গরীবের হক মেরে খাওয়া চোরেরা কী এই কথাগুলো শুনেনা? মাহমুদ আল হাসানাত (হাফিঃ)। Mahmoud Hasanat Bangla.

Описание к видео গরীবের হক মেরে খাওয়া চোরেরা কী এই কথাগুলো শুনেনা? মাহমুদ আল হাসানাত (হাফিঃ)। Mahmoud Hasanat Bangla.

শায়খ মাহমুদ তার অনলবর্ষী জ্বালাময়ী খোতবার কারণে আরববিশ্ব জুড়ে বেশ প্রসিদ্ধ। ফিলিস্তিনি এই শায়খ নিজেকে 'খতীবুল ফুক্বারা' হিসেবে পরিচয় দেন। তার একটি অসাধারণ যোগ্যতা হলো তিনি সাধারণ বিষয়কেও তার বাকশক্তির মাধ্যমে অসাধারণ করে তুলতে পারেন।

এই সময়টাতে জালিম বুর্জোয়াদের একচ্ছত্র ভোগে গরীব আরও বেশী নিষ্পেষিত হচ্ছে। দিনদিন তাদের শোষণ যেন আরও বৃদ্ধি পাচ্ছে। সে বিষয়ে একটি হাদীস নিয়ে সামান্য আলোচনা করেছেন শায়খ মাহমুদ।

-
এক রাতে রাসুল (স.) ক্ষুধার তাড়নায় অতিষ্ঠ হয়ে ঘর থেকে বের হয়ে এলেন। তিনি ঘরে খাওয়ার মতো কিছু খুঁজে পাননি। তিনি এমন কোন ঘর খুঁজছিলেন যারা তাকে খাওয়াবে। সে সময় তিনি আবু বকর (রাঃ) কে দেখতে পেলেন।
বললেন: আবু বকর! এই গভীর রাতে বেরিয়ে পড়লে যে?
জবাব দিলেন: ইয়া রাসুলুল্লাহ! ক্ষুধার তাড়নায় অতিষ্ঠ হয়ে ঘর থেকে বের হয়ে পড়েছি। রাসুল বললেন: আবু বকর! তুমিও? ক্ষুধার কারণেই বের হয়েছ?
রাসুল (স.) ও আবু বকর গভীর এই রাতে হাটতে শুরু করলো। মানুষজন তখন ঘুমন্ত। উভয়েই এমন ঘর খুঁজছে যারা তাদের খাওয়াবে। এবার তারা রাস্তায় সাক্ষাৎ পেল উমরের।
রাসুল বললেন: উমর! এই গভীর রাতে বেরিয়ে পড়লে যে?
উমর জবাব দিলেন: ওয়াল্লাহি! একমাত্র ক্ষুধার তাড়নায় অতিষ্ঠ হয়ে ঘর থেকে বের হয়ে পড়েছি।
এবার রাসুল, আবু বকর ও উমর গভীর এই রাতে হাটতে শুরু করলো। তারা সকলেই ঘরে কিছু না পেয়ে ক্ষুধার তাড়নায় পথে বেরিয়েছে।
রাসুল আনসারের এক লোকের ঘরে এসে দরজায় কড়া নাড়লেন। লোকটি বেরিয়ে এসে বললো: আল্লাহর রাসুলকে স্বাগতম। মারহাবান! আবু বকর, উমর। সে তাদেরকে বসিয়ে ঠাণ্ডা পানি আনলো। আর তা রাসুলের সামনে পেশ করলো। তারপর একটি ছাগল যবেহ করে মেহমানদের সামনে পেশ করলো। এরপর রাসুল তৃপ্তিভরে খেলেন। আবু বকর তৃপ্তির সাথে খেলেন। উমরও তৃপ্তিভরে খেলেন। খাবার শেষে রাসুল (স.) ঠাণ্ডা পানি ও যবেহকৃত ছাগলটির দিকে তাকালেন। তারপর তাকালেন আবু বকর ও উমরের দিকে। বললেন: ওয়াল্লাহি! সেদিন নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আবু বকর ও উমর তো ক্ষুধায় বেরিয়েছিলেন, শুধু তো ঠাণ্ডা পানি পান করেছিলেন। অথচ তাদেরকেই রাসুল বলছেন: ওয়াল্লাহি! সেদিন এই নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে।
এই কথাগুলো কী আমাদের দেশের চোরদের কানে পৌঁছেনা? যারা নিজেদের উদর ভর্তি করে আর ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধার্তরা ছটফট করে। বিত্তবানেরা কী এই কথাগুলো শুনেনা? সে সমস্ত ধনীদের কানে কী পৌছেনা যারা বিন্দুমাত্র গরীবের আর্তনাদ শুনেনা। এগুলো কি আমাদের রাষ্ট্রপ্রধান, শাসক ও মন্ত্রীরা জানেনা? যাদের সামনে খাবার পরিবেশন করা হয় যার শুরু শেষ দেখা যায়না। ফকীরেরা আজও আবর্জনার স্তুপ থেকে খায়। সামান্য ঠাণ্ডা পানি খেয়েই রাসুল বলে উঠেছিলেন: ওয়াল্লাহি! সেদিন নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আর আমাদের দেশের সম্পদগুলো পশ্চিমেই শুধু বিনিয়োগ হয়। আমরা তো শুধু এতটুকুই বলি: কোথায় আপনি হে আল্লাহ রাসুল!

Комментарии

Информация по комментариям в разработке