আজকের ভিডিও তে আমরা আলোচনা করব , Melatrin cream নিয়ে।
Melatrin Cream এর কাজ কি | ত্বকের ব্রণ, মেছতা এবং কালো দাগ দূর করে | মেলাট্রিন ক্রিম ব্যবহারের নিয়ম
Stay Connect With Us
🔶My Facebook Profile
/ emaduddin55555
🔶My Another Channel
/ @emaduddinsylhet
🔶 Facebook Page
/ emedicinereview
মেলাট্রিন ক্রীমের কাজ
মেলাট্রিন ক্রীম মুখের মধ্যম থেকে তীব্র মেছতা প্রতিরোধে কাজ করে।
ব্যবহারের পরবর্তীতে সূর্য রশ্মি থেকে এড়িয়ে চলতে হবে এবং সূর্য রশ্মি প্রতিরোধক লোশন বা সানস্ক্রীন ব্যবহার করতে হবে। এস পি এফ ৩০ অথবা তার চেয়েও বেশি মাত্রার সানস্ক্রীন ব্যবহার করতে হবে।
মেলাট্রিন ক্রীম তিনটি মূল উপাদান যেমন,
ফ্লুসিনোলোন এসিটোনাইড, হাইড্রোকুইনোন এবং ট্রিটিনয়িন এর সংমিশশ্রণে তৈরি। সব উপাদানই মেছতা দূর করতে সাহায্য করে। যদিও মেলাট্রিন ক্রীমের মূল উপাদান গুলো মেছতা প্রতিরোধে কিভাবে কাজ করে তা এখনো অজানা, তবুও ফ্লুসিনোলোন এসিটোনাইড একটি কর্টিকোস্টেরয়েড, যা ত্বকের বাহ্যিক ব্যবহারের নির্দেশিত প্রদাহরোধী ওষুধীয় গুনাবলী সমৃদ্ধ একটি উপাদান।
হাইড্রোকুইনোন মেছতার দাগ দূর করে, যা টাইরোসিন-টাইরোসিনেজ এনজাইমকে প্রতিরোধের মাধ্যমে মেলানিন সংশ্লেষন প্রক্রিয়াকে বাঁধা দেয়। ট্রিটিনয়িন ক্যারাটোলাইটিক হিসেবে পরিচিত।
মেলাট্রিন ক্রিম ব্যবহারের নিয়ম
এই ক্রীম প্রতি রাতে একবার ব্যবহার করতে হয়। এটি ঘুমানোর ৩০ মিনিট পূর্বে ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে। মৃদু পরিষ্কারক দিয়ে মুখ ও ঘাড় ভাল করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে তোয়ালের সাহায্যে মুখ শুকিয়ে নিতে হবে। মুখমণ্ডলের যে সকল জায়গায় মেছতা আক্রান্ত সেই সকল জায়গা থেকেও ১/২ ইঞ্চি বেশী জায়গা জুড়ে এই ক্রীম পাতলা আবরণ করে ব্যবহার করতে হবে । দিনে বের হওয়ার আগে সানস্ক্রীন ব্যবহার করতে হবে। সূর্য রশ্মি এড়িয়ে চলতে হবে।
ওষুধীয় গুনাবলী সম্বলিত সাবান, খসখসে সাবান, পরিষ্কারক, কসমেটিকস্ পদার্থ যে গুলোর ত্বক শুষ্ক করার প্রবণতা আছে, যে গুলোতে আছে উচ্চ মাত্রার অ্যালকোহল, ত্বক সংকোচনকারক, অন্যান্য প্রদাহ উৎপন্নকারী পদার্থ, অথবা ক্যারাটোলাইটিক উপাদান আছে তা পরিহার করতে হবে। এই ক্রীমের পাশাপাশি একইসাথে
আলো সংবেদী ওষুধের ব্যবহারও বন্ধ করতে হবে।
এই ক্রীমে ব্যবহৃত তিনটি উপাদানের যে কোনটির প্রতি সংবেদনশীল ব্যক্তির ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না।
শিশুদের ক্ষেত্রে এই ওষুধের কার্যকারিতা এবং কতটুকু নিরাপদ তা এখনো জানা যায়নি।
পার্শ্ব প্রতিক্রিয়া
মেলাট্রিন ক্রিম এর সাইড ইফেক্ট হলো
