All Over Printing (AOP) বিস্তারিত আলোচনা | এক সেমিনারে অল ওভার প্রিন্টিং এর সব খুটিনাটি || Part 06

Описание к видео All Over Printing (AOP) বিস্তারিত আলোচনা | এক সেমিনারে অল ওভার প্রিন্টিং এর সব খুটিনাটি || Part 06

AOPTB (All Over Printing Technologists of Bangladesh) কর্তৃক টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম-এ অল ওভার প্রিন্টিং (All Over Printing-AOP) এবং ডিজাইন ডেভেলপমেন্ট (Design Development) বিষয়ক ৬ দিন ব্যাপি (২/১১/২০২১ থেকে ০৯/১১/২০২১ পর্যন্ত) ওয়েবিনারের আয়োজন করা হয়।

উক্ত ওয়েবিনারে সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম এর সম্মানিত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আলী আজম রোকন, প্রধান অতিথি হিসেবে ছিলেন AOPTB এর প্রেসিডেন্ট এবং Unifill Tex BD এর জিএম জনাব ইঞ্জিনিয়ার এস.এম আব্দুল রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, চট্টগ্রাম-এর সহকারী অধ্যাপক জনাব ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান চৌধুরী রুবেল এবং পুরো ওয়েবিনারের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন অত্র কলেজের প্রভাষক জনাব ইঞ্জিনিয়ার ত্বরিকুল ইসলাম এবং জনাব ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম।

ওয়েবিনারের মূল বক্তা ছিলেন AOPTB এর জেনারেল সেক্রেটারি এবং Unifill Composite Dyeing Mills Ltd. এর Manager of CAD জনাব শাখাওয়াত হোসেন সোহেল।

উক্ত ওয়েবিনারে টেক্সটাইল প্রিন্টিংয়ের বেসিক মেথডের প্রায়োগিক দিক, পাশাপাশি প্রিন্টিংয়ের আধুনিক পদ্ধতি সম্পর্কে আলোকপাত করা হয়। এছাড়া ভিডিও ছবি শেয়ারিং এর মাধ্যমে শীক্ষার্থীদেরকে হাতে কলমে শিক্ষা দেয়ার মত করে পাঠদান করা হয়। একজন শীক্ষার্থীর জন্য AOP বিষয়ে স্বচ্ছ ধারণা পেতে এই ওয়েবিনার যথেষ্ট বলে আমরা বিশ্বাস করি।

ওয়েবিনারে মুল যেসব বিষয়ে আলোচনা হয়ঃ

- AOP(All Over Printing) সম্পর্কে ধারণা।

- AOP এর ৩ টি প্রিন্টিং পদ্ধতি Rotary Screen Printing, Flat Bed Screen Printing, Digital Printing সম্পর্কে বিশদ আলোচনা।

- Screen Preparation সম্বন্ধে সম্যক ধারণা।

- AOP এর ক্ষেত্রে যে ১০ টি বিষয় বায়ারদের কাছ থেকে জানা জরুরি – এ বিষয়ে আলোচনা।

- বিভিন্ন ধরনের প্রিন্টিং পেস্ট এবং আধুনিক প্রিন্টিং টেকনোলজি নিয়ে ধারণা।

- রোটারি স্ক্রিন এবং ফ্লাট বেড স্ক্রিন এর মধ্যে তুলনা।

- অল ওভর প্রিন্টিং এবং ডিজিটাল প্রিন্টিং এর মধ্যে তুলনা।

ওয়েবিনারের সমাপনীপর্বে প্রধান অতিথি সহ বিভিন্ন অভিজ্ঞ প্রিন্টিং প্রকৌশলীগণ এবং AOPTB সদস্যবৃন্দ তাদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা, প্রিন্টিংয়ের সূচনা, বর্তমানে দেশে প্রিন্টিংয়ের চাহিদা, ভবিষ্যতে প্রিন্টিং নিয়ে পরিকল্পনা শেয়ার করেন। সমাপনী দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনি গ্রুপের উপদেষ্টা ইঞ্জিনিয়ার শ্যামল চন্দ্র সাহা। এই সময় AOPTB এর সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ আরো উপস্তিত ছিলেন- AOPTB এর সহ সভাপতি এবং Sawftex Ltd. এর DGM জনাব আবুল বশর, AOPTB এর জয়েন্ট জেনারেল সেক্রেটারি এবং Lithie Group এর DGM জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাইদ কিরণ, AOPTB এর সোশ্যাল এন্ড ওয়েলফেয়ার সেক্রেটারি এবং Noman Group এর Production Officer জনাব ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম, AOPTB এর প্রেস এন্ড পাব্লিকেশন সেক্রেটারি এবং Divine Group Ltd. এর Marketing & Development (AOP) এর অফিসার ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিফাতুর রহমান মিয়াজি।

সবশেষে অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী আজম রোকন সমাপনী বক্তব্যের মাধ্যমে ওয়েবিনারের সমাপ্তি ঘোষণা করেন।


এই ভিডিওতে ষষ্ঠ পর্ব শেয়ার করা হল যেখানে ফ্ল্যাট স্ক্রিন প্রিন্টিং এর খুটিনাটি টেকনিক্যাল বিষয়গুলো আলোচনা করা হয়েছে।

Комментарии

Информация по комментариям в разработке