বাংলা ছন্দ, পর্ব - ২ (দলবৃত্ত, কলাবৃত্ত, মিশ্রবৃত্ত ছন্দের আলোচনা)

Описание к видео বাংলা ছন্দ, পর্ব - ২ (দলবৃত্ত, কলাবৃত্ত, মিশ্রবৃত্ত ছন্দের আলোচনা)

বাংলা ছন্দ মূলত তিন প্রকার। দলবৃত্ত, কলাবৃত্ত ও মিশ্রবৃত্ত ছন্দ। এছাড়াও এই তিনটি ছন্দ আরো বিভিন্ন নামে পরিচিত। ছন্দের অন্যান্য রূপভেদ থাকলেও প্রাথমিক স্তরে ছন্দ-পরিচিতির জন্য এই তিনটি ছন্দই সর্বাগ্রে আলোচ্য। আজকের পর্বে তাই আলোচিত হলো। বলাবাহুল্য এই আলোচনা কখনোই পূর্ণাঙ্গ আলোচনা নয়। বুঝবার সূত্র মাত্র। এবং ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই এই আলোচনা। ছাত্রছাত্রীদের উপকারে লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর আগামী দিনে এরকম আরো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এই চ্যানেল।

ছাত্রছাত্রীরা ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে পারো
  / onyopath  

Комментарии

Информация по комментариям в разработке