মমতাজ মহলের যন্ত্রণাদায়ক মৃত্যু। শাহজাহানের স্ত্রী মমতাজ মহল। তাজমহল।

Описание к видео মমতাজ মহলের যন্ত্রণাদায়ক মৃত্যু। শাহজাহানের স্ত্রী মমতাজ মহল। তাজমহল।

মমতাজ মহল যিনি ছিলেন মোঘল যুগের ভারত বর্ষ তথা বিশ্বের সবচেয়ে ধনীতম মহিলা। সম্রাট শাহজাহানের পত্নী মমতাজ মহল সেই সময়ে পৃথিবীর সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা ভোগ করতেন। তিনি খুবই ভোগ বিলাস পূর্ণ জীবন যাপন করতেন। এক অতি সাধারণ মধ্যবিত্ত ঘরের কন্যা আরজুমান্দ বানু বেগম থেকে বিশ্বের সবচেয়ে সেরা অভিজাত পূর্ণ বংশ তথা মোগল সম্রাট শাহজাহানের স্ত্রী হয়ে ওঠার বাস্তব কাহিনী যা বর্তমানে বিভিন্ন সামাজিক চলচ্চিত্রের কাহিনী কে হার মানাতে বাধ্য।
আরজুমান্দ বানু বেগম, সম্রাট শাহজাহানের সঙ্গে বিবাহের পর যার নাম হয়েছিল মমতাজ বেগম। মমতাজ বেগম ছাড়াও সম্রাট শাহজাহানের আরও ছয়জন স্ত্রী ছিলেন। কিন্তু মমতাজ মহল ছিলেন সম্রাট শাহজাহানের একান্ত আপন। বিবাহের পর সম্রাট শাহজাহান কখনোই মমতাজ মহল কে কাছ ছাড়া করতেন না। তিনি যেখানে যাবেন সঙ্গে করে তার প্রিয়তম কে নিয়ে যেতেন। শাহজাহানের সঙ্গে মমতাজের বিবাহের পরবর্তীকালে মাত্র 19 বছর বিবাহিত জীবনে তিনি 14 জন সন্তানের জননী হয়েছিলেন। একবার সম্রাট শাহজাহান দাক্ষিণাত্য বিজয়ে বের হলে তিনি সঙ্গে করে মমতাজকে নিয়ে যান। কিন্তু সেই সময় মমতাজ মহল ছিলেন আসন্ন সন্তানসম্ভবা। সুদীর্ঘ 800 মাইলেরও বেশি পথ অতিক্রম করে যখন তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছান। ঠিক তখন এত লম্বা পথের যাত্রা শেষে অক্লান্ত পরিশ্রমে মমতাজ মহল খুবই অসুস্থ হয়ে পড়েন। সেই সঙ্গে অসময়ে গর্ভপাত এর ফলে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মমতাজ মহল মৃত্যুবরণ করেন।

Комментарии

Информация по комментариям в разработке