Positive Negative and Non-negative Number | ধনাত্মক,ঋনাত্মক এবং অঋনাত্মক সংখ্যা চেনার উপায়

Описание к видео Positive Negative and Non-negative Number | ধনাত্মক,ঋনাত্মক এবং অঋনাত্মক সংখ্যা চেনার উপায়

ধনাত্মক,ঋনাত্মক এবং অঋনাত্মক সংখ্যা চেনার উপায় কী ?
চিহ্ন অনুসারে বাস্তব সংখ্যা তিন প্রকার-

১। ধনাত্নক ( শূন্যের চেয়ে বড় সংখ্যাকে বলে ধণাত্মক সংখ্যা । যেমন: ১, ২, ১০০ ইত্যাদি)।
২। শূন্য
৩। ঋণাত্নক ( শূন্যের চেয়ে ছোট সংখ্যাকে বলে ঋণাত্মক সংখ্যা।যেমন: –১, –২, –১০০ ইত্যাদি)।

তার মানে শূন্য ধনাত্নকও না, ঋণাত্নকও না। শূন্য ধনাত্মক বা ঋণাত্মক কোনো সংখ্যার মধ্যেই পড়ে না। তবে ধনাত্মক সংখ্যার সাথে শূন্যের কিছু বৈশিষ্ট্যের মিল রয়েছে যেমন: কোনো ধনাত্মক পূর্ণসংখ্যা x হলে তার পরমমান = |x| = x, অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি যা শূন্যের ক্ষেত্রেও প্রযোজ্য। অপরদিকে ঋণাত্মক পূর্ণসংখ্যা x হলে তার পরমমান = -x.

একারণে শূন্যকে অঋণাত্মক সংখ্যা বলা হয়।

তাহলে আমরা ধনাত্মক,ঋনাত্মক এবং অঋনাত্মক সংখ্যা চেনার উপায় জেনে গেলাম।


ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা
ধনাত্মক মানে কি
ঋণাত্মক মানে কি
অঋণাত্মক মানে কি
ধনাত্মক পূর্ণ সংখ্যা কি কি
সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণসংখ্যা কি
0 কি ধনাত্মক সংখ্যা
ঋণাত্মক রাশি কাকে বলে
সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা কোনটি
Positive Number
Negative Number
Non-negative Number

#positivenumbers #negativenumbers #NonnegativeNumbers #mathtricks

Комментарии

Информация по комментариям в разработке