জাতীয় শিক্ষাক্রম ২০১২ অনুসারে নবম-দশমে বিভাগ বিভাজন চালুর নির্দেশ
মাধ্যমিকের নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ পদ্ধতি আবারও চালু হচ্ছে। বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন শিক্ষাক্রম অনুযায়ী এ বছর থেকে নবম শ্রেণিতে বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা ইত্যাদি শাখা) বিভাজন তুলে দেওয়া হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রমের এ বিষয়সহ অনেক কিছু বাদ দিয়ে আবারও মাধ্যমিকে বিভাজন চালুর সিদ্ধান্ত নিয়েছে। ২০১২ সালের শিক্ষাক্রমের অনেক বিষয় ফিরিয়ে আনা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব শিক্ষার্থী আগামী বছর নবম শ্রেণিতে উঠবে, তারা পুরোনো শিক্ষাক্রম অনুযায়ী শাখা ও গুচ্ছভিত্তিক পরিমার্জিত পাঠ্যবই (২০২৩ শিক্ষাবর্ষে ব্যবহৃত) পাবে। তারা আগের মতো নবম ও দশম মিলিয়ে দুই শিক্ষাবর্ষে পাঠ্যসূচি শেষ করে ২০২৭ সালে এসএসসি ও সমমানের পরীক্ষা দেবে।
শিক্ষা মন্ত্রণালয় আজ রোববার পরিপত্র দিয়ে শিক্ষাক্রম, পাঠ্যপুস্তকসহ বিভিন্ন সিদ্ধান্তের কথা জানিয়েছে।
Relevent Fields:
নবম-দশমে বিভাগ বিভাজন চালু,
মাধ্যমিক বিভাগ বিভাজন,
বিভাগ বিভাজন মাধ্যমিক,
শিক্ষাক্রম পরিবর্তন,
মাধ্যমিক বিভাগ,
নতুন শিক্ষাক্রম,
শিক্ষাক্রম উন্নয়ন,
নতুন শিক্ষাক্রম সম্পূর্ণ,
বিভাগভিত্তিক শিক্ষা,
শিক্ষার্থী,
শিক্ষার মান,
২০২৫ শিক্ষাবর্ষ,
শিক্ষাবর্ষ ২০২৫,
২০২৫ নতুন বই,
অর্ধবার্ষিকী মূল্যায়ন,
মাধ্যমিক শিক্ষা,
বাংলাদেশের শিক্ষাব্যবস্থা,
মাধ্যমিক সিলেবাস পরিবর্তন,
নতুন বই মাধ্যমিক,
মাধ্যমিক পরীক্ষা পরিবর্তন,
শিক্ষাব্যবস্থা,
মাধ্যমিক শ্রেণি,
মাধ্যমিক পরীক্ষা,
মাধ্যমিক স্কুল,
স্কুল শিক্ষার্থী,
শিক্ষকদের ভূমিকা,
মাধ্যমিক বই,
মাধ্যমিক মূল্যায়ন, etc.
Информация по комментариям в разработке