Ami jara bashi valo, tora bolis kalo আমি যারে বাসিভালো তোরা বলিস কালো।

Описание к видео Ami jara bashi valo, tora bolis kalo আমি যারে বাসিভালো তোরা বলিস কালো।

আমি যারে বাসি ভালো তোরা বলিস কালো গানটি চন্দনা মজুমদার গত ২১/০৩/২০১৬ ইং তারিখে রাজু ভাস্কর্জের পাদদেশে একটি ওপেন কনর্সার্ট এ গেয়েছেন।

চন্দনা মজুমদার মূলত লালন-সংগীত এর শিল্পী।
কুষ্টিয়ার গড়াই নদীর পাড়ে তাঁর জন্ম।
বাবা নির্মলচন্দ্র মজুমদার লালনগীতির শিল্পী হলেও তিনি চেয়েছিলেন নজরুলগীতি করুক চন্দনা।
কিন্তু কুষ্টিয়া, পারিবারিক পরিবেশ আর ফরিদা পারভীনের গান তাঁকে নিয়ে আসে লালনের সুরে।
লালনের বাইরে রাধারমণ, হাসনরাজা, শাহ্‌ আবদুল করিম আরও বিভিন্ন গীতিকবির গান করেন তিনি।
এছাড়া কিছু চলচ্চিত্রেও গান গেয়েছেন চন্দনা মজুমদার ।
এর মাঝে ‘মনপুরা’ চলচ্চিত্রের একটি গান অনেক পরিচিতি পায় এবং তাঁকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

আমাদের ফেসবুক পেজটি লাইক করুনঃ   / folkfaoundation  


চন্দনা মজুমদারের আরো কিছু জনপ্রিয় গানঃ
যাও পাখি বল তারে||    • Jaw pakhi bolo tara- যাও পাখি বল তারে...  

সোনা বন্ধু ভুইলো না আমারেঃ    • সোনা বন্ধু ভুইলো না আমারে Sona Bondhu...  

প্রেম রসিকা হবো কেমনেঃ    • প্রেম রসিকা হবো কেমনে- চন্দনা মজুমদার...  

Комментарии

Информация по комментариям в разработке