Contact for Building Design
Engr.Md. Mostafa kamal miajee
Structural Design Engineer(Building)
B.Sc in Civil
Mob: 01717887686 / 01842887686
Email: [email protected]
Facebook Link
/ engineermostafabd
সয়েল টেস্ট ও টেস্ট রিপোর্ট সম্পর্কিত কিছু আইডিয়া সয়েল টেস্ট রিপোর্ট হাতে আসলে অনেকে Recommendations এ যা লেখা থাকে তা নিয়ে চিন্তায় পড়ে যান। মনে করেন সেটাই শেষ কথা। আসলে সেটা শেষ কথা তো নয়ই বরং কোন কথার পর্যায়েই পড়ে না। রিপোর্ট মানে হচ্ছে Information. এখন Information অনুযায়ী Foundation কী হবে তা ঠিক করবেন একজন Geo technical Engineer...
সয়েল টেস্ট রিপোর্ট সম্পর্কিত কিছু আইডিয়া
#SPT__N Value
খুব সহজেই Soil Test এর N ভ্যালু দেখে জেনে নিন মাটির অবস্থা....
✅ N value 2 বা এর কম হলে Very Soft মাটি বুঝতে হবে , যার ভার বহন ক্ষমতা প্রতি বর্গমিটারে মাত্র 2 টন।
✅ N value 2-5 হলে Soft মাটি, ভারবহন ক্ষমতা 2-5 Ton/ Sqm.
✅ N value 5-9 হলে Medium মাটি, ভারবহন ক্ষমতা 5-10 T/ Sqm
✅ N value 9-17 হলে Stiff বা শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 10-20T/ Sqm
✅ N value 17-33, Very Stiff বা খুবই শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 20-40 T/ Sqm
✅ N value 33 এর উপরে হলে Hard বা খুবই কঠিন মাটি বুঝতে হবে, যার ভার বহন ক্ষমতা বর্গমিটার 40 Ton এর উপরে #Reff.......BNBC, Soil & Foundation
⏪ কতটুকু জমির জন্য কতটি বোরহোল করতে হবে❓
✅ ৩ কাঠা পর্যন্ত জমির জন্য ৩ টি।
✅ ৩-৫ কাঠার জন্য ৫টি।
✅ ৫-১০ কাঠার জন্য ৮ টি বোরহোল প্রযোজ্য। #Reff..BUET, TESTING OF MATERIALS AND SERVICES
⏪ Soil Test কি❓
সয়েল টেস্ট’ এর বাংলা অর্থ হলো মাটি পরীক্ষা, তবে ইঞ্জিনিয়ারিং ভাষায় স্থাপনা বা বিল্ডিং এর ভূনিন্মস্থ মাটির পরীক্ষা করাকে ‘সয়েল টেস্ট’ বা ‘সাব-সয়েল ইনভেস্টিগেশন’ বলে।
Soil Test কেন করা হয়❓
ভূমি নিম্নস্থ মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা নিরুপণের জন্য সয়েল টেস্ট করা হয়। মনে রাখবেন যে কোন ধরনের স্থাপনা যেমন, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, হাসপাতাল, শপিং কমপ্লেক্স, ব্রিজ-কালভার্ট, সড়ক-মহাসড়ক, রেললাইন, এয়ারপোর্ট, পাওয়ার প্লান্ট ইত্যাদি ডিজাইনের জন্য সয়েল টেস্ট অপরিহার্য। তবে আমাদের দেশের মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা বর্গমিটারে ৯-১০ টন থাকে বলে সাধারনত Light Structure এর জন্য সয়েল টেস্ট রেফার করেন না, এই হালকা ভবনগুলোর ফাউন্ডেশনে এর থেকে বেশি লোড আসে না। তবে অবশ্যই তিন তলার অধিক ভবনের জন্য সয়েল টেস্ট জরুরী। সয়েলটেস্ট ছাড়া ডিজাইন করা আর ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ঔষধ খাওয়া একই কথা। সয়েল টেস্ট ছাড়া ভূনিন্মস্থ মাটির বৈশিষ্ট্য জানা কারও পক্ষে সম্ভব নয়, একমাত্র সয়েল টেস্ট রিপোর্ট দেখেই একজন প্রকৌশলীর পক্ষে বলা সম্ভব। যেমনঃ পাইলিং। সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী ফাউন্ডেশন ডিজাইন করা হয়ে থাকে। এছাড়াও এস.পি.টি., সয়েল টাইপ, স্ট্রাটিফিকেশন, বিভিন্ন টেস্টের রেজাল্ট সয়েল টেস্টের রিপোর্টে অন্তর্ভুক্ত থাকে। সয়েল টেস্ট না করলে ফাউন্ডেশন ডিজাইন মুলত অসম্ভব। সঠিক ফাউন্ডেশন ডিজাইন না থাকলে যেকোন স্থাপনা সেটেল্ট করা বা দেবে যাবার সম্ভাবনা থাকে যা পরবর্তিতে ক্র্যাক সৃষ্টি করে স্থাপনার জন্য হুমকিস্বরূপ হয়ে দাড়াতে পারে।
