আগরবাতি গাছ চাষ করে লক্ষ টাকা আয়// AGARWOOD FARMING IN WEST BENGAL #agarwood #agarbati #Cultivation
Agarwood (আগর গাছ) :- #Agarwood
Name Of The Tree is Called - Woods of God । দেবতাদের গাছ । এই গাছের বিজ্ঞান সম্মত নাম - Aquilaria Malaccensis ( একুইলারিয়া মালাসেনিস )।
Introduction (ভূমিকা) :- বর্তমান মানুষের প্রয়োজনে এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বহু গাছ নষ্ট হয়ে গেছে, তার পরিবর্তে সরকার থেকে প্রচুর বৃক্ষ রোপণ করা হচ্ছে , সাধারণ মানুষকে বৃক্ষ রোপন করতে বলা হচ্ছে । আমরা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই - এমন একটি বৃক্ষের কথা ,যাকে বলা হয় woods of God । এই গাছটির চাষ দেশের এবং সাধারন মানুষের অর্থনৈতিক উন্নতির জন্য খুবই গরুত্বপূর্ণ হতে পারে। দেশীয় এবং আন্তর্জাতিক উভয় বাজারেই সুগন্ধি উদ্ভিদ এর চাহিদা যথেষ্ঠ বেশি।তবে এই সুগন্ধি উদ্ভিদের রোপণের অর্থনৈতিক দিক, এবং বাজার ইত্যাদি সম্পর্কে অজানা থাকায় আজও এই চাষের জনপ্রিয়তা তেমন বেড়ে উঠেনি। অথচ কিছু রাজ্যের কয়েকজন ব্যাক্তি এই গাছটির চাষ করে বিশাল প্রতিষ্ঠা লাভ করেছেন।আমরা চাই আমাদের রাজ্যে আপনারাও সেই প্রতিষ্ঠিত ব্যাক্তি হয়ে উঠুন । আপনারা এই চাষে মনোনিবেশ করে ,এই আগর বৃক্ষ রোপন করলে আপনার পরিবারের সদস্যদের বর্তমান ও ভবিষ্যত উজ্জ্বলময় হবে ।আমাদের দৃঢ় বিশ্বাস , এই গাছ লাগিয়ে গ্রামীণ অর্থনীতিতে জোয়ার এনে সমৃদ্ধ গ্রাম গড়ে তোলা সম্ভব ।
চাষীরা আগর চাষ কেন করবে :- একটি পরিবারকে যদি 3 টি ভাগে ভাগ করা হয় -
1) মেয়ের ভবিষ্যত
2) ছেলের ভবিষ্যত
3) বার্ধক্য জীবন
A) মেয়ের ভবিস্যত : - যে বাড়িতে একটি মেয়ে আছে , তার নামে যদি 50 টি আগর গাছ লাগানো হয় , 15000 টাকা ইনভেস্ট করা হয় , মেয়েটির বয়স যখন 14- 15 বছর হবে , তখন এই গাছগুলো থেকে সে পেতে পারে - 25 লক্ষ -40 লক্ষ টাকা।এই মূলধন তার উচ্চশিক্ষা ও বিবাহের জন্য খুব উপকারী হতে পারে।
B) ছেলের ভবিষ্যত :- একই ভাবে ছেলের নামেও 50 টি আগর গাছ লাগালে তার পরিণত বয়সকালে উচ্চশিক্ষা ,বিবাহ ,বা কোনো প্রতিষ্ঠিত ব্যাবসায়ী হতে চাইলে এই মূলধন তার খুব উপযোগী হতে পারে।
C) বার্ধক্য জীবন : - একজন কৃষক তার নামে 50 টি আগর গাছ লাগালে , তার বয়সকালে ,সেই টাকা তার সুখী ও সমৃদ্ধ জীবন গড়ে তুলতে পারে। তাকে কারও কাছে হাত পাততে হবে না । একটা পরিবারের সমস্ত আর্থিক সমস্যার মোকাবিলা করতে পারে ,আপনার লাগানো কতগুলো আগর গাছ ।
✅চাষের বিবরণ:-
জলবায়ু :- যেসকল স্থানে জমির আদ্রতা বেশি , অর্থাৎ জলবায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, উষ্ণতা থাকে গ্রীষ্মকালে মোটামুটি - 25°- 40° ,মোটামুটি বৃষ্টিযুক্ত এলাকা এই চাষের জন্য উপযোগী।
মাটি নির্বাচন :-( বেলে মাটি ছাড়া ) যেকোনো মাটি দোআঁশ মাটি, এঁটেল মাটি ,লাল মাটি , কলোমাটি উপযোগী।
জমি নির্বাচন : - যে জমিতে জল দাড়ায় না,অথচ হালকা স্যাতস্যাতে ভাব আছে ,সেই জমিতে আগর গাছ লাগাতে হবে ।আগর চাষের সঙ্গে সেই জমিতে কলাগাছ , লেবু গাছ লাগানো যেতে পারে ,ফলে মাটি শীতল থাকবে ,যা আগরের জন্য উপযোগী ।
