Places to see in Purba Bardhaman | Amrargar | Maukhira | Valki Machan | Dwariyapur Dokra Village

Описание к видео Places to see in Purba Bardhaman | Amrargar | Maukhira | Valki Machan | Dwariyapur Dokra Village

#bardhaman #eastbardhaman #mankar #weekendtour

টেরাকোটা মন্দির , হেরিটেজ স্থাপত্য, অরণ্য আর লোকশিল্প দিয়ে সমৃদ্ধ বাংলার পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা। এই ভিডিওতে আমি এই দুই জেলার কিছু স্বল্পচেনা গন্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। এই গন্তব্যগুলো দিয়ে বর্ধমানের একটি ভালো ট্যুর সার্কিট হতে পারে। সেই হিসেবেই নিচের বিবরণ দেয়া থাকলো।

প্রথমদিন

হাওড়া থেকে সকাল সোয়া ছটার ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে চলে আসুন মানকর স্টেশন। ব্ল্যাক মানকর পৌঁছয় সকাল সাড়ে আটটায় । হোটেলে বলা থাকলে পিক আপ এর জন্যে গাড়ি আপনার জন্যে অপেক্ষা করবে। স্টেশনে নেমে ব্রেকফাস্ট করে , গাড়ি নিয়ে আগে আসুন অমরারগড়।

অমরারগড় পূর্ব বর্ধমানে অবস্থিত একটি গ্রাম। এই গ্রামে রয়েছে বাংলার কিছু প্রাচীন টেরাকোটা মন্দির। মন্দিরগুলো মূলত অমরারগড়ের মাঝেরপাড়া এবং পশ্চিমপাড়ায় অবস্থিত। মাঝেরপাড়ার মন্দির কমপ্লেক্স এই ভিডিওতে দেখতে পাবেন। অমরারগড় থেকে চলুন ভালকি মাচান। লাঞ্চের আগেই পৌঁছে যাবেন।
https://goo.gl/maps/j5WwV3gU2JavaCa28

ভালকি মাচান পূর্ব বর্ধমানের একটি জঙ্গল এলাকা। এই এলাকাতে রয়েছে একটি উঁচু টাওয়ারের ভগ্নাংশ। জনমতে এটি রাজাদের ব্যবহারের একটি মাচা যা শিকারের কাজে ব্যবহার করা হতো। আবার এটি ব্রিটিশ আমলের জিটিএস টাওয়ারও হতে পারে। গ্রামের নাম ভালকি আর তার মধ্যে মাচান , সেই থেকে নাম ভালকি মাচান। কলকাতার কাছে জঙ্গলের অনুভূতি পেতে এখানে আসতে পারেন ভালো লাগবে। প্রচুর পাখি দেখা যায় , হনুমান , শেয়াল এসব দেখতে পাওয়া যায়। এই জঙ্গলের হোটেল অরণ্যসুন্দরী হোটেলে চেক ইন করুন। লাঞ্চ করে রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন দ্বারিয়াপুর।
https://goo.gl/maps/2s8LLNWN25n6n8Gu7

দ্বারিয়াপুর ডোকরা গ্রামে প্রতিটি বাড়িতেই ডোকরার কাজ করেন শিল্পীরা। তৈরী হয় সুন্দর সুন্দর সব মূর্তি। দূর্গা , গণেশ, কৃষ্ণ ,হাতি, হরিণ , কচ্ছপ সব ধরণের মূর্তি পেতে পারেন। কিনে নিয়েও যেতে পারেন বাড়িতে। এই গ্রামে ঢুকতেই দেখতে পাবেন সরকারি আর্ট গ্যালারি। তার পাশেই গ্রামের লোকেরা পশরা সাজিয়ে বসে আছে। বাংলার এই লোকশিল্প আপনার মন জয় করে নিতে বাধ্য। ফেরার পথে ঘুরে নিতে পারেন যমুনাদিঘী।
https://goo.gl/maps/KATbmBABsTG3TXVv9

দ্বিতীয়দিন

সকালে চেক আউট করে চলুন কালিকাপুর। যাওয়ার পথে দেখে নিন গড়জঙ্গল। এই জঙ্গল আপনার দারুন লাগবে। ভিডিওতেও দেখতে পাবেন জঙ্গলের অপরূপ শোভা। এই পথে গাড়িতে যাওয়াই শ্রেয়। পুরোপুরি উপভোগ করতে পারবেন।