আমি স্থপতি মোঃ মোস্তফা কামাল মিয়াজী ,পরিচিত সবাই মোস্তফা নামে চিনে , স্থাপত্য পেশা নিয়ে সধারন মানুষের নানা প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা, স্থাপত্য নিয়ে ভুল ধারনা ভেঙ্গে সঠিক পথ দেখানো, এছাড়া নানা স্থাপত্য বিষয়ক টিপস ও ট্রিক্স অথবা কাজের ফাকে ঘুরেবেড়ানো বা জীবন মুখি জিনিস নিয়ে ভিডিও পাবেন এই চ্যানেলে । আমার ভিডিও নির্মাণ সম্পূর্ণ শখের বশে অবসরের কাজ। ভিডিও গুলা ধারন ও নিজ হাতেই করি। তাই ভিডিও ধারনের ক্ষেত্রে আমি আমার স্মার্ট ফোনের ক্যামেরা ব্যাবহার করি।ছবির চাইতে কন্টেন এর বিষয় গত মান আমার কাছে বেশি মূল্যবান । আমার আসল উদ্দেশ আপনাদের সাথে বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করা। ভিডিও গুলা আপনাদের কাজ আর আমার বিনোদনের উদ্দেশেই তৈরি করা । আমার শখের এই কাজ আপনাদের উপকার বা আনন্দ দিলে এইটা আমার একটা অতিরিক্ত পাওয়া।
Soil Test ll Standard Penetration Test The standard penetration test (SPT) is an in-situ dynamic penetration test designed to provide information on the geotechnical engineering properties of soil. This test is the most frequently used subsurface exploration drilling test performed worldwide.
Standard Penetration Test,civil engineering (field of study),soil,soil test,structural engineering (industry),soil test bangla building,soil test process,what is soil test,soil test bangla,how to soil test before make a building,soil test report,soil test cost,sub soil investigation,foundation,soil mechanics,foundation engineering,standard cone penetration,standard cone penetration test,spt,split barrel,thick hollow tube,penetration,How to do soil test,Soil test,soil,standard penetration test,soil sample collect,How to collect soil sample,penetration test,soil collect,soil sample,wash boring,কিভাবে মাটি পরীক্ষা করা হয়,মাটি পরীক্ষা,সয়েল টেস্ট,বিল্ডিং নির্মাণ,বাড়ি তৈরি,N Value,home,house,civil technology,civil engineering,soil test Bangla,spt,soil test,soil testing for construction,সয়েল টেস্ট কিভাবে করা হয়,soil test for building foundation,soil test report analysis bangla,piling,spt test for soil,soil testing,soil investigation,soil test cost in Bangladesh,foundation construction,spt test,সয়েল টেস্ট খরচ,সয়েল টেস্ট রিপোর্ট,Subsoil Investigation,soil test report bangla,Foundation,soil test in bangladesh,soil testing methods,soil analysis project,piling work in construction,pile cap casting,
Информация по комментариям в разработке