• How to rectify a deed or contract? কিভাবে ... আদালত ছাড়াই কিভাবে দলিল সংশোধন করবেন?
• হেবা পার্ট- 2। হেবা দলিল কত প্রকার? হেবা দ... হেবা দলিল বাতিলের উপায়
• Process of Khola Talaq in Islam. বাংলাদেশে... কিভাবে তালাক দিলে দেনমোহরের টাকা দিতে হয় না?
amendment, rectification, deed, agreement, contract, mistake, error, wrong, dag, khatian, mowja, name and address, amount of land, rectification of mortgage deed, rectification of sale deed, rectification of lease deed, amendment of deed of contract for sale, amendment of heba deed, rectification of deed by mutual consent, clerical mistake, bonafide mistake, suit for rectification of deed, rectification of deed by Court. Supplementary deed, ভ্রমসংশোধন দলিল, সম্পূরক দলিল, দলিলে করণিক ভুল, দলিলে সদবিশ্বাসে ভুল, দলিলে দাগ খতিয়ান ও মৌজা ভুল, দলিলে ভুল সংশোধন, দলিলে দাতা ভুল, গ্রহীতা ভুল, নাম-ঠিকানা ভুল, জমির পরিমান ও শ্রেণী ভুল, দলিলে ভুলের সমাধান, দলিল সংশোধনের পদ্ধতি কি, দলিল সংশোধনের তামাদি কত দিন, কে দলিল সংশোধন করতে পারে, কখন দলিল সং শোধন করা যায় না,ভুল সংশোধ দলিলের খরচ, দলিল সংশোধন মামলা, দলিল সংশোধন মামালা কোর্ট ফি, দলিললের চৌহদ্দি ভুল হলে করণীয়, দলিলের ভুল সংশোধন, ভুল সংশোধনী দলিল, ঘোষণামূলক দলিল, জমির দাগ নম্বর ভুল হলে করণীয়, ভুল সংশোধন দলিলের খরচ, দলিল সংশোধনের তামাদি, দলিল সংশোধন করার নিয়ম, দলিল বাতিলের মামলা, ঘোষণামূলক দলিল কি, দলিলে দাগ ভুল হলে করণীয়, এডভালোরেম কোর্ট ফি, ভ্রম সংশোধন দলিল ফরমেট, দলিল সংশোধন মামলায় রায় পাওয়ার সহজ উপায়,
Whiteside Vs. Whiteside(1950)Ch 65-মামলায় দলিল সংশোধনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনার কথা বলা হয়েছে বা কোন কোন কারণে দলিল সংশোধন করা যায়?
(১) দলিলটি ভুলক্রমে লিখিত হয়েছে কিনা।
(২) দলিলের একপক্ষ অপরপক্ষের প্রতি প্রতারণা করেছে কিনা।
(৩) দলিল সংশোধনের বিরুদ্ধে কোন সুস্পষ্ট সাক্ষ্য আছে কিনা।
(৪) দলিল সংশোধনের মামলায় বিকল্প প্রতিকারমূলক ব্যবস্থার উল্লেখ আছে কিনা।
(৫) দলিলের বক্তব্য দলিলের মূল উদ্দেশ্যকে ব্যহত করেছে কিনা।
কখন দলিল সংশোধন করা যায় না
(১) যখন তৃতীয় ব্যক্তি সরল বিশ্বাসে পর্যাপ্ত মূল্য পরিশোধের মাধ্যমে জমি ক্রয় করেন তখন দলিল সংশোধন করা যায় না। উদাহরণ- রহিম 1082 দাগের সম্পত্তি রহিমের নিকট বিক্রি করেন। কিন্তু রহিম দলিল লেখকের সাথে যোগসাজশ করে করিমের 1083 দাগের সম্পত্তিটিও দলিলে অন্তর্ভুক্ত করে নেয়। পরবর্তী সময়ে রহিম 1083 দাগের সম্পত্তিটি আব্দুলের নিকট বিক্রি করে। আব্দুল সরল বিশ্বাসে জমিটি ক্রয় করে। এক্ষেত্রে করিম 1082 দাগের সম্পত্তির জন্য দলিল সংশোধনের প্রতিকার পাবে না। কারণ আব্দুল সরল বিশ্বাসে জমিটি ক্রয় করেছে। তবে এখানে কমরম 1083 দাগের সম্পত্তির জন্য বিউটি আক্তারের কাছ থেকে ক্ষতিপূরণ পাবে।
(২) পক্ষগণের পারস্পরিক ভুল না হয়ে যদি একপক্ষের ভুল হয় তাহলেও দলিল সংশোধন করা যাবে না।
(৩) আইনগত ভুলের কারণে দলিলে ভুল হলে সেই দলিল সংশোধন করা যাবে না।
(৪) বাদী ইচ্ছাকৃতভাবে কোন শর্ত সংযোজন বা বিয়োজন করলে আদালত কখনো দলিল সংশোধনের ডিক্রী প্রদান করবেন না।
Информация по комментариям в разработке