সাতকাহন । সমরেশ মজুমদার। Capital Theater | Episode - 07 | Audio Book

Описание к видео সাতকাহন । সমরেশ মজুমদার। Capital Theater | Episode - 07 | Audio Book

'সাতকাহন । সমরেশ মজুমদার' Capital Theater | Audio Book | Episode - 07

বাংলা সাহিত্যে অবশ্যপাঠ্য উপন্যাসের তালিকা করলে সমরেশ মজুমদারের ‘সাতকাহন’ উপন্যাসটির নাম অবশ্যই যুক্ত করতে হয়। এটি শুধু একটি উপন্যাস নয়, একটি নারীর জাগরণের গল্প। অনেকেই এই বইটিকে সমরেশ মজুমদারের লেখা মাস্টারপিস বই বলে অভিহিত করেন।

শুরুতে বইটি দুটি খণ্ডে প্রকাশিত হলেও পরবর্তী সময়ে ১৯৬৭ সালে অখণ্ড উপন্যাসটি প্রকাশ করে আনন্দ প্রকাশনী। এই গল্প অবলম্বনে বাংলাদেশ এবং ভারতে বিভিন্ন সময় নাটক, সিরিয়াল হয়েছে। এই বইটি প্রতিটি মেয়ের জন্য অবশ্যপাঠ্যও বলা যায়।

উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র দীপাবলী, ডাকনাম দীপা। বাবার নাম অমরনাথ। জন্মের পরেই গর্ভধারিণী মাকে হারায় দীপা। পরবর্তী সময়ে সৎ মা আর দাদী মনোরমার পীড়াপীড়িতে মাত্র ১২ বছর বয়সে বিয়ে করতে বাধ্য হয় দীপা। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, বিয়ের পরের দিনই বিধবা হতে হয় তাকে। তাই বাধ্য হয়েই বাবার বাড়ি ফিরে আসে সে। আর পাঁচটা বাঙালি হিন্দু বিধবার মতোই জীবন কাটানোর কথা ছিল তার। কিন্তু নিয়তির কাছে হার না মেনে দীপা বেছে নিল স্রোতের প্রতিকূলের পথ।

উপন্যাস - সাতকাহন
লেখক - সমরেশ মজুমদার
অডিও প্রোডাকশন - Capital FM 94.8
পরিচালনা - জাহান অরণ্য
সঙ্গীতায়োজন - রফিকুল ইসলাম ফরহাদ
কন্ঠ - জাহান অরন্য, মার্শিয়া রহমান, তাহমিনা মতিন, মহুয়া মুনা, শামিম আল মাহমুদ, শাওন মজুমদার, আনোয়ারুল আলম সজল, আপেল মাহমুদ এমিল, রফিকুল ইসলাম ফরহাদ, নাফিজ রেদওয়ান শান্ত, তাসনিম এ জান্নাত অর্থী এবং আরো অনেকে ...
#সাতকাহন #সমরেশমজুমদার #CapitalTheate

Комментарии

Информация по комментариям в разработке