ফিঞ্চ পাখির দাম ২০২২ | Finch Pakhir Dam | Finch Bird Price In Bangladesh And India

Описание к видео ফিঞ্চ পাখির দাম ২০২২ | Finch Pakhir Dam | Finch Bird Price In Bangladesh And India

ফিঞ্চ পাখির দাম ২০২২ | Finch Bird Price In Bangladesh And India | Finch Pakhir Dam
বাংলাদেশ ও ভারতে সবচেয়ে জনপ্রিয় দশটি জাতের ফিঞ্চ পাখির দাম সম্পর্কে জানবেন । তাই আপনি কিভাবে বিভিন্ন মিউটেশনের ফিঞ্চ পাখি চিনতে পারেন আর কোন জাতের ফিঞ্চ পাখির দাম কত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ।
Zebra finches Price 2022
জেব্রা ফিঞ্চ পাখির দাম
ফিঞ্চ পাখির জগতের সবচেয়ে কমন এবং সস্তা পাখি হলো জেব্রা ফিঞ্চ। এই পাখিটা আপনি সব জায়গাতেই পেয়ে যাবেন। আপনি যদি সাধারন মানের জেব্রা ফিঞ্চ কিনতে চান তবে বাংলাদেশে প্রতি জোড়ার দাম পড়বে 600 থেকে 1000 টাকার মধ্যে। অন্যদিকে ভারতে এই পাখিগুলো 400 থেকে 600 টাকার মধ্যেই প্রতিজোড়া বেচাকেনা হয়। তবে জেব্রা ফিঞ্চ এর প্রচুর পরিমাণ মিউটেশন রয়েছে।
Java finch bird price 2022
জাভা পাখির দাম ২০২২
ফিঞ্চ পাখির জনপ্রিয় জাত গুলোর মধ্যে জাভা ফিঞ্চ অন্যতম। জাভা ফিঞ্চ বিভিন্ন কালারের হয়ে থাকে বিশেষ করে সাদা জভা ফিঞ্চ, ব্লাক জাভা ফিঞ্চ, সিলভার জাভা ফিঞ্চ, ক্রিম কালারের জাভা ফিঞ্চ অন্যতম। এদের একেকটির দাম আসলে একেক রকম। সাধারণ সিলভার এবং ব্ল্যাক জাভা গুলো আপনি 1000 থেকে পনেরশো টাকার মধ্যে পেয়ে যাবেন। আর সাদা জাভা গুলো 2000 থেকে 3000 টাকার মধ্যে পাওয়া যায়। এছাড়া ক্রিম কালারের বা পাইড জাভা গুলো
Bangla Finch or society finch bird price 2022
বেঙ্গলি ফিঞ্চ পরিচিত দুইটি নামে একটি হলো বেঙ্গলি ফিঞ্চ অপরটি সোসাইটি ফিঞ্চ। এই জাতের পাখি গুলোর মূল বৈশিষ্ট্য হলো এদের মধ্যে অনেকগুলো কালার ভ্যারাইটি দেখতে পাওয়া যায়। বিশেষ করে সাদা বেঙ্গলি ফিঞ্চ , পাইড বেঙ্গলি ফিঞ্চ, চকো পাইড বেঙ্গলি ফিঞ্চ, অন্যতম। তাছাড়াও বেঙ্গলি ফিল্মস এর মধ্যে ধূসর কালো বাদামি এবং খয়রি রঙের ফিঞ্চ পাখি ও দেখতে পাওয়া যায়। খাচার ভেতর বেশ কয়েকটি রঙের পাখি একসাথে ঘুরাফেরা করলে এটা সত্যি এক নান্দনিক সৌন্দর্যের সৃষ্টি করে।
Long tale finch Pakhir Dam bird price
লং টেইল ফিঞ্চ পাখির দাম কত ?
লংটেল ফিঞ্চ পাখি গুলোর লেজ লম্বা হয়। এদের মধ্যে বেশ কয়েকটি কালার ভ্যারাইটি দেখতে পাওয়া যায়। বিশেষ করে কালো ফন এবং এলবিনো এই তিনটি কালারের লং টেইল ফিঞ্চ সবচেয়ে বেশি দেখা যায়।
Masked finch bird price
(Masked grass finch)
হলুদ রঙের ঠোঁট আর কালো মাথা ওয়ালা এই ফিলমস পাখিটি দেখে মনে হবে ওরা মাছক পড়ে আছে। আর কেমন কালার কম্বিনেশন এর জন্যই পাখিটির নাম হয়েছে মাস্ক ফিঞ্চ।
Star Finch Pakhir Dam price
জনপ্রিয় ফিঞ্চ ওর তালিকায় পরবর্তী অবস্থানেই রয়েছে স্টার ফিঞ্চ। বিভিন্ন কালারের স্টার ফিঞ্চ পাওয়া যায় তবে এর মধ্যে গ্রীন স্টার ফিঞ্চ, ইউরো স্টার ফিঞ্চ এবং ব্লু স্টার ফিঞ্চ অন্যতম। তবে এই পাখিগুলোর দাম তুলনামূলকভাবে অনেক বেশি। জাত ও কোয়ালিটি ভেদে বর্তমান বাজারে পাখিগুলো বেচাকেনা হয় 8000 থেকে 30 হাজার টাকা পর্যন্ত দামে।
Owl finch Pakhir Dam
অন্যান্য ফিঞ্চ পাখির থেকে আকৃতিতে ছোট এই ফিঞ্চ টি হলো ওল ফিঞ্চ। এদের মুখ অনেকটা প্যাঁচার মতো রং এর দেখায় বলে এর নামকরণ হয়েছে অওল ফিঞ্চ। আপনি যদি এই জাতের ফিঞ্চ পাখি গুলো কিনতে চান তবে প্রতি জোড়ার দাম পড়বে পাঁচ থেকে আট হাজার টাকার মধ্যে।
Parrot finch Pakhir Dam
অনেকটা টিয়া জাতীয় পাখি গুলোর মত কালার হয় বলে একে প্যারট ফিশ বলা হয়। নামে প্যারট হলেও এটা কিন্তু একটা ফিঞ্চ পাখি। এই প্যারট ফ্রেন্ডস গুলো কালার এর দিক থেকে লাল হলুদ সবুজ সাদা খয়রি এবং কমলা রঙে মিশ্রিত বিভিন্ন কালারের দেখতে পাবেন ।

