এতিহাসিক মুসা খান মসজিদ।
মুসা খানের মসজিদ বা মুসা খাঁর মসজিদ বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত ছায়া সুনিবিড়, মোগল স্থাপত্যের অনুকরণে নির্মিত মসজিদ। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এর শহীদুল্লাহ হল ছাত্রাবাসের নিকটে ও কার্জন হলের পিছনে অবস্থিত। ধারণা করা হয় যে, এই মসজিদটি ঈসা খাঁর পুত্র মুসা খান নির্মাণ করেন। ঢাকা শহরে বিনত বিবির মসজিদ এর পাশাপাশি এটি প্রাক-মুঘল স্থাপত্যের একটি নিদর্শন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে শহীদুল্লাহ হলের উত্তর-পশ্চিম কোণে মুসা খাঁর মসজিদ নির্মিত হয় আনুমানিক ১৬৭৯ সালে।
দৃষ্টিনন্দন এ মসজিদে রয়েছে তিনটি গম্বুজ। মসজিদটি নির্মাণ করা হয় তিন মিটার উঁচু একটি ভল্ট প্লাটফর্মের ওপর। ভল্ট প্লাটফর্মটি ১৭ মিটার দীর্ঘ ও ১৪ মিটার চওড়া।প্লাটফর্মের উপর নির্মিত মসজিদটির নিচতলায় কয়েকটি কক্ষ রয়েছে। এগুলোতে আগে মসজিদ সংশ্লিষ্টরা বাস করলেও এর সবগুলোই এখন পরিত্যক্ত। তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটির একটি গম্বুজে বড় ফাটল দেখা দিয়েছে। ঐ ফাটল দিয়ে গত বর্ষায় বৃষ্টির পানি মসজিদের ভিতরে পড়েছে বলে জানিয়েছেন মুসল্লিরা। মসজিদের পশ্চিম ও পূর্ব প্রাচীর প্রায় ৬ ফুট পুরু। উত্তর ও দক্ষিণ প্রাচীর ৪ ফুট পুরু। চার দেয়াল, ছাদ এবং গম্বুজ— সবকিছুতেই দীর্ঘদিন ধরে শেওলা জমে কালচে হয়ে গেছে। মসজিদের দুই মূল স্তম্ভে বড় ধরনের ভাঙন সৃষ্টি হয়েছে। ইতিহাসবিদ আহমদ হাসান দানীর ‘ঢাকা:অ্যা রেকর্ড অব ইটস চেঞ্জিং ফরচুনস’ গ্রন্থে উল্লেখিত বর্ণনামতে, মসজিদটি মুসা খাঁর নামে হলেও স্থাপত্যশৈলী অনুযায়ী এটি শায়েস্তা খাঁর আমলে বা তারপরে নির্মিত হয়েছিল।
-----------------------------------------------------------------------
Mosque,mosque in dhaka,dhaka mosque,first mosque of dhaka,famous mosque in bangladesh,old dhaka,star mosque,mosque of dhaka,first mosque in dhaka,the first mosque in dhaka,dhaka mosques bangladesh, first mosque in dhaka,beautiful mosque,dhaka city,oldest mosque of south asia in bd,old mosque,oldest misque in bangladesh,most beautiful mosques in the world,khan mohammad mridha mosque,oldest mosque,mridha mosque,মুসা খান মসজিদ,মুসা খান,ঐতিহাসিক মুসা খান মসজিদ,প্রায় ৩৫০ বছরের পুরানো মুসা খান মসজিদ,মুসা খান মসজিদ,মুসা খান মসজিদের ইতিহাস,ঢাবি ক্যাম্পাসে মুসা খানের সমাধি ও মসজিদ,মুসা খাঁ মসজিদ,মুসা খান মসকুএ,মুসা খান মসজিদের ইতিহাস,মুসা কা মসজিদ,মুসা খানের কবর,মুসা খানার কাওয়ালী,মুসা খানের কাওয়ালী,মুসা খানের কাওয়ালী গান,মসজিদ,বাংলার মসজিদ - মুসা খাঁর মসজিদ,মুসা খাঁ,মুসা কানার নতুন গান,ইসা খান,মূসা খান,মুসা কানা,মুসা,মুঘল মসজিদ
-----------------------------------------------------------------------
#মুসাখানমসজিদ
#মুসাখাঁমসজিদ
#মুঘলআমলেনির্মিতমসজিদ
#Musakhanmosque
#Musakhamosque
#Musakhanmoshjid
Информация по комментариям в разработке