ভয়ংকর সুন্দর নাপিত্তাছড়া ট্রেইল | Napittachora Trail | 4k | Ep 8

Описание к видео ভয়ংকর সুন্দর নাপিত্তাছড়া ট্রেইল | Napittachora Trail | 4k | Ep 8

আজ এই পর্বে আপনারা দেখতে পাবেন নাপিত্তাছড়া ট্রেইল ভ্রমন। নাপিত্তাছড়া ট্রেইল জুড়ে রয়েছে মোট ৪ টি ঝর্না। প্রথমে পাবেন উজিল্লা ঝর্না। এর একটু উপরেই পাবেন কুপিকাটাকুম ঝর্না। এরপর বেশ কিছু কঠিন এবং রোমাঞ্চকর পথ পাড়ি দিলে পাবেন তিন রাস্তার মুখ। বাম দিকে চলে গেলে পাবেন বাগবিয়ানি ঝর্না আর সোজা চলে গেছে বান্দরকুম বা মিঠাছড়ি ঝর্না। আমি আগে তিন রাস্তার মুখ থেকে বামে বাগবিয়ানি ঝর্না দেখে এরপরে গিয়েছিলাম বান্দরখুম ঝর্না দেখতে। বান্দরখুম ঝর্না বা মিঠাছড়ি ঝর্নাকে আমরা অনেকে নাপিত্তাছড়া ঝর্না বলে থাকি। তবে মোটের উপর বলতে গেলে কোনটি আসলে কোনটির চেয়ে কম নয়। অসাধারান সুন্দর এবং রোমাঞ্চকর ট্রেইল ধরে ঝর্ণাগুলোতে পৌছাতে হয়।

সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জের নয়দুয়ারি বাজার এলাকা ধরে এই ট্রেইলের দিকে যাত্রা শুরু করতে হয়। মোটামুটি ৩/৪ ঘণ্টার ট্রেইল পারি দিলেই আপনারা দেখতে পাবেন একের পর এক রোমাঞ্চকর জায়গা এবং বিস্ময়কর ঝরনাগুলো। সম্পূর্ণ পর্বটি দেখার অনুরোধ রইলো। সবার প্রতি রইলো অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

-------------------------------------------------------------------------------------------------------------

My social media pages link -
facebook - /backpackersifat
instagram - /backpackersifat

-----------------------------------------------------------------------------



#napittachora_trail #নাপিত্তাছড়া_ট্রেইল #নাপিত্তাছড়া_ঝর্না

Комментарии

Информация по комментариям в разработке