পুরান ঢাকায় মুঘল আমলে নির্মিত কয়েকটি মসজিদের ইতিহাস | Old Dhaka Mughal Mosque History | Info Hunter

Описание к видео পুরান ঢাকায় মুঘল আমলে নির্মিত কয়েকটি মসজিদের ইতিহাস | Old Dhaka Mughal Mosque History | Info Hunter

মসজিদের শহর ঢাকার ইতিহাস ৪০০ বছরের পুরনো। প্রাচীন এই শহরজুড়ে রয়েছে অসংখ্য ঐতিহ্যবাহী মসজিদ। ফলে চারদিক থেকে ভেসে আসে আজানের মধুর সুর। সেজন্যই ঢাকাকে বলা হয় মসজিদের শহর। অন্যান্য এলাকার মতো পুরান ঢাকায় বেশকিছু ইসলামিক স্থাপত্য বা মসজিদ চোখে পড়ে। মসজিদের শহর বলা হয়ে থাকে ঢাকা শহরকে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মসজিদ আছে ঢাকায়। ধারণা করা হয় প্রায় এগারো হাজারেরও বেশি মসজিদ আছে পুরো ঢাকা শহর জুড়ে। আর ঢাকার এই মসজিদের ইতিহাসটাও প্রায় ছয়শো বছর পূর্বের। ঢাকার প্রথম মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল পুরান ঢাকার নারিন্দায়। যে মসজিদটি এখনো টিকে আছে। এছাড়াও পুরান ঢাকায় বেশ কিছু মুঘল আমলের মসজিদ এখনো টিকে আছে। এই ভিডিওতে ঢাকার প্রথম মসজিদ থেকে শুরু করে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বেশ কিছু মসজিদের ইতিহাস আর ঐতিহ্য তুলে ধরা হয়েছে।

বিনত বিবির মসজিদ, চকবাজার শাহী মসজিদ, কাস্বাবটুলি জামে মসজিদ কসাইটুলী, সাতরওজা খাজে নেহাল মসজিদ, তারা মসজিদ আর্মানিটোলা, ধনু বেপারীর হলুদ মসজিদ নারিন্দা, আহলে হাদিস মসজিদ মালিটোলা, কামরাঙা মসজিদ ।
#পুরান_ঢাকার_পুরাতন_মসজিদ
For More Visit:
Website: https://infohunterbd.blogspot.com/
Facebook:   / bdinfohunter  

Комментарии

Информация по комментариям в разработке