কালিকাপুর গ্রামে রয়েছে প্রাচীন রায় পরিবারের রাজবাড়ী। প্রচুর সিনেমার শ্যুটিং হয়েছে এখানে। রাজবাড়ীর দূর্গা মন্দির দেখুন আর তার পাশেই দেউল রীতির তৈরী জোড়া শিবমন্দির দেখুন। শিবমন্দিরগুলির গায়ের টেরাকোটার কাজ অনবদ্য।
https://goo.gl/maps/ughnyUziXTPsLicP6

কালিকাপুর গ্রামের পাশেই রয়েছে মৌখিরা গ্রাম। এই গ্রামে রয়েছে স্থানীয় রায় পরিবারের তৈরী মন্দির কমপ্লেক্স। আনুমানিক ১৮০১ সালে তৈরী এই কমপ্লেক্সের লক্ষী জনার্দন মন্দির। পঞ্চরত্ন এই মন্দিরের টেরাকোটার কাজ দেখার মতো। কৃষ্ণলীলা টেরাকোটার মাধ্যমে চিত্রিত রয়েছে। https://goo.gl/maps/qhe7JJ4fjUgUT6QL8


মৌখিরা থেকে অদূরে রয়েছে ইছাই ঘোষের দেউল। ১৮ মিটার উঁচু এই মন্দির ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত। মন্দিরের গর্ভে পূজিত হচ্ছেন দেবাদিদেব মহাদেব। উঁচু দেউলের গায়ে ইঁটের কিছু অলংকরণ রয়েছে যা আপনার নজর কাড়বেই। দেউল মন্দিরের চারপাশের এলাকা নিয়ে তৈরী দেউল পার্ক। সময় কাটানোর ভালো জায়গা। পিকনিকও করা যায়। বাচ্চাদের বেশ ভালো লাগবে।
https://goo.gl/maps/rGrGpT3oeMwxgrBs5

দেউল মন্দির থেকে কাঁচা রাস্তা ধরে চলে আসুন অজয় নদের তীরে। নদের জল অনেক কম , মূলত বালি কাটার ফলে। এই নদ বর্ধমান এবং বীরভূম জেলার সীমান্ত বরাবর বয়ে চলেছে। ট্যুর সমাপ্ত করে গাড়ি নিয়ে চলে আসুন পানাগড় স্টেশনে। সন্ধের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে ফিরে আসুন।

কীভাবে যাবেন : এই জায়গাগুলি দেখার সবচাইতে ভালো উপায় হলো মানকর স্টেশনে আসা। মানকর আসানসোল বর্ধমান লাইনের একটি স্টেশন। হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস , ময়ূরাক্ষী এক্সপ্রেস এই স্টেশনে থামে। মানকর স্টেশনে নেমে সহজেই চলে আসতে পারবেন অমরারগড় বা ভালকি মাচান। মানকর স্টেশন কে কেন্দ্র করে ঘুরে নিতে পারবেন অমরারগড়, ভালকি মাচান , দ্বারিয়াপুর ।

মানকর স্টেশনের পরের স্টেশন পানাগড়। মানকর গামী সব ট্রেনই এখানে থামে। পানাগড় স্টেশনে নেমে বোলপুরগামী বাসে চেপে আসুন ১১ মাইল। এখান থেকে ঘুরে নিতে পারবেন গড়জঙ্গল , কালিকাপুর , মৌখিরা এবং দেউল। নিজের গাড়ি নিয়েও আসতে পারেন , সেক্ষেত্রে গুগল ম্যাপ লোকেশনগুলো সাহায্য করবে।

কোথায় থাকবেন : এই সার্কিট কভার করতে গেলে থাকার সেরা ঠিকানা অরণ্য সুন্দরী ভালকি মাচান। স্বল্পখরচে একদিন থেকে ঘুরে নিতে পারেন সবকটি জায়গা। হোটেলের ফোন নাম্বার এবং ওয়েবসাইট নিচে দেয়া থাকলো বাকি সব ডিটেইলস সেখানে পেয়ে যাবেন। আগে থেকে হোটেলে বলা থাকলে তারা গাড়ি এরেঞ্জ করে দিতে পারবেন। পিক আপ এবং ড্রপ সার্ভিসও পাওয়া যাবে।
Phone - 9153420133. www.valkimachan.com

এছাড়াও রয়েছে আম্রপালি রিসোর্ট এবং বন নবগ্রাম বাউল আশ্রম। ডিটেইলস নিচে দেয়া থাকলো।
আম্রপালি রিসোর্ট (যমুনাদিঘী) - 033 23376470
বন নবগ্রাম বাউল আশ্রম - 8420106396

Комментарии

Информация по комментариям в разработке