇳

কাঞ্চনজঙ্ঘা দেখতে বাংলাদেশের শেষপ্রান্তে Panchagarh, Tetulia, Banglabandha একদিনে ভ্রমণ || India 🇮🇳


আপনারা যারা ঢাকা থেকে ট্রেনে ভ্রমণ করতে চান দ্রুতযান এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস বেছে নিতে পারেন।
দ্রুতযান এক্সপ্রেস রাত ০৮ঃ০০ টায় ছাড়ার সময়।
পঞ্চগড় এক্সপ্রেস রাত ১০ঃ৪৫ মিনিটে ছাড়ার সময়।
ভাড়া ৫৫০ টাকা, যারা অনলাইন থেকে টিকিট কাটবেন ২০ টাকা এক্সট্রা যুক্ত হবে।
উত্তরবঙ্গের ৭টি জেলা রাজশাহী, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও জেলা থেকে ভ্রমণ করতে চাইলে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন বেছে নিতে পারেন। যা রাজশাহী হতে ছাড়ে রাত ০৯ঃ১৫ তে পঞ্চগড় পৌছায় সকাল ০৬ঃ ১০ মিনিটে।
এই তিনটি ট্রেনে ভ্রমণ করতে পারলে আপনার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার সম্ভাবনা থাকে যদি আকাশ পরিষ্কার থাকে।
তবে প্রতি বছর অক্টোবরের ২০ তারিখ থেকে নভেম্বরের ১০ তারিখ এর মধ্যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়।
আমি এই নিয়ে ৭ বার কাঞ্চনজঙ্ঘা দেখছি। তাই আমার পার্সোনালি চিন্তা থেকে বলছি অক্টোবরের ২৫ তারিখ থেকে নভেম্বরের ৫ তারিখ এর মধ্যে যাবেন সাথে ওয়েদার দেখে যাবেন। যদি দেখতেই চান অক্টোবরের ২৯, ৩০, ৩১ এবং নভেম্বরের ০১, ০২, ০৩ এই তারিখ গুলো মিস করবেন না আশা করি দেখতে পাবেন। আমি এই দিন গুলোর কোননা কোন দিন অবশ্যই দেখতে পেয়েছি। অথবা আমাকে কমেন্ট করতে পারেন যাওয়ার আগে।
বাসে যেতে চাইলে ১০০০ - ১২০০ টাকার মধ্যে নন এসি বাস পাবেন।
ভ্রমণে খরচের তালিকাঃ
ঢাকা থেকে পঞ্চগড় ট্রেন ৫৫০ টাকা, রাজশাহী থেকে পঞ্চগড় ৩৩৫ টাকা, দিনাজপুর থেকে ১২০ টাকা (রাত ০৩ঃ১০ মিনিটে ছাড়ে)।
স্টেশন থেকে বাস স্ট্যান ১০ টাকা ভাড়া (ভ্যান অথবা অটো) । পঞ্চগড় বাস স্ট্যান থেকে তেতুলিয়া ৮০ টাকা ভাড়া।
সকালের নাস্তা লোকাল হোটেলে ৩০ টাকা।
তেতুঁলিয়া ভ্রমণ ব্যাপারটা খোলাসা করে বলি, আমরা ৫ জন একটা ভ্যান ভাড়া করি ২০০ টাকায় আপনারা ভাড়া যে যত কমাতে পারেন আপনাদের গ্রুপ সংখ্যা হিসেবে।
সব জায়গা ঘুরে চলে আসবেন ডাকবাংলো সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে তেতুলিয়া জিরো পয়েন্ট চলে আসবেন, সেখানে কিছুক্ষণ দাড়ালেই বাংলাবান্ধার বাস পাবেন, ৩০ টাকায় বাংলাবান্ধা বাজারে পৌছাবেন। সেখান থেকে ১০ টাকা ভাড়ায় জিরো পয়েন্টে যাবেন। দেখা শেষ হলে ১০০ টাকায় পঞ্চগড় পৌছাতে পারবেন। বার্তি সময় থাকলে পঞ্চগড় শহরে রক মিউজিয়াম, মিরগড়ের কাঠের সেতু এবং মিরগড় বাজারে পাবেন পঞ্চগড়ের বিখ্যাত টোপা।
দুপুরের খাবার তেতুঁলিয়া বাজারের বাংলা হোটেল অথবা শাপলা হোটেলে খেতে পারেন। বাংলাবান্ধা বাজারেও খুব কম দামে খেতে পারবেন। এছাড়াও পঞ্চগড় শহরে এসেও খাওয়া করতে পারবেন। মৌচাক হোটেল, নিরব ক্লাসিক হোটেল, হোটেল করতোয়া।
রাত ০৯:০০ টায় একতা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় ফিরতে পারবেন। যা সপ্তাহে প্রতিদিন চলাচল করে।
আপনার জেলা থেকে ভ্রমণ করতে চাইলে আমাদের ফেইসবুক গ্রুপে পোস্টের মাধ্যমে সকল তথ্য জানতে পারেন।

✅For Business inquiries: [email protected]

✅কাঞ্চনজঙ্ঘা দেখতে বাংলাদেশের শেষপ্রান্তে Panchagarh, Tetulia, Banglabandha একদিনে ভ্রমণ || India 🇮🇳
   • কাঞ্চনজঙ্ঘা দেখতে বাংলাদেশের শেষপ্রান...  

✅পঞ্চগড় থেকে লোকাল ট্রেনে দিনাজপুর যাওয়ার গল্প || Panchagarh To Dinajpur || Kanchan Commutar Train
   • পঞ্চগড় থেকে লোকাল ট্রেনে দিনাজপুর যা...  

✅চিলাহাটি সীমান্ত বাংলাদেশের শেষ রেলপথ || Holdibari Border || Border Bangladesh 🇧🇩 India 🇮🇳 ||
   • চিলাহাটি সীমান্ত বাংলাদেশের শেষ রেলপথ...  

✅জাফলং ভ্রমণ || খুব কাছ থেকে মেঘালয় রাজ্যে দেখা || Meghalaya || Jaflong Tour || Sylhet Tour ||
   • জাফলং ভ্রমণ || খুব কাছ থেকে মেঘালয় রা...  

✅ Please SUBSCRIBE and Press The Bell Icon:
Youtube:    / @sadmantalukder  
Facebook: https://www.facebook.com/profile.php?...

My Gears :
GoPro Hero 7 Black.
Dji pocket 2
Redmi note 11

Комментарии

Информация по комментариям в разработке