চর সলিমাবাদ বাজার যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গন | Char Salimabad Chauhali Sirajganj
সিরাজগঞ্জের সলিমাবাদ ইউনিয়নে যমুনা নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। এই ভাঙনের ফলে ঘরবাড়ি, ফসলি জমি এবং অন্যান্য স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, যা স্থানীয় মানুষের জীবন ও জীবিকাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
গত ৭ দিনে যমুনা নদীর অব্যাহত ভাঙনে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৫টি ইউনিয়নের ৯টি গ্রামের শত শত ঘরবাড়ি, অসংখ্য গাছপালা এবং ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বাস্তুহারা হয়ে খোলা আকাশের নীচে পলিথিন বিছিয়ে অনেকেই চরম দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছেন। ভাঙনে ক্ষতিগ্রস্ত গ্রামগুলির মধ্যে রয়েছে চৌহালী ইউনিয়নের সলিমাবাদ, চর নাকালিয়া, চর বিনানুই, বাঘুটিয়া ইউনিয়নের চর সলিমাবাদ, ফুলহারা, মুরাদপুর, ঘোরজান ইউনিয়নের চর ধিতপুর, উমরপুর ইউনিয়নের বাউশা, মিনিদা এবং ধুবুলিয়া গ্রাম।
সলিমাবাদ এলাকায় প্রায় ৮ বছর ধরে যমুনার ভাঙন চলছে। এ পর্যন্ত ৫০০ টিরও বেশি ঘরবাড়ি এবং ফসলি জমি যমুনা নদীতে তলিয়ে গেছে।
অন্যদিকে, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ১৩১ নম্বর সলিমাবাদ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চর সলিমাবাদ গ্রামের সংলগ্ন, নদীগর্ভে তলিয়ে গেছে। চৌহালী উপজেলার ৫টি ইউনিয়নে যমুনা নদীর ভাঙনে একের পর এক গ্রাম তলিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই এই গ্রামের ৫০০ টিরও বেশি বাড়িঘর, স্থাপনা এবং ২০০০ বিঘা ফসলি জমি যমুনায় তলিয়ে গেছে।
এদিকে, পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা ইতিমধ্যেই যমুনার তীরে মিছিল, সভা এবং মানববন্ধন করছেন।
ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো বাঘুটিয়া, খাসপুখুরিয়া, ঘোরজান, স্থল ও উমরপুর, শাকপাল, উত্তর খাসপুখুরিয়া, দক্ষিণ খাসপুখুরিয়া, রেহাইপুখুরিয়া, চর নাকালিয়া, চর বিনানুই, হাতাইল, চর সালিমাবাদ, দক্ষিণ চর সালিমাবাদ, ভুতের মোড়, মেতুয়ানি, আরমাশুকা, বীর বাউনিয়া, খাসপুখুরিয়া, ঘাগুটিয়া, চৌবারিয়া, হাপানিয়া, চর সালিমাবাদ পশ্চিমপাড়া এবং আরও ২০টি গ্রাম।
এই এলাকাগুলিতে ব্যাপক ভাঙনের ফলে শতাধিক ঘরবাড়ি এবং ২০০০ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের আতঙ্কে মানুষ তাদের ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে।
এই উপজেলার কমপক্ষে ১০,০০০ মানুষ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। তারা হতাশায় আন্দোলন শুরু করেছে, কিন্তু প্রত্যাশিত ফলাফল অর্জিত হয়নি।
Jamuna river erosion in tangail,jamuna river erosion in Sirajganj,jamuna river erosion in nagpur,jamuna river erosion in Sherpur,jamuna river erosion in nagarpur,jamuna river erosion in Shahzadpur,jamuna river break in Pabna,jamuna river break in Narsingdi,jamuna river break in Chowhali,jamuna river slide in Elenga,jamuna river break in pauli,jamuna river erosion in hugra,jamuna river erosion in tangail sadar,jamuna river break in Sirajganj sadar,jamuna river slide,Jamuna River erosion,Jamuna river break,jamuna nodi vangon,jamuna river burst,
=========================================
Fair Use Notice:This video is made for "fair use" for purposes news reporting,educational,review and research only.All copyrighted material is used under fair use.If you are the copyright owner of any material used in this video and would like it to be removed,please contact me at [[email protected]].I will remove the material immediately..Thanks a lot.
Информация по комментариям в разработке