মৃতকে প্রাণদান করেছিলেন বামাক্ষ্যাপা - এই কলকাতার বুকেই |এক অত্যাশ্চর্য ঘটনা | Bamakhepa |Tarapith

Описание к видео মৃতকে প্রাণদান করেছিলেন বামাক্ষ্যাপা - এই কলকাতার বুকেই |এক অত্যাশ্চর্য ঘটনা | Bamakhepa |Tarapith

শিবাবতার শ্রীশ্রী বামদেব (বামাক্ষ্যাপা ) বাবার অলৌকিক লীলার নানান কাহিনি নিয়ে অনেক লেখকই গ্রন্থ রচনা করেছেন। কিন্তু সেগুলোর মধ্যে মাত্র দু'চারটিকেই প্রামাণ্য বলে গন্য করা হয়। বিখ্যাত পরিব্রাজক ও সাধক প্রমোদ কুমার চট্টোপাধ্যায় বামদেবের দিব্য সান্নিধ্য লাভ করেছিলেন এবং সেই ঘটনার বিবরন তিনি লিপিবদ্ধ করে গিয়েছেন তাঁর লেখা " তন্ত্রাভিলাষীর সাধুসঙ্গ " গ্রন্থে। এছাড়া এই গ্রন্থে  তিনি তাঁর চাক্ষুষ করা ও প্রত্যক্ষ অভিজ্ঞতালব্ধ নানান  ঘটনার বিবরন তুলে ধরেছেন, যা সত্যই দুর্লভ। এই গ্রন্থেরই " অনাথের বন্ধুলাভ " অধ্যায়ে বর্নিত হয়েছে বামদেব কর্তৃক সোমনাথের প্রানলাভের ঘটনাটি। তাই এই ঘটনাটির সত্যতা নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই।

আর মহারাজা যতীন্দ্র মোহন ঠাকুরের  দত্তক পুত্র প্রদ্যোৎ এর আরোগ্য লাভের ঘটনাটির সত্যতার প্রমান আজও খুঁজে পাওয়া যাবে তাঁদেরই বংশধরদের মধ্যে। এছাড়া লেখক বিপুল কুমার গঙ্গোপাধ্যায় এই ঘটনার বিবরন সুন্দরভাবে তুলে ধরেছেন তাঁর " মহাপীঠ তারাপীঠ " গ্রন্থে।
আমরা এই দুই প্রামান্য গ্রন্থ থেকে তথ্য সংগ্রহ করেছি।তাই আমরা মনে করি আমাদের এই  ভিডিওর মধ্যে আমারা যা পরিবেশন করেছি, তা অবশ্যই বিশ্বাসযোগ্য।

আপনারা যদি ভিডিওটি পছন্দ করেন, তাহলে যেমন আমাদের প্রচেষ্টা সার্থক হবে, তেমনই আবার  নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার উৎসাহ ও সাহস পাব।

তাই ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন- এই অনুরোধ রইল। নমষ্কার।

Creator: Swapan Hazra
Background Music Courtesy: Ustad Amjad Ali Khan | Raag Desh

Комментарии

Информация по комментариям в разработке