চাষের সময় :- গ্রীষ্মকালে ছাড়া সব সময় বসানো যাবে , তবে হালকা জলের ব্যাবস্থা রাখতে হবে ।
চাষের পদ্ধতি : - প্রতিটি চারা 5 ft / 5 ft অন্তর লাগাতে হবে । চারার জায়গা 1 ft / 1 ft / 1 ft গর্ত করতে হবে । চারাটি 3 ফুটের উপরে হলে - 2 ft/ 2ft/2ft গর্ত করে গাছ বসাতে হবে।গাছটি রোপণ করার সময় গোবর সার গর্তের ভিতর হালকা দিয়ে গাছটি জমির সমান্তরালে রোপন করতে হবে , এমন ভাবে রোপন করতে হবে যেন গাছের গোড়ায় জল না জমে।
চাষের খরচ: - 3/3.5 ফুট চারাগাছের মূল্য 300 টাকা।
( 3/3.5 ফুটের চারাগাছ লাগালে গাছ নষ্ট হবার সম্ভাবনা কম থাকে)। প্রতি চারাগাছ লাগানোর খরচ প্রথম বছরে গর্ত খোঁড়া ও জৈব সার নিয়ে খরচ 10 টাকা। প্রতি বছর একটি গাছের পিছনে সার ও লেবার খরচ লাগবে - 10 টাকা × 10 বছর = 100 টাকা ।
10 বছর পর প্রতি গাছে inoculation করতে ,Medicine লাগবে - সেটা পরে জানিয়ে দেওয়া হবে ।
গাছের বিক্রয়মূল্য :- 10 - 12 বছর পর গাছে Medicine দেওয়ার পর বিক্রয়ের উপযুক্ত কাঠ পাওয়া যাবে কমবেশি - 4- 8 কেজি। 1 কেজি/- 20,000 । 1 টি গাছ থেকে কমপক্ষে 50 হাজার থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে।
গাছের বিবরণ ও উপকারিতা : - পৃথিবীর সবথেকে দামী বৃক্ষের নাম হচ্ছে আগর গাছ । এই কাঠ খুব দামী সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয়। তাছাড়া দামী দামী ধূপে, ও সেন্ট তৈরিতে এই কাঠ ব্যবহার হয়। এই আগর গাছ থেকেই আগরবাতি নামটি এসেছে। কোনো মানুষের যদি পুরাতন সর্দিকাশি, joint pain, যেকোনো ধরনের ব্যাকটেরিয়া ইনফেকশন , মাইগ্রেন সমস্যা , অনিদ্রজনিত সমস্যা , নেশা থেকে মুক্তি , সুগার নিয়ন্ত্রণ,ফুসফুস সংক্রান্ত রোগ নিরাময় ,ওজন কমানো , ইমিউনিটি বাড়াতে, দাতে রক্ত পড়া সমস্যা দুর করতে আগর গাছের ব্যবহার করা হয়।
সুগন্ধি নির্মাণ - আগরের 1 টুকরো কাঠ জলে 2-3 দিন রেখে দিলে তা থেকে যে সুগন্ধি জল নির্মাণ হবে , তা দামী সুগন্ধী কেও হার মানাবে ।
✅ গাছ লাগানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন,সব জায়গায় গাছের চারা পাঠানো হয়।
#BISHMUKT_FPC_LIMITED
Office Address : Dainhat,Katwa,Purba Bardhaman,West Bengal,713502
☎️ 8389909037 WhatsApp No
☎️ Contact No: 8759314331
amit bhobhia, abc india, agarwood ki kheti, agarwood farming, agarwood ka podha kaha se le, अगरवुड की खेती, Israel technique agriculture, agarwood farming profit, organic agarwood farming, अगरवुड खेती की जानकारी, business ideas agriculture, अगरवुड की खेती कब और कैसे करें, agarwood ki kheti kaise karen, agarwood farming full explain in hindi, agarwood variety, agarwood farming marketing kha kre, agarwood farming knowledge, agarwood farming kha hoti hai, new farming
#amit bhobhia, abc india, agarwood ki kheti, agarwood farming, agarwood ka podha kaha se le, अगरवुड की खेती, Israel technique agriculture,
Информация по комментариям в разработке