Sadat Hossain Interview | UNCUT | আনন্দবাজার অনলাইনে সাদাত হোসাইনের একান্ত সাক্ষাৎকার

Описание к видео Sadat Hossain Interview | UNCUT | আনন্দবাজার অনলাইনে সাদাত হোসাইনের একান্ত সাক্ষাৎকার

সাদাত হোসাইন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপলজি বিভাগের প্রাক্তনী। প্রথম বই ‘গল্পছবি’। সাংবাদিক হিসাবে লেন্সবন্দি জীবনের গল্প বলার সেই শুরু। তারপর কবিতায় সেজেছে কাপলেট। চলচ্চিত্রে জীবন অভিজ্ঞতার সংলাপ দিয়ে বুনেছেন ‘গহীনের গান’। মাধ্যম যাই হোক না কেন, গল্পকারের ভূমিকা থেকে কখনও সরে আসেননি সাদাত। আগামী বছর আসছে তাঁর নতুন উপন্যাস ‘আগুনডানা মেয়ে’। ইচ্ছে আছে ক্রিকেট নিয়ে ছবি বানাবেন। তাঁর কথায়, সমাজ পরিবর্তনের জন্য চাই আরও আরও জনপ্রিয় সাহিত্য এবং সিনেমা। হেমন্তের এক পড়ন্ত বিকেলে ময়দানি আড্ডায় অকপট সাদাত হোসাইন। তিনি বিশ্বাস করেন, ‘শাসককেই সব থেকে বেশি কষ্ট অনুভব করতে হয়’। তাঁর আশা, ‘যিনিই রাজনীতি করবেন, তাঁকে আসলে জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে হবে এবং প্রাত্যহিক জীবনে তাদের যে কষ্ট বা বেদনার মধ্য দিয়ে যেতে হয় সেগুলো প্রত্যক্ষভাবে অনুভব করতে হবে। নামের সঙ্গে শুধু পদ যুক্ত হবে বলেই রাজনীতি করবেন না’।


#SadatHossain

আনন্দবাজার অনলাইনের ভিডিয়ো দেখতে ক্লিক করুন: https://www.anandabazar.com/video

Комментарии

Информация по комментариям в разработке