সেরা ৬ অদ্ভুত ও ভয়ংকর ব্রিজ | Top 6 Dangerous Bridges 2020

Описание к видео সেরা ৬ অদ্ভুত ও ভয়ংকর ব্রিজ | Top 6 Dangerous Bridges 2020

#অদ্ভুত ও #ভয়ংকর #ব্রিজ #Bridge

SCRIPT

বন্ধুরা আপনারা অনেকে অনেক ধরনের ব্রিজ দেখেছেন।
কিন্তু এই দুনিয়াতে এমন কিছু ব্রিজ আছে যেগুলো সম্পর্কে আপনারা হয়তোবা এখনো জানেন না।
আজ আমি আপনাদের দুনিয়ার এমন অদ্ভুত ও ভয়ঙ্কর 6 টি ব্রিজের কথা বলব যেগুলো দেখে আপনাদের মাথা চক্কর দেয়া শুরু করতে পারে।
এগুলো এমন ব্রিজ যেখানে আপনি স্বপ্নেও যেতে চাইবেন না।
এই ব্রিজে পা দিতেই শরীর কাপাকাপি শুরু হয়ে যেতে পারে।
চলেন জেনে নিন এই অদ্ভুত ও ভয়ঙ্কর ব্রিজ সম্পর্কে।


নাম্বার 1 কে আছে, ক্রিস্টাল ভিউ পয়েন্ট চায়না
চায়না সম্পর্কে তো আপনারা সবকিছুই জানেন, টেকনোলজি বিষয়ে যেন সব সময় এক কদম আগেই থাকে,
চায়নার বেইজিংয়ে এমন একটা সুন্দর ব্রিজ নির্মাণ করেছে, যা দেখে আপনারা হতবাক হয়ে যাবেন, এটা মানুষ দ্বারা তৈরি সুন্দর স্থপতির একটি,
এই ব্রিজটি সমুদ্রপৃষ্ঠ হতে আনুমানিক 768 মিটার উপরে বানানো হয়েছে,
এখানে যাওয়া মানুষের বলেছে এর চাইতে ভয়ঙ্কর ও অ্যাডভেঞ্চার ওয়ালা জায়গা তারা জীবনেও দেখেন নাই।
এই ব্রিজের চলার সময় নিচে তাকানোর সাহস কেউ পায় না,
কিছু কিছু লোক খুব সহজেই পার হয়ে যায়, আর বেশিরভাগ লোকেরই বিচি মাথায় উঠে যায়।
বন্ধুরা এই সুন্দর ব্রিজটির জন্য একটা লাইক তো দেয়া লাগে, তো জলদি এই ভিডিওটা আপনারা লাইক করে ফেলুন।


নাম্বার ২ আছে, রাইটিং রিভার ব্রিজ সাইবেরিয়া
এই বৃষ্টি পৃথিবীর সবচেয়ে ভয়ংকর ব্রিজ এর মধ্যে একটি,
সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 18 মিটার উপরে বানানো এই ব্রিজটি তে মানুষ চলতে গেলে হাত পা কাপা শুরু করে দেয়, কারণ এটা অনেক পুরাতন ফ্রিজ।
এই ব্রিজটা বানানোর জন্য যে কাঠ ব্যবহার করা হয়েছে, তা অনেকটাই নাজুক হয়ে পড়েছে।
এজন্যই বৃষ্টি চলার সময়, সর্বক্ষণ জান মালের ঝুঁকি রয়েছে। ভিতু লোক এই ব্রিজটি তে না যাওয়াই উত্তম।

অনেক সরু রাস্তা হওয়ার কারণে এখানে অনেক সাবধানে চলাচল করতে হয়, কোনরকম অসতর্কতায় আপনাকে পানিতে পড়তে হবে।



