Beche Thakar Gaan (বেঁচে থাকার গান) । Nobel & Anupam Roy । Rupam Islam । Fall in Lyrics

Описание к видео Beche Thakar Gaan (বেঁচে থাকার গান) । Nobel & Anupam Roy । Rupam Islam । Fall in Lyrics

#nobel #anupamroy #rupamislam #বেঁচে_থাকার_গান

singer:Nobel & Anupam Roy

orginal credits:
Singer : Rupam Islam
Composition : Anupam Roy
Lyrics : Anupam Roy

Lyrics:
যদি কেড়ে নিতে বলে
কবিতা ঠাসা খাতা
জেনো কেড়ে নিতে দেবোনা
যদি ছেড়ে যেতে বলে
শহুরে কথকতা
জেনো আমি ছাড়তে দেবোনা
যদি কেড়ে নিতে বলে (বলে)
কবিতা ঠাসা খাতা
জেনো কেড়ে নিতে দেবোনা
যদি ছেড়ে যেতে বলে (বলে)
শহুরে কথকতা (শহুরে কথকতা)
জেনো আমি ছাড়তে দেবোনা (ছাড়তে দেবো না)
আর আমি আমি জানি জানি
চোরাবালি কতখানি
গিলেছে আমাদের রোজ
আর আমি আমি জানি জানি
প্রতি রাতে হয়রানি
হারানো শব্দের খোঁজ
আর এভাবেই নরম বালিশে
তোমার ওই চোখের নালিশে
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান
আর এভাবেই মুখের চাদরে
পরিচিত হাতের আদরে
সুখে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান
যদি নিমেষে হারালে
জীবনে পরিপাটি
তবু হেরে যেতে দেবো না
যদি বেচে দিতে বলে
শিকড়ে বাঁধা মাটি
জেনো আমি বেচতে দেবো না
আর আমি আমি জানি জানি
চোরাবালি কতখানি
গিলেছে আমাদের রোজ
আর আমি আমি জানি
প্রতি রাতে হয়রানি
হারানো শব্দের খোঁজ
আর এভাবেই নরম বালিশে
তোমার ওই চোখের নালিশে
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান
আর এভাবেই মুখের চাদরে
পরিচিত হাতের আদরে
সুখে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান
(আর আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি
আমি আমি জানি জানি)

#fallinlyrics #lofi #bangla_lofi_remix
#beche_thakar_gaan #bechethakargaan

Комментарии

Информация по комментариям в разработке