💠 বাস্তবে দেখুন কিভাবে রুকইয়াহ সেন্টারে কুরআনের মাধ্যমে বদনজর, কালোযাদু, জ্বীন ও ওয়াসওয়াসার চিকিৎসা করা হয়।
এই ভিডিওতে সরাসরি রুকইয়াহ সেশনের বাস্তব দৃশ্য, রোগীর প্রতিক্রিয়া ও কুরআনের আয়াতে শিফার প্রক্রিয়া দেখানো হয়েছে।
(রুকইয়াহ চিকিৎসা ও সমসঢা যাচাইয়ের নিয়তে — শরীয়াহসম্মত কুরআনী চিকিৎসা পদ্ধতি)
(💫 ডেমো রুকইয়াহ টি তৈরি করা হয়েছে — বদ নজর, কালোযাদু, জ্বীন, ওয়াসওয়াসা বা সব ধরনের আধ্যাত্মিক সমস্যার নিয়তে।
অথবা আপনি যদি জানতে চান “আমার সমস্যা আছে কিনা?”, তবে যাচাইয়ের নিয়তে রুকইয়াহ টি শুনতে, পারেন ইন শা আল্লাহ।)
📿 রুকইয়াহ প্রক্রিয়া (বাস্তবে কিভাবে করা হয়):
1️⃣ প্রথমে রোগীর সমস্যা সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসা করা হয়।
2️⃣ নির্দিষ্ট নিয়তে কুরআনের সিহর, বদনজর ও জ্বীন সম্পর্কিত আয়াতসমূহ পাঠ করা হয়।
3️⃣ রোগী মনোযোগসহ কুরআনের তেলাওয়াত শোনেন।
4️⃣ রুকইয়াহ চলাকালে শরীরে বা মনে বিভিন্ন প্রতিক্রিয়া (ইফেক্ট/রিঅ্যাকশন) দেখা দিতে পারে।
🔥 রুকইয়াহ চলাকালে যেসব ইফেক্ট হতে পারে:
😴 হাই উঠা বা ঘুম ভাব হওয়া
🤕 মাথা ভার লাগা বা ব্যথা
💓 বুক ধড়ফড়, শ্বাসকষ্ট
🤢 বমি ভাব বা বমি হওয়া
🔥 শরীরে জ্বালাপোড়া অনুভব
😭 কান্না আসা বা চিৎকার করা
😡 রাগ, বিরক্তি বা অস্থিরতা
🤲 হাত-পা কাঁপা বা ভারী লাগা
🧠 মাথায় চাপ বা বোঝা অনুভব
🧍 শরীরে কিছু হাঁটার মতো অনুভব
👁️ চোখে ঝাপসা বা অদ্ভুত কিছু দেখা
😵 জিন ভর করা বা কথা বলা
🚶 রুকইয়াহ শেষ না করেই উঠে যেতে ইচ্ছা হওয়া
😔 ভয়, অস্থিরতা বা বুকে চাপ অনুভব করা
💫 ইফেক্ট হওয়া মানে:
✅ শরীরে সমস্যা আছে
✅ সমস্যা দুর্বল হচ্ছে ইন শা আল্লাহ
✅ জ্বীন বা যাদুর প্রভাব ভেঙে যাচ্ছে
🧩 যদি কোনো ইফেক্ট না হয়, তার সম্ভাব্য কারণসমূহ:
1️⃣ প্রথম সেশনে সমস্যা পুরোপুরি প্রকাশ না পাওয়া।
2️⃣ বদনজর বা হাসাদ যাদুর প্রভাবকে ঢেকে রাখে।
3️⃣ পেটে থাকা যাদু বা গিট সমস্যার কারণে দেরি হয়।
4️⃣ ঘুমের ওষুধ বা মানসিক ওষুধের প্রভাব।
5️⃣ তাবিজ, কবিরাজি চিকিৎসা বা হারাম কাজে সম্পৃক্ততা।
6️⃣ মনোযোগের অভাব বা দ্বিধা নিয়ে শোনা।
7️⃣ পুরাতন বা আশেক জ্বীন ধীরে প্রতিক্রিয়া করে।
📌 একবার শুনে ইফেক্ট না হলে হতাশ হবেন না।
বরং কয়েকদিন নিয়মিত শুনলে ধীরে ধীরে প্রতিক্রিয়া দেখা দেয় ইন শা আল্লাহ।
📅 শোনার নিয়ম:
🎧 কানে ইয়ারফোন লাগিয়ে নিরিবিলি পরিবেশে মনোযোগসহ শুনুন।
🕋 মনে রাখবেন—শিফা একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে।
💧 সিহরের আয়াতগুলো পাঠ করে পানিতে ফুঁ দিয়ে তা পান করুন।
🌅 সকাল-সন্ধ্যার মাসনূন আমল নিয়মিত চালিয়ে যান।
🎥 এই ভিডিওটি দেখুন এবং মনোযোগ দিয়ে রুকইয়াহ শুনুন।
⚡ রুকইয়াহ চলাকালে যদি কোনো খারাপ লাগা (ইফেক্ট বা রিঅ্যাকশন) অনুভব করেন, কমেন্টে জানান।
📿 ইন শা আল্লাহ, এটি আপনার সমস্যার উপস্থিতি ও মুক্তির সূচনা হতে পারে।
📞 যোগাযোগ:
🌐 www.ruqyahsupport.com
📱 WhatsApp: 01770-602542
🏢 Ad-Dua Ruqyah Center, Dhaka
সরাসরি রুকইয়াহ চিকিৎসা,
রুকইয়াহ সেন্টারে রুকইয়াহ,
Live Ruqyah,
How to do Live Ruqyah,
রুকইয়াহ সেশন,
রুকইয়াহ চিকিৎসা ঢাকা,
Ad Dua Ruqyah Center,
Ruqyah Center Bangladesh,
রুকইয়াহ চিকিৎসা পদ্ধতি,
বদ নজর নষ্টের রুকইয়াহ,
কালোযাদু মুক্তির রুকইয়াহ,
জ্বীন তাড়ানোর রুকইয়াহ,
Ruqyah for Evil Eye,
Ruqyah for Black Magic,
Islamic Ruqyah Healing,
Live Ruqyah Session,
Ruqyah Demonstration,
How Ruqyah Works,
Ruqyah Therapy in Islam
Информация по комментариям в разработке