নাম্বার ৩ এ আছে, ড্রেচেন ওয়ান্ড অস্ট্রেলিয়া।
প্রথমত ব্রিজ ব্যবহার কথা হতো এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর জন্য। কিন্তু আস্তে আস্তে মানুষ এটিকে এডভেঞ্চারের জন্য ব্যবহার করা শুরু করেছে।
আর এই অ্যাডভেঞ্চার শখ পূরণ করার জন্যই মানুষ এই ধরণের অদ্ভুত ব্রিজ বানানো শুরু করেছে।
আর এই সকল অদ্ভুত ব্রিজের মধ্যে এটি হলো একটি।
অস্ট্রেলিয়াতে বানানো এই ব্রিজ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ব্রিজের মধ্যে একটি।
এই ব্রিজে পা দেওয়ার সাথে সাথে মানুষের ঘাম চুটা সুরু করে দেয়।
যাদের হাইকিং করার শখ তাদের জন্য এই জায়গাটা জান্নাতের চেয়ে কম নয়।
এই ব্রিজটি আনুমানিক সমুদ্রপৃষ্ঠ হতে 1176 মিটার উপরে বানানো হয়েছে।
এই ব্রিজটি তে উঠলে সেফটি বেল্ট এর সাহায্য নিতে হয়।
যেকোনো ধরনের ছোট অসাবধানতায় আপনি সরাসরি মাটিতে পড়ে যেতে পারেন।



নাম্বার ৪ আছে, হোসেনী হাঙ্গিং ব্রিজ,
বন্ধুরা পাকিস্তানের বানানো এই ব্রিজটি পৃথিবীর সব আজব ব্রিযের ভিতরে একটি।
এই ব্রীজে ওঠার সাথে মানুষের টনক নড়ে যায়।
এই ব্রিজে চললে মনে হয় জানটা হাতের মুঠোয় আছে।
ভয়ঙ্কর কথা বল এটা যখন আপনি বিজি চলবেন তখন এটা অনেক দুলতে থাকবে, কারণ এটা অনেক পুরাতন হয়ে গেছে, এতে লাগানো তার অনেক ঝুঁকিপূর্ণ।
এই ব্রিজটি বানানোর জন্য লৌহ দন্ড ও কাঠ ব্যবহার করা হয়েছে।
এই ব্রিজটিতে চলাচল রত মানুষজনের প্রতি পদক্ষেপেই মৃত্যু ঝুঁকি রয়েছে।
এই ব্রিজটি থেকে পড়ে এখনো পর্যন্ত 10 জন মানুষ মারা গেছে।



বন্ধুরা আপনারা কোন দেশ থেকে ভিডিও টি দেখছেন বাংলাদেশ নাকি ইন্ডিয়া।
আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন।


নাম্বার ৫ এ আছে, এসিমা ওহাসি ব্রিজ
এই ব্রিজটি চায়না র সবচাইতে লম্বা ও উঁচু ব্রিজ।
এটা সরাসরি দেখেই মানুষের পশম খাড়া হয়ে যায়।
এই ব্রিজটি র নির্মাণকাজ 1978 সালে শুরু হয় যা 1988 সালে এসে কাজ শেষ হয়।
এই ব্রিজটি লম্বায় 1300 মিটার, এবং সমতল ভূমি থেকে এর উচ্চতা 200 মিটার।





নাম্বার 6 আছে, এ আই কেমিনিটও ডেল রে স্পেন
এই ব্রিজটির বয়স 100 বছরের উপরে, এটা পৃথিবীর ভয়ঙ্কর ব্রিজের মধ্যে একটি,
সমতল ভূমি থেকে আনুমানিক 2350 মিটার উপরে বানানোর ব্রিজটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ।
এই ব্রিজে সব সময় মৃত্যুঝুঁকি আছে।
তার পরেও প্রতিবছর এখানে হাজার হাজার লোক বেড়াতে আসে।
1999 অথবা 2000 সালের দিকে ব্রিজটি বন্ধ করে দেয়া হয়েছে।
কারণ ওই সময় 4 জন লোক মারা গিয়েছিল।
2015 সালে ব্রিজটি মেরামত করে আবারো চালু করে দেয়া হয়েছে।
এই বৃষ্টির নির্মাণকাজ 1901 সালে চালু হয়েছিল এবং শেষ হয়েছিল 1905 সালে। এর মানে ব্রিজটি বানাতে আনুমানিক 5 বছর সময় লেগেছিল।


বন্ধুরা আপনাদের এর ভিতরে কোনটা সবচাইতে ভয়ঙ্কর লেগেছে?
আমাদের কমেন্ট করে অবশ্যই জানান।
এবং আপনারা এই ভিডিওর যদি সেকেন্ড পার্ট চান কমেন্ট বক্সে অবশ্যই পার্ট ২ লিখবেন।
আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল টি অবশ্যই সাবস্ক্রাইব করুন।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।

Комментарии

Информация по комментариям в разработке