এই ক্রীম ব্যবহারের ফলে খুবই অল্প সংখ্যক ব্যবহারকারী তীব্র এলার্জী জনিত সমস্যার সম্মুখীন হন। তাদের শ্বাস কষ্টের তীব্র সমস্যা অথবা তীব্র হাপানীর আক্রমন হতে পারে। যখন রোগীরা এই ক্রীম ব্যবহার করেন তাদের ত্বক মৃদু থেকে মাঝারী লালচে হওয়া, ত্বকের চামড়া উঠে যাওয়া, ত্বক জ্বালা পোড়া করা, ত্বক শুষ্ক হওয়া অথবা ত্বক চুলকাতে পারে।
গর্ভকালীন সময় মেলাট্রিন ক্রিম ব্যবহারের নিয়ম
মেলাট্রিন ক্রিম , প্রেগন্যান্সি ক্যাটেগরি সি। এই ক্রীমে রয়েছে ট্ৰিটিনয়িন যা গর্ভাবস্থায় ভ্রুণের বৃদ্ধির পরিবর্তন, ভ্রুণের অপুষ্টি এবং ভ্রুণের মস্তিষ্কের বিকাশে ক্ষতিসাধন করতে পারে। গর্ভবর্তী মহিলাদের উপর এই ওষুধের পর্যাপ্ত কোনো তথ্য পাওয়া যায়নি। শুধুমাত্র ভ্রুণের ঝুঁকির তুলনায় গর্ভকালীন মায়ের সুফলের মাত্রা বেশী হলে গর্ভাবস্থায় এই ক্রীম ব্যবহার করা যাবে।
স্তন্য দানকালীন সময় মেলাট্রিন ক্রিম ব্যবহারের নিয়ম
রক্তের মাধ্যমে শোষিত কর্টিকোস্টেরয়েড মাতৃদুগ্ধের মাধ্যমে নিঃসৃত হয়। এই ক্রীমের বাহ্যিক ব্যবহারের মাধ্যমে ফ্লুসিনোলোন এসিটোনাইড, হাইড্রোকুইনোন এবং ট্রিটিনয়িন রক্তে শোষিত হয়ে সামান্য পরিমানে মাতৃদুগ্ধে নিঃসৃত হতে পারে। কারন অনেক ওষুধ মাতৃদুগ্ধে নিঃসৃত হয়। তাই স্তন্য দানকালীন মায়েদের ক্ষেত্রে এই ক্রীমের ব্যবহার সতর্কতার সহিত অবলম্বন করতে হবে।
আমরা আপনাদের সামনে আপডেট সব ঔষধের ভিডিও নিয়ে আসবো ।
তাই আপনাদের উচিৎ আমাদের চ্যানেল টী subscribe করা , এবং আপনি চাইলে শেয়ার করে অন্যকে দেখার আমন্ত্রন জানাতে পারেন,
এতে করে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে উৎসাহী হবো
মেলাট্রিন ক্রিম এর অলটারনেটিভ ব্রান্ড হল
Melano cream 30g - প্রস্তুতকারক, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস
Melasin Cream 30g- প্রস্তুতকারক, ফার্মাসিয়া লিমিটেড
Amela cream 30g - প্রস্তুতকারক, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস
Triclean Cream 30mg - প্রস্তুতকারক, এরিসট্রফার্মা লিমিটেড
Trimela Cream 30g প্রস্তুতকারক, ইন্সেপ্তা ফার্মাসিউটিক্যালস
ইত্যাদি
🔶 Vonomax 20 Mg Tablet | ভোনোম্যাক্স কিসের ঔষধ।
• Vonomax 20 Mg Tablet | Vonoprazan | ভোনোম্...
🔶Mig 5 Mg Tablet | Mirogabalin Besylate
• Mig 5 Mg Tablet | Mirogabalin Besylate | N...
🔶Micoral gel এর কাজ কি
• Micoral gel এর কাজ কি | Miconazole Nitrate...
source : https://medex.com.bd/
Related keyword
melatrin cream এর কাজ কি, melatrin cream side effect bangla, মেলাট্রিন ক্রিম কতদিন ব্যবহার করতে হবে , melatrin cream কি কাজ করে, melatrin cream price in bd, melatrin cream review, melatrin cream bangla, ব্রণের দাগের জন্য মেলাট্রিন ক্রিম, মেছতা দূর করার উপায়
#melatrin
#melatrincream
Информация по комментариям в разработке