Canary Finch Pakhir Dam
কেনেরী ফিঞ্চ পাখির দাম
এই কিউট পাখিটির ডাক শুনে মুগ্ধ হবে না এমন মানুষ পাওয়া সত্যিই কঠিন। এরা বিভিন্ন রঙের হয়ে থাকে। বিশেষ করে সাদা ও লাল রং এর মিশ্রিত ক্যানারি ফিঞ্চ, টকটকে লাল কেনেরি ফিঞ্চ দেখতে পাওয়া যায়, আবার গারো হলুদ রঙের কেনেরী ফিঞ্চ ও হয়ে থাকে।
Golden Finch
আমাদের তালিকা এক নাম্বারে থাকা পাখিটি বাংলাদেশ কিংবা ভারত উভয় জায়গাতেই বর্তমানে ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে। এটি হলো গোল্ডিয়ান ফিঞ্চ। আসলে এদের এতটা জনপ্রিয়তার পেছনে কারণ হলো পাখি গুলোর কালার। গোল্ডেন ফিঞ্চ এর মধ্যে আপনি সাদা হলুদ গোল্ডেন সিলভার প্যাস্টেল খয়েরী লাল সহ সব ধরনের রং দেখতে পাবেন।

ফিঞ্চ পাখির দাম নিয়ে তৈরি করা এই কনটেন্ট টি অনেকে বিভিন্নভাবে সার্চ করে থাকে..
ফিঞ্চ পাখির দাম কত, জেব্রা ফিঞ্চ পাখির দাম, মুনিয়া পাখির দাম , স্টার ফিঞ্চ পাখির দাম, গোল্ডেন ফিঞ্চ পাখির দাম, Finch Bird Price In Bangladesh, Finch Bird Price In India ,
ফিঞ্চ পাখি পালন পদ্ধতি, বেঙ্গলি ফিঞ্চ পাখির দাম, জাভা ফিঞ্চ পাখির দাম কত,
ফিঞ্চ পাখির হাট‌‌, ভালো পাখি চেনার উপায়, golden finch price in bangladesh, golden finch bird price in India,
👉Copyright Issue:
If I use your footage which you make then the reason why i don't credit your Name is Actually I don't found you. Cause i Take the Footage From Google. So Thank You a Lot . Sent Me your Name I will Credit you.

Copyright Disclaimer :
Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for 'Fair Use' for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research, Fair use is a permitted by copyright statute that might otherwise be infringing, Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии

Информация по комментариям в разработке