City University Malaysia | Study In Malaysia From Bangladesh
আপনি কি কম খরচে মালয়েশিয়াতে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে চান এবং পাশাপাশি রয়েছে পার্ট টাইম জব করার  সুযোগ। আর এই নিশ্চয়তা দিচ্ছে বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টার।
মালয়েশিয়াতে বিশ্বমানের পড়াশোনা সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় তথ্য যা আপনার জন্য সহায়ক হবে। মালয়েশিয়াতে জীবনযাত্রার মান খুবই উন্নত।আপনি আপনার পাশের দেশ মালয়েশিয়া থেকে স্বল্প খরচে উচ্চ শিক্ষা নিয়ে সহজেই ক্যারিয়ার গড়তে পারবেন।
✅ আপনি কেন মালয়েশিয়াতে লেখাপড়ার জন্য যাবেন ?
✈ লেখাপড়ার মান খুবই উন্নত, বিশ্বের সবদেশেই গ্রহণযোগ্য কিন্তু টিউশন ফি খুব কম, থাকা-খাওয়ার খরচ ও কম।
✈ IELTS/ TOFEL বাধ্যতমূলক নয়, কিন্তু লেখাপড়ার মাধ্যম পুরাপুরি ইংরেজী।
✈ ব্যাংক গ্রান্টি, স্টেটমেন্ট বা স্পন্সর লাগেনা।
✈ টিউশন ফি ভিসা পাওয়ার পর রেমিট করতে হয়, কোন ঝুকি নেই।
✈ এস.এস.সি/দাখিল বা সমমানের পাশ থাকলেই আবেদন করতে পারবেন।
✈ খুব দ্রুত ভর্তি ও ভিসা এবং কলেজ বা ইউনিভার্সিটি কর্তৃক ভিসা প্রসেস, কোন ইন্টারভিউ লাগে না।
✈ একমাত্র দেশ মালয়েশিয়া যেখানে অনেক বছর স্ট্যাডি গ্যাপ থাকলেও ভর্তি ও ভিসা পেতে কোন সমস্যা হয়না।
✈ মালয়েশিয়া থেকেই UK, Aus, USA and Canada এর নামকরা প্রতিষ্ঠানের সার্টিফিকেট প্রাপ্তি বা সহজেই ঐ সব দেশে ক্রেডিট ট্রান্সফার করে যাওয়া যাবে।
✅কি কি কোর্স বা প্রোগ্রামে ভর্তি হতে পারবেনঃ
A-Level, Foundation, Diploma, Bachelor/Hons, Masters, PhD
✅কি কি বিষয়ে পড়তে পারবেনঃ
📗 Business (Administration, Management, Accounting, Finance, HRM, Marketing, Economics) CIMA, CAT ----ইত্যাদি
📗 Engineering (Electrical, Electronics, Mechanical, Civil, Aeronautical, Marine, Architecture) ----ইত্যাদি
📗 Computer Science, IT, Tele Comm, Network, MIS, Software, Game Technology ----ইত্যাদি
📗 Hospitality (Hotel, Travel, Tourism, Culinary, Chef) ----ইত্যাদি
📗 Medical, Physiotherapy, Nursing , Public health, Dentisty----ইত্যাদি
📗 LAW, Mass Communication, Environmental Science, English Language, Sociology, IR----ইত্যাদি
📗 Mathematics, Physics, Chemistry, Biology----ইত্যাদি
📗 Agriculture, Horticulture, Veterinary এবং আরো অন্যান্য যেকোনো বিষয়ে। এ ব্যাপারে বাংলাদেশ মালয়েশিয়া স্ট্যাডি সেন্টার লিঃ দীর্ঘ ১৭ বছর যাবত সুনামের সাথে মালয়েশিয়ার প্রথম সারির Top ranking excellent ইউনিভার্সিটি ও কলেজে ভর্তি ও ভিসা সেন্টার হিসাবে সার্ভিস দিয়ে যাচ্ছে।
✅ আমাদের প্রতিষ্ঠান প্রতিটা ছাত্র-ছাত্রীর অর্থনৈতিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, এবং উদ্দেশ্যের উপর ভিত্তি করে সঠিক কোর্স, বিশ্ববিদ্যালয়ে ভর্তি দ্রুত ভিসা প্রসেসিং, Predeparture Training, Malaysia pickup service নিজেস্ব হোস্টেলে নিরাপদে থাকা খাওয়ার ব্যবস্থা যা আমাদেরকে করেছে বাংলাদেশের অন্যান্য এজেন্ট থেকে সম্পূর্ণ আলাদা।
Bangladesh Malaysia Study Centre Ltd. এর সার্ভিস কেনো নিবেন :
✅ ১০০% ভর্তি সংক্রান্ত সাপোর্ট।
✅ ভিসা প্রোসেসিং সাপোর্ট।
✅ ফাইল ওপেনিং চার্জ নেওয়া হয়না।
✅ আমাদের কোনো হিডেন চার্জ নেই।
✅ খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা প্রসেসিং সম্পূর্ণ করা হয় ।
✅ মালয়েশিয়াতে আমাদের রয়েছে নিজস্ব প্রতিনিধি।
✅ আমাদের রয়েছে ১৭ বছর ধরে মালয়েশিয়ার  শতভাগ ভিসা সাফল্য।
✅ ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে ,যেমন: যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপান এবং অন্য দেশে ।
তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে:
Bangladesh Malaysia Study Centre Ltd. 
মোবাইল: 01777444422 ,01711111637
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: bmscl.com
অফিস: RH Home Center(5th Floor-Room 511), 
74/B/1 Green Road ( Near University of Asia Pacific)
Dhaka 1215,Bangladesh. 
#studyabroad  #studymalaysia  #studyabroadconsultants  #scholarships  #topuniversities  #opportunity  #studentsuccess  #studentvisa
                         
                    
Информация по комментариям в разработке