এসো হে অপারের কাণ্ডারি । ফকির লালন শাহ । মোকাররম ফকির । দিব্যধাম আখড়াবাড়ি সাধুসঙ্গ । কুষ্টিয়া

Описание к видео এসো হে অপারের কাণ্ডারি । ফকির লালন শাহ । মোকাররম ফকির । দিব্যধাম আখড়াবাড়ি সাধুসঙ্গ । কুষ্টিয়া

এসো হে অপারের কাণ্ডারি।
পড়েছি অকূল পাথারে
দাও এসে চরণতরী।।

প্রাপ্ত পথ ভুলে হে এবার
ভবরোগে ভুগবো কত আর।
তুমি নিজগুনে শ্রীচরণ দাও
তবে কূল পেতে পারি।।

ছিলাম কোথায় এলাম হেথায়
আবার আমি যাই যেন কোথায়।
তুমি মনোরথের সারথি হয়ে
স্বদেশে লও মনেরই।।

পতিত পাবন নাম তোমার গো সাঁই
পাপী তাপী তাইতে দেয় দোহাই।
ফকির লালন ভনে তোমা বিনে
ভরসা কারে করি।।

Комментарии

Информация по комментариям в разработке