@গল্পকথায় সোমা @golpokothay_soma
#পরচর্চা-১১ (উপন্যাসঃ সোমা ভৌমিক), উপস্থাপনায় @golpokothay_soma , পাঠ ও সম্পাদনাঃ সোমা বোস
#porochorcha, #পরচর্চা, #audiobook ,#bangla_audio_story ,#bengali_audio_story ,#bengali_audiobook ,#galpa_katha ,#galpo_Anikulapo,,#আমাদের_গল্পকথা,#সামাজিক #সমাজসেবা_যাত্রা_পালা #গল্প_কাহিনী,#গল্পকথা , #গল্প_কথা_ও_কাহিনী,গল্প কথা গান,গল্প কথা চ্যানেল,গল্প কথা দুই বোন,গল্প কথা নাটক,গল্প কথা বাস্তবতা,গল্প কথার কল্পলোকে,গল্প কথার গল্প,গল্প কথার মাঝে, #গল্প_পাঠ, #গল্পকথা, #রুপকথার_গল্প, #রুপকথার_গল্প_২০২৩, #পরনিন্দা , #পরনিন্দা_পরচর্চা
#পরচর্চা কেবলমাত্র সাধারণ একটি উপন্যাস নয়। কিছু টুকরো টুকরো মূহুর্ত, কিছু হার না মানা স্বপ্নের প্রতিশ্রুতি দিয়ে গাঁথা মালা। বিভিন্ন চরিত্রকে মরমী মনে অন্তর্দৃষ্টি দিয়ে বড়ো যত্নে নিজের অভিজ্ঞতার সুতো দিয়ে সুচারুভাবে বোনা। নিত্যদিনের লোকাল ট্রেনে কলেজে যাওয়া আসার পথে মনীষা আর তাঁর জীবনের নানা ঘাত প্রতিঘাতের গল্প। এমনই একদিন মনীষা খুঁজে পায় বাবু আর মনাকে। মণি আন্টির সান্নিধ্যে এবং উদ্যোগে তাদের জীবনের মানে সম্পূর্ণ পালটে যায়। লেকগার্ডেন্সের ফ্ল্যাটের আঙ্কেল-আন্টি, তাদের বিদেশে কর্মরত একমাত্র ছেলে দেবাদৃত এবং তাঁর জার্মান বাান্ধবী (রবীন্দ্রনাথ ঠাকুরের অন্ধ প্রেমিকা) গ্রেসলীন, জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ওঠা কাজের দিদি অঞ্জলি আর তাঁর একমাত্র মেয়ে মিলিকে মানুষের মতো মানুষ করারা জীবনযুদ্ধ, একমাত্র ছেলে মামুনকে হারিয়ে স্বামীর কাছে নিজের সম্মান রক্ষা ও ভালোবাসার টানাপোড়েনে আটকে থাকাস্কুলের হেডমিস্ট্রেস মলি মজুমদার, সাদাসিদধে অসীম ও সদাপিসী, মধ্যবিত্ত সংসারের গৃহকর্তা নলহাটির প্রাক্তন স্কুল মাস্টার মনীষার বাবা, অথবা কলেজে কলিগ মনীষার প্রেমে হাবুডুবু খাওয়া ডক্টর শান্তনু। আর সবকিছুর মধ্যে উল্লেখযোগ্য আশার আলো "পদাতিক" আর তাঁর সদস্যরা। সবকটি চরিত্রই বাস্তব এবং ভীষণভাবে চেনা, সবসময়ই আমাদের চারপাশে দেখি আমরা। হ্যাঁ, স্থান কাল পাত্র হয়তো বদলে যায়, কিন্তু মোটের ওপর ঘটনাগুলো আমাদের সবার জীবনে খুব চেনা। সামাজিক প্রেক্ষাপটে লেখা "পরচর্চা"। গল্পটির ভাষা এবং পটভূমি দুটিই অন্যান্য উপন্যাসের থেকে অনেক আলাদা।
@golpokothay_soma সম্পূর্ণ একক উদ্যোগে, একক প্রচেষ্টায় বাংলা গল্প ও উপন্যাসের সম্ভার নিয়ে এসেছি সকলের জন্যে। সাথে থাকছে ভ্রমণের সামান্য কিছু গল্পও।
বাংলায় গল্প শুনতে ইচ্ছুক শ্রোতাদের কাছে অনুরোধ, ভুলত্রুটিগুলি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, পরামর্শ দেবেন এবং আমার চ্যানেলের সমস্ত গল্পগুলি শুনবেন। জানাবেন গল্পগুলি কেমন লাগছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন।
কথা দিচ্ছি আগামীতে ভুলত্রুটিগুলি সংশোধনের মাধ্যমে আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসবো আপনাদের মন জয় করতে।
Информация по комментариям в разработке